সম্পাদকীয়
বাদল সরকার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যব্যক্তিত্ব। তিনি থার্ড থিয়েটার নামে ভিন্ন এক নাট্যধারার প্রবক্তা ছিলেন। নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখতেন। নাটক শুধু নির্মল আনন্দ আর বিনোদনের জন্য নয়। সমাজের মানুষের যাপিত জীবনের লড়াই-সংগ্রামকে নাটকে তুলে ধরার জন্য তিনি আজীবন কাজ করেছেন।
মূলত তাঁর রাজনৈতিক ভাবনার উদয় ঘটে নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে। তিনিই প্রথম মঞ্চের বাইরে সাধারণ মানুষের মধ্যে নাটককে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন। বাদল সরকারের জন্ম কলকাতায়, ১৯২৫ সালের ২৫ জুলাই। শৈশবে নাম ছিল সুধীন্দ্রনাথ সরকার।
কিন্তু পরবর্তীকালে পরিচিত হয়েছিলেন বাদল সরকার নামে। স্কটিশ চার্চ কলেজ থেকে ট্রান্সফার হয়ে ভর্তি হন শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। এখান থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন। পেশা হিসেবে কাজ শুরু করেন নগর-পরিকল্পনাবিদ হিসেবে। কাজ করেছেন ভারত, ইংল্যান্ড ও নাইজেরিয়ায়। আবার সাহিত্য ও নাটকের প্রতি আগ্রহের জন্য বৃদ্ধ বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘কম্পারেটিভ লিটারেচার’ বিষয়ে এমএ পাস করেন ১৯৯২ সালে।
পাঁচের দশকের গোড়া থেকেই তাঁর নাট্যজীবন শুরু হয়। প্রথম জীবনে শৌখিন থিয়েটারে অভিনয়ের পর ‘শতাব্দী’ নামে নতুন একটি নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৫৬ সালে প্রথম নাটক ‘সলিউশন এক্স’ লেখেন। এরপর তিনি আরও কয়েকটি মৌলিক নাটক লিখলেও তাঁকে ষাটের দশকের মাঝামাঝি সর্বভারতীয় খ্যাতি এনে দেয় ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি। এ নাটকটি বহুরূপী পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। তারপর তাঁর রচিত ‘বাকী ইতিহাস’, ‘প্রলাপ’, ‘পাগলা ঘোড়া’, ‘শেষ নাই’ সব কটিই শম্ভু মিত্রের নেতৃত্বাধীন বহুরূপী গোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ হয়।
নিজের নাট্যদল শতাব্দী গঠনের পর তিনি একেবারে কলকাতার কার্জন পার্কে খোলা আকাশের নিচে নাটক দেখানো শুরু করেন। তাঁর প্রবর্তিত ‘থার্ড থিয়েটার’ জনপ্রিয় হলেও, তিনি শেষ দুই দশক প্রায় লোকচক্ষুর আড়ালেই ছিলেন।
ব্যতিক্রমী এ নাট্যব্যক্তিত্ব ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ১৩ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।
বাদল সরকার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যব্যক্তিত্ব। তিনি থার্ড থিয়েটার নামে ভিন্ন এক নাট্যধারার প্রবক্তা ছিলেন। নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখতেন। নাটক শুধু নির্মল আনন্দ আর বিনোদনের জন্য নয়। সমাজের মানুষের যাপিত জীবনের লড়াই-সংগ্রামকে নাটকে তুলে ধরার জন্য তিনি আজীবন কাজ করেছেন।
মূলত তাঁর রাজনৈতিক ভাবনার উদয় ঘটে নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে। তিনিই প্রথম মঞ্চের বাইরে সাধারণ মানুষের মধ্যে নাটককে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন। বাদল সরকারের জন্ম কলকাতায়, ১৯২৫ সালের ২৫ জুলাই। শৈশবে নাম ছিল সুধীন্দ্রনাথ সরকার।
কিন্তু পরবর্তীকালে পরিচিত হয়েছিলেন বাদল সরকার নামে। স্কটিশ চার্চ কলেজ থেকে ট্রান্সফার হয়ে ভর্তি হন শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। এখান থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন। পেশা হিসেবে কাজ শুরু করেন নগর-পরিকল্পনাবিদ হিসেবে। কাজ করেছেন ভারত, ইংল্যান্ড ও নাইজেরিয়ায়। আবার সাহিত্য ও নাটকের প্রতি আগ্রহের জন্য বৃদ্ধ বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘কম্পারেটিভ লিটারেচার’ বিষয়ে এমএ পাস করেন ১৯৯২ সালে।
পাঁচের দশকের গোড়া থেকেই তাঁর নাট্যজীবন শুরু হয়। প্রথম জীবনে শৌখিন থিয়েটারে অভিনয়ের পর ‘শতাব্দী’ নামে নতুন একটি নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৫৬ সালে প্রথম নাটক ‘সলিউশন এক্স’ লেখেন। এরপর তিনি আরও কয়েকটি মৌলিক নাটক লিখলেও তাঁকে ষাটের দশকের মাঝামাঝি সর্বভারতীয় খ্যাতি এনে দেয় ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি। এ নাটকটি বহুরূপী পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। তারপর তাঁর রচিত ‘বাকী ইতিহাস’, ‘প্রলাপ’, ‘পাগলা ঘোড়া’, ‘শেষ নাই’ সব কটিই শম্ভু মিত্রের নেতৃত্বাধীন বহুরূপী গোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ হয়।
নিজের নাট্যদল শতাব্দী গঠনের পর তিনি একেবারে কলকাতার কার্জন পার্কে খোলা আকাশের নিচে নাটক দেখানো শুরু করেন। তাঁর প্রবর্তিত ‘থার্ড থিয়েটার’ জনপ্রিয় হলেও, তিনি শেষ দুই দশক প্রায় লোকচক্ষুর আড়ালেই ছিলেন।
ব্যতিক্রমী এ নাট্যব্যক্তিত্ব ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ১৩ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে