নওগাঁ প্রতিনিধি
কেউ থাকতেন অন্যের বাড়িতে, কেউ অন্যের জায়গায় বা খাসজমিতে। তাঁদের ছিল না কোনো স্থায়ী ঠিকানা। নওগাঁ সদরের এমন দুই শতাধিক ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া হয়েছে। এসব ঘর পেয়ে বদলে গেছে সুবিধাভোগীদের জীবনমান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ঘর অনেকেরই জীবন পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। মাথা গোঁজার নিজস্ব ঠিকানা পেয়ে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বদলে ফেলছেন জীবনের গল্প।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলার ১১টি ইউনিয়নে ১২০টি ঘর নির্মাণ করে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তৃতীয় ধাপে নতুন করে বরাদ্দ পাওয়া আরও ৯০টি ঘরের নির্মাণকাজ চলছে।
আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পেয়ে হাসি ফুটেছে একসময়ের ছিন্নমূল, আশ্রয়হীন এবং দুর্ভোগ পোহানো এসব মানুষের।
হাপানিয়ার আবাদপুর এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া আছমা বেগম বলেন, ওই এলাকায় ৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার নিজস্ব ঠাঁই পেয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে যেতে থাকে তাঁদের জীবন। বর্তমানে পরিবার নিয়ে সেই ঘরের বারান্দায় চা ও মুদি দোকান দিয়েছেন। দোকানের আয় দিয়ে তিনি এখন স্বাবলম্বী।
আছমার মতো ওই আশ্রয়ণপল্লির অনেকেই ঘুরে দাঁড়িয়েছেন। হাঁস, মুরগি, ছাগল পালন করে হয়েছেন স্বাবলম্বী।
কথা হয় ওই আশ্রয়ণপল্লির আরেক বাসিন্দা মগর আলীর (৬০) সঙ্গে। তিনি বলেন, ভিক্ষা করে জীবন চলে তাঁর। বিভিন্ন মানুষের বাড়ির বারান্দায় থেকে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। সরকার তাঁদের নতুন ঘর দেওয়ায় এখন পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি। আগের মতো কষ্ট আর নেই। এখন একটি পানের দোকান দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারই এসব মানুষের জীবনের বড় অনুপ্রেরণা। তাঁরা এখন স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। এ ছাড়া তৃতীয় ধাপের কাজও শুরু হয়েছে। উপজেলার কোনো ভূমিহীন ও গৃহহীন পরিবার যেন প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।
কেউ থাকতেন অন্যের বাড়িতে, কেউ অন্যের জায়গায় বা খাসজমিতে। তাঁদের ছিল না কোনো স্থায়ী ঠিকানা। নওগাঁ সদরের এমন দুই শতাধিক ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া হয়েছে। এসব ঘর পেয়ে বদলে গেছে সুবিধাভোগীদের জীবনমান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ঘর অনেকেরই জীবন পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। মাথা গোঁজার নিজস্ব ঠিকানা পেয়ে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বদলে ফেলছেন জীবনের গল্প।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলার ১১টি ইউনিয়নে ১২০টি ঘর নির্মাণ করে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তৃতীয় ধাপে নতুন করে বরাদ্দ পাওয়া আরও ৯০টি ঘরের নির্মাণকাজ চলছে।
আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পেয়ে হাসি ফুটেছে একসময়ের ছিন্নমূল, আশ্রয়হীন এবং দুর্ভোগ পোহানো এসব মানুষের।
হাপানিয়ার আবাদপুর এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া আছমা বেগম বলেন, ওই এলাকায় ৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার নিজস্ব ঠাঁই পেয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে যেতে থাকে তাঁদের জীবন। বর্তমানে পরিবার নিয়ে সেই ঘরের বারান্দায় চা ও মুদি দোকান দিয়েছেন। দোকানের আয় দিয়ে তিনি এখন স্বাবলম্বী।
আছমার মতো ওই আশ্রয়ণপল্লির অনেকেই ঘুরে দাঁড়িয়েছেন। হাঁস, মুরগি, ছাগল পালন করে হয়েছেন স্বাবলম্বী।
কথা হয় ওই আশ্রয়ণপল্লির আরেক বাসিন্দা মগর আলীর (৬০) সঙ্গে। তিনি বলেন, ভিক্ষা করে জীবন চলে তাঁর। বিভিন্ন মানুষের বাড়ির বারান্দায় থেকে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। সরকার তাঁদের নতুন ঘর দেওয়ায় এখন পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি। আগের মতো কষ্ট আর নেই। এখন একটি পানের দোকান দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারই এসব মানুষের জীবনের বড় অনুপ্রেরণা। তাঁরা এখন স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। এ ছাড়া তৃতীয় ধাপের কাজও শুরু হয়েছে। উপজেলার কোনো ভূমিহীন ও গৃহহীন পরিবার যেন প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে