নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে আজ রোববার। দিনভর ভোট নেওয়ার পর রাতে ভোটের ফলাফল আসতে শুরু করবে। প্রায় দুই হাজার প্রার্থীর সবাই আশা করছেন সংসদ সদস্য হবেন, সংসদে যাবেন। চিরবৈরী বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগই যে ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যাচ্ছে, তা প্রায় নিশ্চিত।
আওয়ামী লীগের নজর আজ কেন্দ্রে কেন্দ্রে যত বেশি সম্ভব ভোটার আনা। বিরোধীরা আছে উল্টো কৌশলে। নাগরিকদের ভোট বর্জন ডাক দিয়ে চলেছে তারা। এমন পরিস্থিতিতে এবারের নির্বাচন নিয়ে আগামী দিনের প্রত্যাশার পাশাপাশি কিছু আশঙ্কার দিকও আছে বলে মনে করছেন দেশি-বিদেশি রাজনীতিক ও বিশেষজ্ঞদের কেউ কেউ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, নির্বাচনটা যদি সহিংসতামুক্ত, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জালিয়াতিমুক্ত হয়, তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে যাঁরা ক্ষমতাসীন আছেন, তাঁরা যদি আবার ক্ষমতায় আসেন, তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়বে।’
এই বিশেষজ্ঞ একথাও বলেন, ‘কারও হাতে কোনো জাদুদণ্ড না থাকায় ৮ জানুয়ারি থেকে সব মুছে যাবে, এমন আশা করাটাও মুশকিল। মতানৈক্য ও আশা-আশঙ্কার বাস্তবতা বিবেচনায় রেখেই সবাইকে এগোতে হবে।
ভোটে জিতে সরকারের ধারাবাহিকতার মাধ্যমে দেশে স্থিতিশীলতা বজায় রাখার ওপর প্রচারে জোর দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ বিজয়ী হবে, এটা সুস্পষ্ট। শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন। এতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।’
এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কা করেন কি না, এমন প্রশ্নে শাজাহান খান বলেন, তারা (বিএনপি) বলেছে, তৃতীয় শক্তি ক্ষমতা নেবে। কিন্তু সেটা হয়নি। এর বাইরে তারা (বিএনপি) আশা করছে, বিদেশিরা আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে। কিন্তু নিষেধাজ্ঞার ভয়ে তো আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে না।
তবে দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে, ঝুঁকির মুখে আছে অর্থনীতি। এই অবস্থায় সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে ভিসা নিষেধাজ্ঞাসহ আমেরিকার দিক থেকে নানা ঝুঁকি আছে। তফসিল ঘোষণার আগে থেকে ভোট বর্জনকারীরা হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছে। ট্রেনে আগুনসহ নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। ফলে নতুন সরকারের সময় স্থিতিশীলতা ও স্বস্তি কতটা থাকবে, সেই চিন্তা করছেন অনেকে।
এই ভোটের মাধ্যমে বাংলাদেশে ‘অস্বাভাবিক স্থিতিশীলতা’ আসতে যাচ্ছে বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান। ওয়াশিংটনের দ্য উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের এই পরিচালক কয়েক দিন আগে ফরেন পলিসি ম্যাগাজিনে লিখেছেন, ক্ষমতাসীনদের প্রত্যাবর্তন বাংলাদেশে ও পশ্চিমা বিশ্বে অনেকের উদ্বেগের কারণ হবে। আবার এই জয়কে দক্ষিণ এশিয়ার কিছু দেশ হয়তো স্বাগত জানাবে।
কুগেলম্যান বলেন, ভোটারের অংশগ্রহণ কেমন হবে, সহিংসতা হয় কি না, ভোটের পর বিরোধীরা কী করবে, আন্দোলনকে তারা কত দূর টেনে নিতে পারে, এমন অনেক কিছুর ওপর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নির্ভর করবে।
তফসিল ঘোষণার দিন থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আট ব্যক্তির প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে জোর দিতে থাকা আমেরিকার প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কী হতে পারে, এমন প্রশ্নে ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে কাজ করে। ভোটের দিনের পরিস্থিতি ও ফলের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক বিবেচনায় নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হতে পারে।’
এবারের ভোটের ওপর যুক্তরাষ্ট্র ছাড়াও নজর রাখছে পশ্চিমা কয়েকটি দেশ, ভারত, চীন ও রাশিয়ান। ভারত, চীন ও রাশিয়া প্রকাশ্যে মার্কিন অবস্থানের বিরুদ্ধে যাওয়া সরকারের জন্য কিঞ্চিৎ হলেও স্বস্তির বলে মনে করেন কেউ কেউ।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনেকে ঝুঁকির মুখে
ভোট অংশগ্রহণমূলক করতে দল মনোনীত প্রার্থীদের পাশাপাশি অন্য নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ খুলে দিয়েছে আওয়ামী লীগ। আজকের পত্রিকার প্রতিনিধিদের মাধ্যমে মাঠপর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৮৫টি আসনে দলের স্বতন্ত্র প্রার্থীরা আছেন শক্ত অবস্থানে। ফলে নৌকার পৌনে দুই প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত হলেও বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জয় আছে ঝুঁকির মুখে।
আর ২৬টি আসন একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত ভোটের দৌড়ে দ্বিতীয় স্থানে কারা থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে।
এই ভোটই সরকারের পরাজয়: বিএনপি
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছে দলটি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান শনিবার বলেছেন, বিএনপিকে ভেঙেচুরে তছনছ করে দিয়ে ক্ষমতাসীনেরা ভোট করতে চেয়েছিল। বাস্তবে এই নির্বাচন নির্বাচন খেলার মাধ্যমে আওয়ামী লীগ ও তার জোট শরিকেরা নিজেরা সিট ভাগাভাগি করা ও গৃহপালিত বিরোধী দল তৈরির খেলায় মেতেছে।
এই নির্বাচন প্রহসনের, এমন অভিমত দিয়ে তিনি বলেন, সরকার হয়তো ভেবেছে, আজকের নির্বাচনে তাদের বিজয় হবে। অথচ এই নির্বাচন শেষ পর্যন্ত সরকারের জন্য চরম পরাজয় হয়ে দেখা দেবে।
২৯৯ আসনে ১,৯৬৯ প্রার্থী
জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১ হাজার ৯৬৯ প্রার্থী। তাঁদের মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট গ্রহণ বাতিল করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে আজ রোববার। দিনভর ভোট নেওয়ার পর রাতে ভোটের ফলাফল আসতে শুরু করবে। প্রায় দুই হাজার প্রার্থীর সবাই আশা করছেন সংসদ সদস্য হবেন, সংসদে যাবেন। চিরবৈরী বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগই যে ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যাচ্ছে, তা প্রায় নিশ্চিত।
আওয়ামী লীগের নজর আজ কেন্দ্রে কেন্দ্রে যত বেশি সম্ভব ভোটার আনা। বিরোধীরা আছে উল্টো কৌশলে। নাগরিকদের ভোট বর্জন ডাক দিয়ে চলেছে তারা। এমন পরিস্থিতিতে এবারের নির্বাচন নিয়ে আগামী দিনের প্রত্যাশার পাশাপাশি কিছু আশঙ্কার দিকও আছে বলে মনে করছেন দেশি-বিদেশি রাজনীতিক ও বিশেষজ্ঞদের কেউ কেউ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, নির্বাচনটা যদি সহিংসতামুক্ত, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জালিয়াতিমুক্ত হয়, তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে যাঁরা ক্ষমতাসীন আছেন, তাঁরা যদি আবার ক্ষমতায় আসেন, তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়বে।’
এই বিশেষজ্ঞ একথাও বলেন, ‘কারও হাতে কোনো জাদুদণ্ড না থাকায় ৮ জানুয়ারি থেকে সব মুছে যাবে, এমন আশা করাটাও মুশকিল। মতানৈক্য ও আশা-আশঙ্কার বাস্তবতা বিবেচনায় রেখেই সবাইকে এগোতে হবে।
ভোটে জিতে সরকারের ধারাবাহিকতার মাধ্যমে দেশে স্থিতিশীলতা বজায় রাখার ওপর প্রচারে জোর দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ বিজয়ী হবে, এটা সুস্পষ্ট। শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন। এতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।’
এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কা করেন কি না, এমন প্রশ্নে শাজাহান খান বলেন, তারা (বিএনপি) বলেছে, তৃতীয় শক্তি ক্ষমতা নেবে। কিন্তু সেটা হয়নি। এর বাইরে তারা (বিএনপি) আশা করছে, বিদেশিরা আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে। কিন্তু নিষেধাজ্ঞার ভয়ে তো আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে না।
তবে দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে, ঝুঁকির মুখে আছে অর্থনীতি। এই অবস্থায় সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে ভিসা নিষেধাজ্ঞাসহ আমেরিকার দিক থেকে নানা ঝুঁকি আছে। তফসিল ঘোষণার আগে থেকে ভোট বর্জনকারীরা হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছে। ট্রেনে আগুনসহ নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। ফলে নতুন সরকারের সময় স্থিতিশীলতা ও স্বস্তি কতটা থাকবে, সেই চিন্তা করছেন অনেকে।
এই ভোটের মাধ্যমে বাংলাদেশে ‘অস্বাভাবিক স্থিতিশীলতা’ আসতে যাচ্ছে বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান। ওয়াশিংটনের দ্য উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের এই পরিচালক কয়েক দিন আগে ফরেন পলিসি ম্যাগাজিনে লিখেছেন, ক্ষমতাসীনদের প্রত্যাবর্তন বাংলাদেশে ও পশ্চিমা বিশ্বে অনেকের উদ্বেগের কারণ হবে। আবার এই জয়কে দক্ষিণ এশিয়ার কিছু দেশ হয়তো স্বাগত জানাবে।
কুগেলম্যান বলেন, ভোটারের অংশগ্রহণ কেমন হবে, সহিংসতা হয় কি না, ভোটের পর বিরোধীরা কী করবে, আন্দোলনকে তারা কত দূর টেনে নিতে পারে, এমন অনেক কিছুর ওপর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নির্ভর করবে।
তফসিল ঘোষণার দিন থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আট ব্যক্তির প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে জোর দিতে থাকা আমেরিকার প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কী হতে পারে, এমন প্রশ্নে ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে কাজ করে। ভোটের দিনের পরিস্থিতি ও ফলের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক বিবেচনায় নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হতে পারে।’
এবারের ভোটের ওপর যুক্তরাষ্ট্র ছাড়াও নজর রাখছে পশ্চিমা কয়েকটি দেশ, ভারত, চীন ও রাশিয়ান। ভারত, চীন ও রাশিয়া প্রকাশ্যে মার্কিন অবস্থানের বিরুদ্ধে যাওয়া সরকারের জন্য কিঞ্চিৎ হলেও স্বস্তির বলে মনে করেন কেউ কেউ।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনেকে ঝুঁকির মুখে
ভোট অংশগ্রহণমূলক করতে দল মনোনীত প্রার্থীদের পাশাপাশি অন্য নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ খুলে দিয়েছে আওয়ামী লীগ। আজকের পত্রিকার প্রতিনিধিদের মাধ্যমে মাঠপর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৮৫টি আসনে দলের স্বতন্ত্র প্রার্থীরা আছেন শক্ত অবস্থানে। ফলে নৌকার পৌনে দুই প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত হলেও বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জয় আছে ঝুঁকির মুখে।
আর ২৬টি আসন একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত ভোটের দৌড়ে দ্বিতীয় স্থানে কারা থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে।
এই ভোটই সরকারের পরাজয়: বিএনপি
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছে দলটি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান শনিবার বলেছেন, বিএনপিকে ভেঙেচুরে তছনছ করে দিয়ে ক্ষমতাসীনেরা ভোট করতে চেয়েছিল। বাস্তবে এই নির্বাচন নির্বাচন খেলার মাধ্যমে আওয়ামী লীগ ও তার জোট শরিকেরা নিজেরা সিট ভাগাভাগি করা ও গৃহপালিত বিরোধী দল তৈরির খেলায় মেতেছে।
এই নির্বাচন প্রহসনের, এমন অভিমত দিয়ে তিনি বলেন, সরকার হয়তো ভেবেছে, আজকের নির্বাচনে তাদের বিজয় হবে। অথচ এই নির্বাচন শেষ পর্যন্ত সরকারের জন্য চরম পরাজয় হয়ে দেখা দেবে।
২৯৯ আসনে ১,৯৬৯ প্রার্থী
জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১ হাজার ৯৬৯ প্রার্থী। তাঁদের মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট গ্রহণ বাতিল করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে