মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বেতন থেকে প্রতি মাসে একটি নির্ধারিত অংশ কেটে রাখা হয়। চাকরির মেয়াদ শেষ হলে আমাকে সেই টাকা অন্যান্য পুরস্কারের অর্থসহ দেওয়া হবে, যাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। এই টাকার জন্য কি আমাকে এখন জাকাত দিতে হবে?
সালমান ফারসি, ঢাকা
উত্তর: প্রভিডেন্ট ফান্ড হিসেবে চাকরি শেষে এককালীন যে অর্থ দেওয়া হয়, তা চাই বেতন থেকে কেটে নেওয়া অংশ হোক বা পুরস্কার হিসেবে দেওয়া অংশ—আপনি এখনো সেই অর্থের মালিকানা বুঝে পাননি। তাই বর্তমানে আপনাকে সেই জমা হতে থাকা অর্থের জন্য যেমন জাকাত দিতে হবে না, তেমনি চাকরি শেষেও অতীতের দিনগুলোর জন্য জাকাত দিতে হবে না। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তো অতীতে জমা হয়নি, বরং হস্তান্তর করার সময়ই তা আপনার নামে দেওয়া হবে, তাই অতীতের দিনগুলোর জন্য জাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আর বেতন থেকে নির্ধারিত হারে কেটে রাখা অর্থ যেহেতু চাকরিজীবীর মালিকানায় থাকলেও দখলে ছিল না, তাই তাতেও জমা হতে থাকা সময়ে জাকাত ওয়াজিব হবে না। তবে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার পরে সেই অর্থ এক বছর অতিক্রান্ত হলে এবং নিসাব পরিমাণ হলে যথারীতি জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া: ২ / ৩০২-৩০৩; ইমদাদুল ফাতাওয়া: ২ / ৪৪-৪৮; ফাতাওয়া হিন্দিয়া: ১ / ১৭৫; রদ্দুল মুহতার: ২ / ৩০৬; জদিদ ফিকহি মাসায়েল: ১ / ১৪৫-১৪৬।
ব্যাংকে জমা থাকা অর্থের জাকাতব্যাংকে টাকা জমা থাকলে তার জন্য কি জাকাত দিতে হবে? চলতি হিসাবের টাকায়ও কি জাকাত আসে, না শুধু ফিক্সড ডেপোজিটে? এ ব্যাপারে জানতে চাই।
রহমান মুন্সি, টাঙ্গাইল
উত্তর: ব্যাংকে টাকা জমা থাকলে সেই টাকা যদি জাকাতের নিসাব পরিমাণ হয় এবং জাকাত ওয়াজিব হওয়ার অন্যান্য শর্ত যেমন—এক
বছর অতিক্রম হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি ফিক্সড ডিপোজিট নাকি চলতি হিসাব, নাকি সঞ্চয়ী হিসাব, তা বিবেচনা করা হবে না। কারণ গ্রাহক স্বেচ্ছায় অর্থ জমা করেছেন। তাই দখলও তাঁর বিবেচনা করা হবে। ব্যাংক এ ক্ষেত্রে আমানত রক্ষাকারী মাত্র। তাই আমানত হিসেবে রাখা সম্পদে জাকাত ওয়াজিব বলেছেন আলেমগণ। মোট কথা, স্বেচ্ছায় জমা রাখা
প্রতিটি সম্পদের বিপরীতে শর্ত পাওয়া গেলে জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া আলমগিরি: ১ / ২৭০; ফাতাওয়া মাহমুদিয়া: ৩ / ৫৭; আল-বাহরুর রায়িক: ২ / ৪৪-৪৮।
উত্তর দিয়েছেন
লেখক: গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতী, গুলশান, ঢাকা
আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বেতন থেকে প্রতি মাসে একটি নির্ধারিত অংশ কেটে রাখা হয়। চাকরির মেয়াদ শেষ হলে আমাকে সেই টাকা অন্যান্য পুরস্কারের অর্থসহ দেওয়া হবে, যাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। এই টাকার জন্য কি আমাকে এখন জাকাত দিতে হবে?
সালমান ফারসি, ঢাকা
উত্তর: প্রভিডেন্ট ফান্ড হিসেবে চাকরি শেষে এককালীন যে অর্থ দেওয়া হয়, তা চাই বেতন থেকে কেটে নেওয়া অংশ হোক বা পুরস্কার হিসেবে দেওয়া অংশ—আপনি এখনো সেই অর্থের মালিকানা বুঝে পাননি। তাই বর্তমানে আপনাকে সেই জমা হতে থাকা অর্থের জন্য যেমন জাকাত দিতে হবে না, তেমনি চাকরি শেষেও অতীতের দিনগুলোর জন্য জাকাত দিতে হবে না। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তো অতীতে জমা হয়নি, বরং হস্তান্তর করার সময়ই তা আপনার নামে দেওয়া হবে, তাই অতীতের দিনগুলোর জন্য জাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আর বেতন থেকে নির্ধারিত হারে কেটে রাখা অর্থ যেহেতু চাকরিজীবীর মালিকানায় থাকলেও দখলে ছিল না, তাই তাতেও জমা হতে থাকা সময়ে জাকাত ওয়াজিব হবে না। তবে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার পরে সেই অর্থ এক বছর অতিক্রান্ত হলে এবং নিসাব পরিমাণ হলে যথারীতি জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া: ২ / ৩০২-৩০৩; ইমদাদুল ফাতাওয়া: ২ / ৪৪-৪৮; ফাতাওয়া হিন্দিয়া: ১ / ১৭৫; রদ্দুল মুহতার: ২ / ৩০৬; জদিদ ফিকহি মাসায়েল: ১ / ১৪৫-১৪৬।
ব্যাংকে জমা থাকা অর্থের জাকাতব্যাংকে টাকা জমা থাকলে তার জন্য কি জাকাত দিতে হবে? চলতি হিসাবের টাকায়ও কি জাকাত আসে, না শুধু ফিক্সড ডেপোজিটে? এ ব্যাপারে জানতে চাই।
রহমান মুন্সি, টাঙ্গাইল
উত্তর: ব্যাংকে টাকা জমা থাকলে সেই টাকা যদি জাকাতের নিসাব পরিমাণ হয় এবং জাকাত ওয়াজিব হওয়ার অন্যান্য শর্ত যেমন—এক
বছর অতিক্রম হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি ফিক্সড ডিপোজিট নাকি চলতি হিসাব, নাকি সঞ্চয়ী হিসাব, তা বিবেচনা করা হবে না। কারণ গ্রাহক স্বেচ্ছায় অর্থ জমা করেছেন। তাই দখলও তাঁর বিবেচনা করা হবে। ব্যাংক এ ক্ষেত্রে আমানত রক্ষাকারী মাত্র। তাই আমানত হিসেবে রাখা সম্পদে জাকাত ওয়াজিব বলেছেন আলেমগণ। মোট কথা, স্বেচ্ছায় জমা রাখা
প্রতিটি সম্পদের বিপরীতে শর্ত পাওয়া গেলে জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া আলমগিরি: ১ / ২৭০; ফাতাওয়া মাহমুদিয়া: ৩ / ৫৭; আল-বাহরুর রায়িক: ২ / ৪৪-৪৮।
উত্তর দিয়েছেন
লেখক: গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতী, গুলশান, ঢাকা
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে