সখীপুর প্রতিনিধি
সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৯ ডিসেম্বর। এ নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম ইতিমধ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। তারিখ ঘোষণার পরপরই পদপ্রত্যাশীরা তদবির শুরু করেছেন। উপজেলার সড়কগুলো পোস্টার, ব্যানার ও তোরণে সাজতে শুরু করেছে। তবে সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়নি।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে ১০ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ওই সময় সম্মেলন স্থগিত করা হয়। তবে এবার উৎসবমুখর আয়োজনের মাধ্যমে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার জানিয়েছেন। ইতিমধ্যে সম্মেলন সফল করতে দলের বর্ধিত সভা করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
এদিকে সম্মেলনের তারিখ ঘোষণার আগে থেকেই প্রার্থিতা নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি কুতুব উদ্দিন আহমেদই স্বপদে থাকতে চান। কিন্তু ওই পদের (সভাপতি) জন্য বর্তমান সাধারণ সম্পাদক শওকত শিকদারও ব্যাপকভাবে আশাবাদী। তাঁরা উভয়ই দলের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূলের নেতা-কর্মীদের পক্ষে নিতেও তৎপর রয়েছেন।
কয়েকজন সাধারণ সম্পাদক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য দীর্ঘদিন দায়িত্বে থাকা সভাপতি ও সম্পাদকের পদ থেকে এবার সরে দাঁড়ানো উচিত। তাঁরা অভিযোগ করেন, গত ২১ বছর ধরে বর্তমান সভাপতি-সম্পাদক ওই পদে রয়েছেন। যে কারণে দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া তরুণেরা কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনেরও দাবি জানান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, ‘সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। করেছে। সম্মেলনের দিন ঘনিয়ে এলে নেতা-কর্মীরা আরও উৎসাহী হবেন।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৯ ডিসেম্বর। এ নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম ইতিমধ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। তারিখ ঘোষণার পরপরই পদপ্রত্যাশীরা তদবির শুরু করেছেন। উপজেলার সড়কগুলো পোস্টার, ব্যানার ও তোরণে সাজতে শুরু করেছে। তবে সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়নি।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে ১০ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ওই সময় সম্মেলন স্থগিত করা হয়। তবে এবার উৎসবমুখর আয়োজনের মাধ্যমে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার জানিয়েছেন। ইতিমধ্যে সম্মেলন সফল করতে দলের বর্ধিত সভা করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
এদিকে সম্মেলনের তারিখ ঘোষণার আগে থেকেই প্রার্থিতা নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি কুতুব উদ্দিন আহমেদই স্বপদে থাকতে চান। কিন্তু ওই পদের (সভাপতি) জন্য বর্তমান সাধারণ সম্পাদক শওকত শিকদারও ব্যাপকভাবে আশাবাদী। তাঁরা উভয়ই দলের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূলের নেতা-কর্মীদের পক্ষে নিতেও তৎপর রয়েছেন।
কয়েকজন সাধারণ সম্পাদক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য দীর্ঘদিন দায়িত্বে থাকা সভাপতি ও সম্পাদকের পদ থেকে এবার সরে দাঁড়ানো উচিত। তাঁরা অভিযোগ করেন, গত ২১ বছর ধরে বর্তমান সভাপতি-সম্পাদক ওই পদে রয়েছেন। যে কারণে দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া তরুণেরা কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনেরও দাবি জানান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, ‘সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। করেছে। সম্মেলনের দিন ঘনিয়ে এলে নেতা-কর্মীরা আরও উৎসাহী হবেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৯ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে