মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংকের মানিকছড়ি শাখায় গড়ে দৈনিক লেনদেন হয় কয়েক কোটি টাকার। একই সঙ্গে উপজেলার ২ হাজার ৫০০ ব্যবসায়ী ও কৃষিঋণ গ্রহীতারাও সেবা নেন এই শাখায়। কিন্তু বর্তমানে কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ এ শাখায় জনবলসংকট চরমে। এ শাখায় ১৩ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ কর্মকর্তা। শূন্য পড়ে আছে ৯টি পদ। এ অবস্থায় গ্রাহকদের সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, জেলায় কৃষি ব্যাংকের আটটি শাখার মধ্যে এই শাখাটি হয় ১৯৮৩ সালে। বর্তমানে লেনদেনের মধ্যে পুরো জেলায় দ্বিতীয় অবস্থানে এই শাখা। এখানে বর্তমানে দৈনিক আরটিজিএস গড়ে ২০ থেকে ২৫টি, রেমিট্যান্স ৫টি, বিএফটিএন ৩ থেকে ৪টির পাশাপাশি এখানে এসএমই/সিসি ঋণগ্রহীতা ১৯৭ জন, কৃষি ও ব্যবসায়ী ঋণগ্রহীতা ২ হাজার ২০০ জন, অনাদায়ী ঋণ ২০ কোটির অধিক, আমানত প্রায় সাড়ে ২১ কোটি টাকা, দৈনিক লেনদেন গড়ে দেড় কোটি টাকা। এ ছাড়া এ শাখায় কোনো শ্রেণিকৃত ঋণ (পুরোনো খেলাপি) ও সার্টিফিকেট মামলাও নেই।
এই সম্ভাবনাময় শাখায় জনবলে ১৩ জনে কর্মরত আছেন মাত্র ৪ জন। এর মধ্যে মুখ্য কর্মকর্তা দুজনের স্থলে কর্মরত একজন। ঊর্ধ্বতন কর্মকর্তা পদে দুজনের কেউ-ই নেই। কর্মকর্তা পদে আটজনে শূন্য ছয়জন। কর্মকর্তা (ক্যাশ)-পদে একজন কর্মরত আছেন।
কৃষিবান্ধব ব্যাংকের এ শাখায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের সৃষ্টপদও নেই। ফলে বেসরকারি একটি কোম্পানির চুক্তির নিয়োগে এই পদগুলোতে জনবল কাজ করছে। এদিকে প্রতিনিয়ত গ্রাহকসেবা দিতে গিয়ে ১৩ জনের কাজ ৪ জনে সামাল দেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও এসএমই ঋণগ্রহীতা মো. জহিরুল ইসলাম ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি রুপেন পাল বলেন, উপজেলার প্রথম ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক জন্মলগ্ন থেকে এখানে গ্রাহকের মন জয় করে সেবা দিয়েছে। জনবল-সংকট নিরসনে এবং সম্ভাবনাময় অগ্রযাত্রা ধরে রাখতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি প্রয়োজন।
শাখা ব্যবস্থাপক দিলীপ কুমার দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি এক কর্মকর্তা পদোন্নতিজনিত বদলি হয়। ফলে ১৩ পদের বিপরীতে ৯টি শূন্য রেখে মাত্র ৪ কর্মকর্তা দিয়ে গ্রাহকের সেবা দেওয়া সত্যি দুষ্কর হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্ভাবনাময় শাখাটিকে এগিয়ে নিতে পর্যাপ্ত জনবল দরকার। তবেই এই ব্যাংক সম্পদে পরিণত হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মানিকছড়ি শাখায় গড়ে দৈনিক লেনদেন হয় কয়েক কোটি টাকার। একই সঙ্গে উপজেলার ২ হাজার ৫০০ ব্যবসায়ী ও কৃষিঋণ গ্রহীতারাও সেবা নেন এই শাখায়। কিন্তু বর্তমানে কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ এ শাখায় জনবলসংকট চরমে। এ শাখায় ১৩ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ কর্মকর্তা। শূন্য পড়ে আছে ৯টি পদ। এ অবস্থায় গ্রাহকদের সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, জেলায় কৃষি ব্যাংকের আটটি শাখার মধ্যে এই শাখাটি হয় ১৯৮৩ সালে। বর্তমানে লেনদেনের মধ্যে পুরো জেলায় দ্বিতীয় অবস্থানে এই শাখা। এখানে বর্তমানে দৈনিক আরটিজিএস গড়ে ২০ থেকে ২৫টি, রেমিট্যান্স ৫টি, বিএফটিএন ৩ থেকে ৪টির পাশাপাশি এখানে এসএমই/সিসি ঋণগ্রহীতা ১৯৭ জন, কৃষি ও ব্যবসায়ী ঋণগ্রহীতা ২ হাজার ২০০ জন, অনাদায়ী ঋণ ২০ কোটির অধিক, আমানত প্রায় সাড়ে ২১ কোটি টাকা, দৈনিক লেনদেন গড়ে দেড় কোটি টাকা। এ ছাড়া এ শাখায় কোনো শ্রেণিকৃত ঋণ (পুরোনো খেলাপি) ও সার্টিফিকেট মামলাও নেই।
এই সম্ভাবনাময় শাখায় জনবলে ১৩ জনে কর্মরত আছেন মাত্র ৪ জন। এর মধ্যে মুখ্য কর্মকর্তা দুজনের স্থলে কর্মরত একজন। ঊর্ধ্বতন কর্মকর্তা পদে দুজনের কেউ-ই নেই। কর্মকর্তা পদে আটজনে শূন্য ছয়জন। কর্মকর্তা (ক্যাশ)-পদে একজন কর্মরত আছেন।
কৃষিবান্ধব ব্যাংকের এ শাখায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের সৃষ্টপদও নেই। ফলে বেসরকারি একটি কোম্পানির চুক্তির নিয়োগে এই পদগুলোতে জনবল কাজ করছে। এদিকে প্রতিনিয়ত গ্রাহকসেবা দিতে গিয়ে ১৩ জনের কাজ ৪ জনে সামাল দেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও এসএমই ঋণগ্রহীতা মো. জহিরুল ইসলাম ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি রুপেন পাল বলেন, উপজেলার প্রথম ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক জন্মলগ্ন থেকে এখানে গ্রাহকের মন জয় করে সেবা দিয়েছে। জনবল-সংকট নিরসনে এবং সম্ভাবনাময় অগ্রযাত্রা ধরে রাখতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি প্রয়োজন।
শাখা ব্যবস্থাপক দিলীপ কুমার দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি এক কর্মকর্তা পদোন্নতিজনিত বদলি হয়। ফলে ১৩ পদের বিপরীতে ৯টি শূন্য রেখে মাত্র ৪ কর্মকর্তা দিয়ে গ্রাহকের সেবা দেওয়া সত্যি দুষ্কর হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্ভাবনাময় শাখাটিকে এগিয়ে নিতে পর্যাপ্ত জনবল দরকার। তবেই এই ব্যাংক সম্পদে পরিণত হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে