মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো বাজারে। এ ঘটনার পর এখন পর্যন্ত বারইয়ারহাট পৌরসভায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকান। এদিকে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ব্যবসায়ীদের দাবি, গত বুধবার রাতে ও বৃহস্পতিবার র্যাব পরিচয়ে দোকানদারসহ এলাকার ১৫ জনকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বারইয়ারহাট বাজারে সরেজমিন দেখা গেছে, র্যাব-পুলিশের অন্তত ১৫ থেকে ২০টি গাড়ি বাজারে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে টহল দিচ্ছে। অল্প কয়েকটি দোকান ছাড়া বেশির ভাগই দোকান বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রে জানা গেছে, আহত দুই র্যাব সদস্যের সঙ্গে থাকা দুটি অস্ত্র হামলার সময় খোয়ানো যায়। পরে র্যাব হৃদয় নামে একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে। অবশ্য এ ব্যাপারে র্যাবের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বাজারের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বলেন, ‘বুধবারের ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীসহ ১৫ থেকে ২০ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে এই বিষয়ে র্যাব অথবা পুলিশ কোন তথ্য নিশ্চিত করছে না। র্যাবের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় প্রকৃত দোষীদের যেন শাস্তি হয়। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।’
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘বারইয়ারহাটে ঘটনার সঙ্গে যে জড়িত থাকুক কাউকে যেন ছাড় দেওয়া না হয়। আমার পক্ষ থেকে র্যাব, পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ‘র্যাবের ওপর হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানি না। তবে র্যাব নিজস্ব গতিতে অভিযান চালাচ্ছে। আমরা র্যাবের তদন্তে সহযোগিতা করছি। এখনো মামলা হয়নি।’
বুধবার রাতে র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘আমাদের একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদকের তথ্য সংগ্রহের জন্য বারইয়ারহাট এলাকায় যায়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি পেয়ে দুষ্কৃতকারী মাদক কারবারিরা পরিকল্পিতভাবে ডাকাত ডাকাত বলে চিৎকার করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। তাদের হামলায় দুই র্যাব সদস্য আহত হয়। আহত দুই র্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয় ও সোর্স মো. পারভেজকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে গত বুধবার মাগরিবের নামাজের পর চিহ্নিত দুই মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয় র্যাব সদস্য শামীম কাউসার, সিপাহি মোখলেসুর রহমান ও সোর্স মো. পারভেজ।
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো বাজারে। এ ঘটনার পর এখন পর্যন্ত বারইয়ারহাট পৌরসভায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকান। এদিকে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ব্যবসায়ীদের দাবি, গত বুধবার রাতে ও বৃহস্পতিবার র্যাব পরিচয়ে দোকানদারসহ এলাকার ১৫ জনকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বারইয়ারহাট বাজারে সরেজমিন দেখা গেছে, র্যাব-পুলিশের অন্তত ১৫ থেকে ২০টি গাড়ি বাজারে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে টহল দিচ্ছে। অল্প কয়েকটি দোকান ছাড়া বেশির ভাগই দোকান বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রে জানা গেছে, আহত দুই র্যাব সদস্যের সঙ্গে থাকা দুটি অস্ত্র হামলার সময় খোয়ানো যায়। পরে র্যাব হৃদয় নামে একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে। অবশ্য এ ব্যাপারে র্যাবের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বাজারের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বলেন, ‘বুধবারের ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীসহ ১৫ থেকে ২০ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে এই বিষয়ে র্যাব অথবা পুলিশ কোন তথ্য নিশ্চিত করছে না। র্যাবের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় প্রকৃত দোষীদের যেন শাস্তি হয়। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।’
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘বারইয়ারহাটে ঘটনার সঙ্গে যে জড়িত থাকুক কাউকে যেন ছাড় দেওয়া না হয়। আমার পক্ষ থেকে র্যাব, পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ‘র্যাবের ওপর হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানি না। তবে র্যাব নিজস্ব গতিতে অভিযান চালাচ্ছে। আমরা র্যাবের তদন্তে সহযোগিতা করছি। এখনো মামলা হয়নি।’
বুধবার রাতে র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘আমাদের একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদকের তথ্য সংগ্রহের জন্য বারইয়ারহাট এলাকায় যায়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি পেয়ে দুষ্কৃতকারী মাদক কারবারিরা পরিকল্পিতভাবে ডাকাত ডাকাত বলে চিৎকার করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। তাদের হামলায় দুই র্যাব সদস্য আহত হয়। আহত দুই র্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয় ও সোর্স মো. পারভেজকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে গত বুধবার মাগরিবের নামাজের পর চিহ্নিত দুই মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয় র্যাব সদস্য শামীম কাউসার, সিপাহি মোখলেসুর রহমান ও সোর্স মো. পারভেজ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে