ক্রীড়া ডেস্ক
এক মাসের মহাযুদ্ধ শেষে কার হাতে উঠবে ফুটবল বিশ্বকাপের শিরোপা, শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। লড়াইয়ে নামার আগে এক মজার পরিসংখ্যান দিয়েছে ফুটবলারদের তথ্য ও পরিসংখ্যান নিয়ে কাজ করা ট্রান্সফারমার্কেট। কাতার বিশ্বকাপের ‘বুড়ো’ একাদশ সাজিয়েছে ওয়েবসাইটটি, যাঁদের গড় বয়স ৩৭ বছর ৫ মাস। ২-২-২-৪ ছকে সাজানো একাদশ দেখে নিন এখানে—
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল): ৩৭ বছর বয়সী এই উইঙ্গার কাতারে পৌঁছেছেন পঞ্চম বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের তালিকায় ফরোয়ার্ড হিসেবে আছেন তিনি।
অলিভিয়ের জিরু (ফ্রান্স): বুড়ো একাদশের আক্রমণভাগে রোনালদোর পাশাপাশি আছেন ৩৬ বছর বয়সী জিরু।
ড্রাইস মার্টেনস (বেলজিয়াম): বুড়ো একাদশে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন গ্যালাতাসারাইয়ের ৩৫ বছর বয়সী তারকা মার্টেনস।
ব্রায়ান রুইজ (কোস্টারিকা): ৩৭ বছর বয়সী রুইজও এই একাদশে আছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।
আতিবা হাচিনসন (কানাডা): ৩৯ বছর বয়সেও কানাডার এই তারকা বয়স্ক খেলোয়াড়দের একাদশে সেন্ট্রাল-মিডফিল্ডার হিসেবে আছেন।
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া): ক্রোয়াটরা গত বিশ্বকাপে ফাইনাল খেলেছে মদরিচের কল্যাণে। ৩৭ বছর বয়সী এই তারকা বুড়ো একাদশে আছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে।
ইয়োতো নাগাতোমো (জাপান): ৩৬ বছর বয়সী জাপানি তারকা বুড়োদের একাদশে আছেন লেফটব্যাক হিসেবে।
দানি আলভেজ (ব্রাজিল): আলভেজকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। রাইটব্যাক হিসেবে আছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
পেপে (পর্তুগাল): ৩৯ বছর বয়সে পর্তুগিজদের রক্ষণ সামলাবেন পেপে। বুড়োদের একাদশের তিনি সেন্ট্রাল ডিফেন্ডার।
থিয়াগো সিলভা (ব্রাজিল): এই একাদশের আরেক সেন্ট্রাল ডিফেন্ডার ৩৮ বছর বয়সী সিলভা।
আলফ্রেডো তালাভেরা (মেক্সিকো): বুড়ো একাদশের গোলরক্ষক হিসেবে আছেন ৪০ বছর বয়সী তালাভেরা।
এক মাসের মহাযুদ্ধ শেষে কার হাতে উঠবে ফুটবল বিশ্বকাপের শিরোপা, শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। লড়াইয়ে নামার আগে এক মজার পরিসংখ্যান দিয়েছে ফুটবলারদের তথ্য ও পরিসংখ্যান নিয়ে কাজ করা ট্রান্সফারমার্কেট। কাতার বিশ্বকাপের ‘বুড়ো’ একাদশ সাজিয়েছে ওয়েবসাইটটি, যাঁদের গড় বয়স ৩৭ বছর ৫ মাস। ২-২-২-৪ ছকে সাজানো একাদশ দেখে নিন এখানে—
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল): ৩৭ বছর বয়সী এই উইঙ্গার কাতারে পৌঁছেছেন পঞ্চম বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের তালিকায় ফরোয়ার্ড হিসেবে আছেন তিনি।
অলিভিয়ের জিরু (ফ্রান্স): বুড়ো একাদশের আক্রমণভাগে রোনালদোর পাশাপাশি আছেন ৩৬ বছর বয়সী জিরু।
ড্রাইস মার্টেনস (বেলজিয়াম): বুড়ো একাদশে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন গ্যালাতাসারাইয়ের ৩৫ বছর বয়সী তারকা মার্টেনস।
ব্রায়ান রুইজ (কোস্টারিকা): ৩৭ বছর বয়সী রুইজও এই একাদশে আছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।
আতিবা হাচিনসন (কানাডা): ৩৯ বছর বয়সেও কানাডার এই তারকা বয়স্ক খেলোয়াড়দের একাদশে সেন্ট্রাল-মিডফিল্ডার হিসেবে আছেন।
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া): ক্রোয়াটরা গত বিশ্বকাপে ফাইনাল খেলেছে মদরিচের কল্যাণে। ৩৭ বছর বয়সী এই তারকা বুড়ো একাদশে আছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে।
ইয়োতো নাগাতোমো (জাপান): ৩৬ বছর বয়সী জাপানি তারকা বুড়োদের একাদশে আছেন লেফটব্যাক হিসেবে।
দানি আলভেজ (ব্রাজিল): আলভেজকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। রাইটব্যাক হিসেবে আছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
পেপে (পর্তুগাল): ৩৯ বছর বয়সে পর্তুগিজদের রক্ষণ সামলাবেন পেপে। বুড়োদের একাদশের তিনি সেন্ট্রাল ডিফেন্ডার।
থিয়াগো সিলভা (ব্রাজিল): এই একাদশের আরেক সেন্ট্রাল ডিফেন্ডার ৩৮ বছর বয়সী সিলভা।
আলফ্রেডো তালাভেরা (মেক্সিকো): বুড়ো একাদশের গোলরক্ষক হিসেবে আছেন ৪০ বছর বয়সী তালাভেরা।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে