মৌলভীবাজার প্রতিনিধি
সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে চা-শ্রমিকদের কুলি বলায় ক্ষোভ প্রকাশ করেছেন চা-শ্রমিকের সন্তানেরা। গতকাল শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে এমন শব্দচয়ন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-১ (মাঠ প্রশাসন) থেকে এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের চারটি গ্রেডে মোট ২২ জন নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার বাসিন্দারা পরীক্ষায় অংশ নেন।
সার্টিফিকেট সহকারী পদে পরীক্ষা দেওয়া এক চাকরিপ্রার্থী বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্রে এক ইংরেজি অনুবাদ করতে বলা হয়। সেখানে লেখা ছিল, শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসেবে খ্যাত। শ্রীমঙ্গলে ৯২টি চা-বাগান রয়েছে। শ্রীমঙ্গলের চা পানীয় হিসেবে উপাদেয়। কুলিরা হাত দিয়ে চা-পাতা তোলে। প্রক্রিয়াজাতকরণের পর চা-পাতা থেকে চা উৎপন্ন হয়। সরকার নিজে এবার আমাদের কুলি বলল!’
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের সভাপতি মনোজ কুমার যাদব ও সাধারণ সম্পাদক রাজু নুনিয়া। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘চা-শ্রমিক জনগোষ্ঠীর মানুষদের জন্য এটি চরম অবমাননাকর। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে দাসত্বের বেড়াজালে বন্দী চা-শ্রমিকদের অবজ্ঞার সুরে এই নামে সম্বোধন করা হতো। বর্তমানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এমন চর্চা নিঃসন্দেহে হতাশাজনক। আমরা যথাযথ কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করি।’
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ হয়েছি। এই প্রশ্ন প্রত্যাহার ও শ্রমিকদের প্রতি দুঃখ প্রকাশ করতে হবে জেলা প্রশাসনকে।’
মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান বলেন, ‘আমি এখনো প্রশ্নপত্র দেখিনি। আমরা শুধু পরীক্ষার্থীদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি। ভূমি মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন বোর্ড এ পরীক্ষা নিয়েছেন।’
সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে চা-শ্রমিকদের কুলি বলায় ক্ষোভ প্রকাশ করেছেন চা-শ্রমিকের সন্তানেরা। গতকাল শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে এমন শব্দচয়ন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-১ (মাঠ প্রশাসন) থেকে এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের চারটি গ্রেডে মোট ২২ জন নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার বাসিন্দারা পরীক্ষায় অংশ নেন।
সার্টিফিকেট সহকারী পদে পরীক্ষা দেওয়া এক চাকরিপ্রার্থী বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্রে এক ইংরেজি অনুবাদ করতে বলা হয়। সেখানে লেখা ছিল, শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসেবে খ্যাত। শ্রীমঙ্গলে ৯২টি চা-বাগান রয়েছে। শ্রীমঙ্গলের চা পানীয় হিসেবে উপাদেয়। কুলিরা হাত দিয়ে চা-পাতা তোলে। প্রক্রিয়াজাতকরণের পর চা-পাতা থেকে চা উৎপন্ন হয়। সরকার নিজে এবার আমাদের কুলি বলল!’
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের সভাপতি মনোজ কুমার যাদব ও সাধারণ সম্পাদক রাজু নুনিয়া। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘চা-শ্রমিক জনগোষ্ঠীর মানুষদের জন্য এটি চরম অবমাননাকর। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে দাসত্বের বেড়াজালে বন্দী চা-শ্রমিকদের অবজ্ঞার সুরে এই নামে সম্বোধন করা হতো। বর্তমানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এমন চর্চা নিঃসন্দেহে হতাশাজনক। আমরা যথাযথ কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করি।’
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ হয়েছি। এই প্রশ্ন প্রত্যাহার ও শ্রমিকদের প্রতি দুঃখ প্রকাশ করতে হবে জেলা প্রশাসনকে।’
মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান বলেন, ‘আমি এখনো প্রশ্নপত্র দেখিনি। আমরা শুধু পরীক্ষার্থীদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি। ভূমি মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন বোর্ড এ পরীক্ষা নিয়েছেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে