শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য থানায় লিখিত অভিযোগ করেন কাপাসিয়া উপজেলার মাহমুদা। গতকাল শনিবার এ জমির বায়নার টাকা ফেরত দেওয়ার শেষ দিন ছিল। এ টাকা ফেরত নিতে গিয়ে অভিযোগকারীর সঙ্গে জমির মালিকের এলাকায় যান অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিনুর ইসলাম। বাগ্বিতণ্ডার একপর্যায়ে জমির মালিককে তিনি মারধর করলে তাঁকেও আটকে রাখা হয়।
মাহমুদার করা লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহমুদা শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের লাইছুদ্দিনের কাছ থেকে জমি কিনবেন বলে ৫ লাখ ১০ হাজার টাকায় ওই জমি বায়না করেন। কিন্তু দীর্ঘ দিন পরও জমি বুঝিয়ে দেননি লাইছুদ্দিন। টাকা ফেরত চাইলেও তিনি না দেওয়ায় থানায় অভিযোগ করেন মাহমুদা।
গতকাল মাহমুদার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে দেন দরবার চলাকালে লাইছুদ্দিন ওই নারীকে দেওয়া স্ট্যাম্প জোর করে নিয়ে যেতে চান। এ সময় পুলিশ অভিযুক্তকে মারধর করে নাক ফাটিয়ে দেয়। পরবর্তীতে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করেন এবং এএসআই শাহীনুরকে আটকে রাখেন।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে শান্ত করা হয়েছে। পরবর্তীতে আহত যুবকে হাসপাতালে পাঠানো হয়েছে ও জনতার হাতে অবরুদ্ধ এএসআইকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, পুলিশ আর আর জনতার মধ্যে ভুল বোঝাবুঝির পর হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি গ্রামে বসে সমাধানের চেষ্টা করা হবে।
এ বিষয়ে জানতে এএসআই মো. শাহিনুর ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভুক্তভোগী নারীর জমির বায়নানামা স্ট্যাম্প ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ বাধা দিলে অভিযুক্ত জমির মালিক পুলিশের ওপর হামলা করে। তাঁর সঙ্গে আরও কয়েক জন হামলা চালায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য থানায় লিখিত অভিযোগ করেন কাপাসিয়া উপজেলার মাহমুদা। গতকাল শনিবার এ জমির বায়নার টাকা ফেরত দেওয়ার শেষ দিন ছিল। এ টাকা ফেরত নিতে গিয়ে অভিযোগকারীর সঙ্গে জমির মালিকের এলাকায় যান অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিনুর ইসলাম। বাগ্বিতণ্ডার একপর্যায়ে জমির মালিককে তিনি মারধর করলে তাঁকেও আটকে রাখা হয়।
মাহমুদার করা লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহমুদা শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের লাইছুদ্দিনের কাছ থেকে জমি কিনবেন বলে ৫ লাখ ১০ হাজার টাকায় ওই জমি বায়না করেন। কিন্তু দীর্ঘ দিন পরও জমি বুঝিয়ে দেননি লাইছুদ্দিন। টাকা ফেরত চাইলেও তিনি না দেওয়ায় থানায় অভিযোগ করেন মাহমুদা।
গতকাল মাহমুদার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে দেন দরবার চলাকালে লাইছুদ্দিন ওই নারীকে দেওয়া স্ট্যাম্প জোর করে নিয়ে যেতে চান। এ সময় পুলিশ অভিযুক্তকে মারধর করে নাক ফাটিয়ে দেয়। পরবর্তীতে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করেন এবং এএসআই শাহীনুরকে আটকে রাখেন।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে শান্ত করা হয়েছে। পরবর্তীতে আহত যুবকে হাসপাতালে পাঠানো হয়েছে ও জনতার হাতে অবরুদ্ধ এএসআইকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, পুলিশ আর আর জনতার মধ্যে ভুল বোঝাবুঝির পর হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি গ্রামে বসে সমাধানের চেষ্টা করা হবে।
এ বিষয়ে জানতে এএসআই মো. শাহিনুর ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভুক্তভোগী নারীর জমির বায়নানামা স্ট্যাম্প ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ বাধা দিলে অভিযুক্ত জমির মালিক পুলিশের ওপর হামলা করে। তাঁর সঙ্গে আরও কয়েক জন হামলা চালায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে