রবিউলের চিকিৎসায় ৪ লাখ টাকা প্রয়োজন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩৩
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮: ০৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের রবিউল ইসলামের (৪০) চিকিৎসায় চার লাখ টাকা প্রয়োজন। এ জন্য তিনি সামর্থ্যবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।

জানা গেছে, ২০০৭ সালে বজ্রপাতের শিকার হন দিনমজুর রবিউল। অন্যের ধান খেতে কাজ করতে গিয়ে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন। এরপর সহায়-সম্বল বিক্রি করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা সোহরাওয়ার্দী এবং ভারতের চেন্নাইতে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। চিকিৎসার একপর্যায়ে দুই পা অকেজো ও বুকের একটি ভাল্ব নষ্ট হয়ে যায় তাঁর। বর্তমানে টাকার অভাবে রবিউলে চিকিৎসা হচ্ছে না।

রবিউল স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে সন্তান নিয়ে অনাহারে, অর্ধাহারে দিন যাপন করছেন।

রবিউল বলেন, ‘আমার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা করা সম্ভব নয়। আমার ছোট ছোট ছেলে-মেয়ের কি হবে। আমি সামর্থ্যবান মানুষের কাছে সাহায্য চাই। বাঁচতে চাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত