তারাগঞ্জ প্রতিনিধি
আদা চাষে এবার লোকসানের মুখে পড়েছেন তারাগঞ্জের চাষিরা। এবার প্রতি কেজি আদা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এতে উৎপাদন খরচই উঠছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকেরা ৮৫০ একর জমিতে এবার আদার চাষ করেছেন। মার্চে জমি চাষ করে আদা রোপণ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে খেত থেকে আদা তোলা হয়। সাথি ফসল হিসেবে মরিচ ও বেগুন চাষ করা যায়।
কয়েকজন আদা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া প্রতিকূলে থাকায় আদা খেতে ব্যাপক পচন রোগ দেখা দেয়। এতে ফলন কমে গেছে। অন্য দিকে বাজারে দর কম থাকায় চাষিদের এবার লোকসানের মুখে পড়তে হচ্ছে।
গতকাল সোমবার তারাগঞ্জ বাজারের আদার পাইকারি আড়তে কথা হয় হাজীরহাট গ্রামের কৃষক শামছুল হকের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘৭০ শতক জমিত আদা নাগছনু। পচন রোগোত ২০ শতকের আদা নষ্ট হয়া গেইছে। বাকি আদা তুলি হাটোত নিয়া আসছুং। ৫০ টাকা কেজি করে তাক বেচানুং। তাতে ঘর থাকি লস হওচে। এই আদা এক সময় হামার কপাল ঘুরাইছে, কিন্তুক এখন আর লাভ হওচে না।’
ছয় বছর ধরেই আদা চাষ কর আসছেন ডারারপাড় গ্রামের আমজাদ হোসেন (৫০)। তিনি এবারও ৬০ শতক জমিতে আদা চাষ করছেন। তিনিও খেত থেকে আদা তুলে হাটে এসেছেন বিক্রি করতে। বাজার দরে তাঁরও মন বেজার।
আমজাদ হোসেন বলেন, ‘বাবা, আগের মতো আদা চাষে মজা নাই। এখন খালি লস আর লস। অনেক আশা নিয়া এবার আদা নাগাছনুং। কিন্তুক বাজারোত আদার দামে নাই। গতবার যে আদা এই সময় ৮০ টাকা কেজি বেচাছি তাক এ্যালা ৫০ টাকাত বেচার নাগিল।’
ডাঙ্গাপাড়া গ্রামের আক্কাস আলী (৬০) এবার এক একর জমিত আদা লাগিয়েছেন। তিনি বলেন, ‘পচন রোগ মোর খেত নষ্ট করি দিছে। বাজারোত এখন দামও নাই। এবার মনে হয় আবাদের টাকায় উঠবে না।’
আক্কাসের কথা শেষ না হতেই মেনানগর গ্রামের আজিবুদ্দিন বলে উঠেন, ‘বাহে আদা এমন ফসল কপালোত লাগলে লাভে লাভ। আর যদি কপালোত না লাগে তাহইলে ফকির বানাইবে। এবার আদা নাগে আমরা খুব লোকসানে পড়নো।’
আদার বাজার দরের বিষয়ে তারাগঞ্জ বাজারের আড়তদার অমূল্য চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি করা আদায় বাজার ভরপুর। এতে দেশি আদার বাজার কমে গেছে।’
আদা চাষে এবার লোকসানের মুখে পড়েছেন তারাগঞ্জের চাষিরা। এবার প্রতি কেজি আদা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এতে উৎপাদন খরচই উঠছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকেরা ৮৫০ একর জমিতে এবার আদার চাষ করেছেন। মার্চে জমি চাষ করে আদা রোপণ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে খেত থেকে আদা তোলা হয়। সাথি ফসল হিসেবে মরিচ ও বেগুন চাষ করা যায়।
কয়েকজন আদা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া প্রতিকূলে থাকায় আদা খেতে ব্যাপক পচন রোগ দেখা দেয়। এতে ফলন কমে গেছে। অন্য দিকে বাজারে দর কম থাকায় চাষিদের এবার লোকসানের মুখে পড়তে হচ্ছে।
গতকাল সোমবার তারাগঞ্জ বাজারের আদার পাইকারি আড়তে কথা হয় হাজীরহাট গ্রামের কৃষক শামছুল হকের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘৭০ শতক জমিত আদা নাগছনু। পচন রোগোত ২০ শতকের আদা নষ্ট হয়া গেইছে। বাকি আদা তুলি হাটোত নিয়া আসছুং। ৫০ টাকা কেজি করে তাক বেচানুং। তাতে ঘর থাকি লস হওচে। এই আদা এক সময় হামার কপাল ঘুরাইছে, কিন্তুক এখন আর লাভ হওচে না।’
ছয় বছর ধরেই আদা চাষ কর আসছেন ডারারপাড় গ্রামের আমজাদ হোসেন (৫০)। তিনি এবারও ৬০ শতক জমিতে আদা চাষ করছেন। তিনিও খেত থেকে আদা তুলে হাটে এসেছেন বিক্রি করতে। বাজার দরে তাঁরও মন বেজার।
আমজাদ হোসেন বলেন, ‘বাবা, আগের মতো আদা চাষে মজা নাই। এখন খালি লস আর লস। অনেক আশা নিয়া এবার আদা নাগাছনুং। কিন্তুক বাজারোত আদার দামে নাই। গতবার যে আদা এই সময় ৮০ টাকা কেজি বেচাছি তাক এ্যালা ৫০ টাকাত বেচার নাগিল।’
ডাঙ্গাপাড়া গ্রামের আক্কাস আলী (৬০) এবার এক একর জমিত আদা লাগিয়েছেন। তিনি বলেন, ‘পচন রোগ মোর খেত নষ্ট করি দিছে। বাজারোত এখন দামও নাই। এবার মনে হয় আবাদের টাকায় উঠবে না।’
আক্কাসের কথা শেষ না হতেই মেনানগর গ্রামের আজিবুদ্দিন বলে উঠেন, ‘বাহে আদা এমন ফসল কপালোত লাগলে লাভে লাভ। আর যদি কপালোত না লাগে তাহইলে ফকির বানাইবে। এবার আদা নাগে আমরা খুব লোকসানে পড়নো।’
আদার বাজার দরের বিষয়ে তারাগঞ্জ বাজারের আড়তদার অমূল্য চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি করা আদায় বাজার ভরপুর। এতে দেশি আদার বাজার কমে গেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে