মাগুরা প্রতিনিধি
‘পেঁয়াজ ৪২ টাকা থেকে তিন দিনে বেড়ে ৭৫ টাকা কেজি হয়েছে। সয়াবিন তেলের দাম তো প্রতিদিন বাড়ে। ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা লিটার হয়ে গেছে। কোনদিকে যাবেন? বাজারের ব্যাগ তো ছোট হয়ে গেছে। আগে ১০ টাকার ব্যাগে বাজার করতাম, এখন পাঁচ টাকার ব্যাগও খালি থেকে যায়। বোঝেন, আমরা সীমিত আয়ের মানুষ কোন সিস্টেমে আছি।’
ক্ষোভের সঙ্গে বলছিলেন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা শাহানুর রহমান। মাগুরা পুরাতন বাজারে শুক্রবার সকালে কেনাকাটা করছিলেন তিনি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া বেগম একই বাজারে কেনাকাটা করছিলেন। তিনি বলেন, ‘চিনি ৮৫ টাকা কেজি। এক সপ্তাহ আগে ছিল ৭০ টাকা। সম্প্রতি মসুরের ডালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। আজ শুনলাম আটার দাম বেড়েছে কেজিতে ছয় টাকা। আবার তরকারির জন্য প্রধানত মসলা পেঁয়াজ, সেটি নিয়ে হইচই শুরু হয়েছে। শুনছি, কাল পরশু ১০০ টাকাও হতে পারে। নির্দিষ্ট বেতনে ৯ জনের সংসার কীভাবে চলবে বলেন।’
এই দুজনের মতো ভায়না বাজার এলাকার ক্রেতা রুহুল মোল্যাও বলেন, ‘মাছের দাম অনেক। গত দুদিন সে জন্য মাছ কিনিনি।’
মাগুরার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের অভিযোগের সত্যতা মিলল। বাজারে নিত্যপণ্যের দাম তাঁদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ সবারই। ভোগ্যপণ্যের মতো কাঁচা শাক-সবজির দামও চড়া। আলু এবং পেঁপে ছাড়া মোটামুটি সব সবজির দামই ৫০ টাকা কেজি ছাড়িয়েছে।
ক্রেতাদের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নজরদারি নেই। নেই বাজার কমিটির কোনো তদারকি। সরকারি চাকরি করেই বাজার করা কঠিন হয়ে গেছে, সেখানে বেসরকারি চাকরিজীবীদের অবস্থা তো আরও খারাপ।
তবে বিক্রেতারা পণ্যের দাম বৃদ্ধির দায় নিচ্ছেন না। মাগুরা নতুন বাজার এলাকার মুদি দোকানি রসুল মিয়া বলেন, ‘মসুরের ডাল কেজিতে ১০ টাকা বেড়েছে। পাইকাররা এমনটা প্রায় করেন। পেঁয়াজ কিনছি ৬৮ টাকায়, দুই টাকা লাভে ছেড়ে দিচ্ছি। মানুষ দাম শুনে মন খারাপ করে। নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু আমরা খুচরা বিক্রি করি। আমাদের ওপরে রয়েছে ডিলার ও পাইকার। তাঁরা যেভাবে দাম চান আমরা সেভাবে কিনে বিক্রি করি।’
পুরাতন বাজারের পাইকারি ব্যবসায়ী স্বপন কুন্ডু বলেন, ‘সরকার যাদের উৎপাদন এবং আমদানির লাইসেন্স দিয়েছে তাঁরাই এমন দাম নিচ্ছেন আমাদের কাছ থেকে। আমরা চালানের টাকা পাঠাই, তাঁরা ট্রাক ভরে দর অনুযায়ী মাল পাঠিয়ে দেন। আমাদের দাম কম বা বেশি করার সুযোগ নেই।’
‘পেঁয়াজ ৪২ টাকা থেকে তিন দিনে বেড়ে ৭৫ টাকা কেজি হয়েছে। সয়াবিন তেলের দাম তো প্রতিদিন বাড়ে। ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা লিটার হয়ে গেছে। কোনদিকে যাবেন? বাজারের ব্যাগ তো ছোট হয়ে গেছে। আগে ১০ টাকার ব্যাগে বাজার করতাম, এখন পাঁচ টাকার ব্যাগও খালি থেকে যায়। বোঝেন, আমরা সীমিত আয়ের মানুষ কোন সিস্টেমে আছি।’
ক্ষোভের সঙ্গে বলছিলেন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা শাহানুর রহমান। মাগুরা পুরাতন বাজারে শুক্রবার সকালে কেনাকাটা করছিলেন তিনি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া বেগম একই বাজারে কেনাকাটা করছিলেন। তিনি বলেন, ‘চিনি ৮৫ টাকা কেজি। এক সপ্তাহ আগে ছিল ৭০ টাকা। সম্প্রতি মসুরের ডালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। আজ শুনলাম আটার দাম বেড়েছে কেজিতে ছয় টাকা। আবার তরকারির জন্য প্রধানত মসলা পেঁয়াজ, সেটি নিয়ে হইচই শুরু হয়েছে। শুনছি, কাল পরশু ১০০ টাকাও হতে পারে। নির্দিষ্ট বেতনে ৯ জনের সংসার কীভাবে চলবে বলেন।’
এই দুজনের মতো ভায়না বাজার এলাকার ক্রেতা রুহুল মোল্যাও বলেন, ‘মাছের দাম অনেক। গত দুদিন সে জন্য মাছ কিনিনি।’
মাগুরার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের অভিযোগের সত্যতা মিলল। বাজারে নিত্যপণ্যের দাম তাঁদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ সবারই। ভোগ্যপণ্যের মতো কাঁচা শাক-সবজির দামও চড়া। আলু এবং পেঁপে ছাড়া মোটামুটি সব সবজির দামই ৫০ টাকা কেজি ছাড়িয়েছে।
ক্রেতাদের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নজরদারি নেই। নেই বাজার কমিটির কোনো তদারকি। সরকারি চাকরি করেই বাজার করা কঠিন হয়ে গেছে, সেখানে বেসরকারি চাকরিজীবীদের অবস্থা তো আরও খারাপ।
তবে বিক্রেতারা পণ্যের দাম বৃদ্ধির দায় নিচ্ছেন না। মাগুরা নতুন বাজার এলাকার মুদি দোকানি রসুল মিয়া বলেন, ‘মসুরের ডাল কেজিতে ১০ টাকা বেড়েছে। পাইকাররা এমনটা প্রায় করেন। পেঁয়াজ কিনছি ৬৮ টাকায়, দুই টাকা লাভে ছেড়ে দিচ্ছি। মানুষ দাম শুনে মন খারাপ করে। নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু আমরা খুচরা বিক্রি করি। আমাদের ওপরে রয়েছে ডিলার ও পাইকার। তাঁরা যেভাবে দাম চান আমরা সেভাবে কিনে বিক্রি করি।’
পুরাতন বাজারের পাইকারি ব্যবসায়ী স্বপন কুন্ডু বলেন, ‘সরকার যাদের উৎপাদন এবং আমদানির লাইসেন্স দিয়েছে তাঁরাই এমন দাম নিচ্ছেন আমাদের কাছ থেকে। আমরা চালানের টাকা পাঠাই, তাঁরা ট্রাক ভরে দর অনুযায়ী মাল পাঠিয়ে দেন। আমাদের দাম কম বা বেশি করার সুযোগ নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে