নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার পলাতক আসামি রমিজ উদ্দিন ওরফে রঞ্জুকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার বাইপাস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রমিজ রাঙ্গুনিয়া উপজেলার সাহেব নগর গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এ ঘটনায় জিল্লুর রহমানের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। র্যাব শুরু থেকেই ঘটনাটির ছায়া তদন্ত করছিল। কয়েকজন আসামি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। সর্বশেষ রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিয়াজ মোহাম্মদ আরও বলেন, রমিজ উদ্দিনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৫টি ও রাঙামাটি কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।
জানা গেছে, আদালতে জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলাটির বিচার শেষে রায়ের অপেক্ষায় রয়েছে। আগামী ১১ জানুয়ারি মামলাটির রায়ের দিন ধার্য রয়েছে।
এর আগে সিআইডি মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয়। ২০১৯ সালের ২৮ মে আদালত ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার পলাতক আসামি রমিজ উদ্দিন ওরফে রঞ্জুকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার বাইপাস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রমিজ রাঙ্গুনিয়া উপজেলার সাহেব নগর গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এ ঘটনায় জিল্লুর রহমানের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। র্যাব শুরু থেকেই ঘটনাটির ছায়া তদন্ত করছিল। কয়েকজন আসামি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। সর্বশেষ রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিয়াজ মোহাম্মদ আরও বলেন, রমিজ উদ্দিনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৫টি ও রাঙামাটি কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।
জানা গেছে, আদালতে জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলাটির বিচার শেষে রায়ের অপেক্ষায় রয়েছে। আগামী ১১ জানুয়ারি মামলাটির রায়ের দিন ধার্য রয়েছে।
এর আগে সিআইডি মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয়। ২০১৯ সালের ২৮ মে আদালত ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে