চারঘাট প্রতিনিধি
চারঘাটে ক্লোনাজিপাম গ্রুপের ২ লাখ ৬৩ হাজারটি ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক ওষুধ কোম্পানির এই ট্যাবলেট সাধারণত মানসিক সমস্যা বা মানসিক অস্থিরতার রোগীকে দেওয়া হয়। এক শ্রেণির যুবক কাশির সিরাপের সঙ্গে এই ট্যাবলেট মিশিয়ে নেশা করেন।
উপজেলার চারঘাট-বাঘা মহাসড়কের শলুয়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার বিকেলে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ওষুধগুলো অসৎ কাজে ব্যবহারের উদ্দেশ্যে অন্যত্র নেওয়ার জন্য তালতলায় আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানের সময় ঘটনাস্থলে বস্তাভর্তি ওষুধ রেখে পালিয়ে যায় জড়িতরা। পরে সাদা প্লাস্টিকের ১৩ বস্তা থেকে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
ওই ওষুধ কোম্পানির রাজশাহী ডিপোর ইনচার্জ জাফর সাদেক বলেন, ‘উদ্ধার হওয়া মেডিসিন সম্পর্কে জানা নেই। পেইস ০.৫ ট্যাবলেট ব্যবস্থাপনাপত্রের ওষুধ। এ এলাকায় এত পরিমাণ আসল ওষুধ থাকার কথা নয়। উদ্ধার হওয়া ওষুধ সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হবে সেগুলো আসল না নকল।’
উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা জানান, দীর্ঘদিন ধরেই চারঘাটের এক শ্রেণির যুবক কাশির সিরাপের সঙ্গে এই ট্যাবলেট মিশিয়ে নেশা করছেন।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে ট্যাবলেটগুলো আটক করেছি। ওষুধগুলো আসল, কোম্পানির লোকদের দিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়েছি। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।’
চারঘাটে ক্লোনাজিপাম গ্রুপের ২ লাখ ৬৩ হাজারটি ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক ওষুধ কোম্পানির এই ট্যাবলেট সাধারণত মানসিক সমস্যা বা মানসিক অস্থিরতার রোগীকে দেওয়া হয়। এক শ্রেণির যুবক কাশির সিরাপের সঙ্গে এই ট্যাবলেট মিশিয়ে নেশা করেন।
উপজেলার চারঘাট-বাঘা মহাসড়কের শলুয়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার বিকেলে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ওষুধগুলো অসৎ কাজে ব্যবহারের উদ্দেশ্যে অন্যত্র নেওয়ার জন্য তালতলায় আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানের সময় ঘটনাস্থলে বস্তাভর্তি ওষুধ রেখে পালিয়ে যায় জড়িতরা। পরে সাদা প্লাস্টিকের ১৩ বস্তা থেকে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
ওই ওষুধ কোম্পানির রাজশাহী ডিপোর ইনচার্জ জাফর সাদেক বলেন, ‘উদ্ধার হওয়া মেডিসিন সম্পর্কে জানা নেই। পেইস ০.৫ ট্যাবলেট ব্যবস্থাপনাপত্রের ওষুধ। এ এলাকায় এত পরিমাণ আসল ওষুধ থাকার কথা নয়। উদ্ধার হওয়া ওষুধ সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হবে সেগুলো আসল না নকল।’
উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা জানান, দীর্ঘদিন ধরেই চারঘাটের এক শ্রেণির যুবক কাশির সিরাপের সঙ্গে এই ট্যাবলেট মিশিয়ে নেশা করছেন।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে ট্যাবলেটগুলো আটক করেছি। ওষুধগুলো আসল, কোম্পানির লোকদের দিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়েছি। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে