বিরস
সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লবের পর লেনিন ক্ষমতায় বসেছিলেন। তাঁর মৃত্যুর পর স্ট্যালিনের ওপর শাসনক্ষমতা অর্পিত হয়। সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু চলত। স্ট্যালিন আমলে তিনি হন পার্টি এবং শাসনকাজের সর্বেসর্বা। তাঁর কথার ওপর কোনো কথা চলত না। এমনকি পার্টি নেতৃত্বও তাঁর আজ্ঞাবাহী ছিলেন। সে সময় নানা ধরনের বাড়াবাড়ি হওয়ার বিস্তর অভিযোগ আছে। সর্বহারার একনায়কত্বের নামে চালু হয়েছিল স্ট্যালিনের একনায়কতন্ত্র। সবকিছুরই যেমন শেষ আছে, তেমনি স্ট্যালিন শাসনেরও অবসান হয় তাঁর মৃত্যুর মধ্য দিয়ে। স্ট্যালিনের পর ক্ষমতা যায় ক্রুশ্চেভের হাতে।
ক্রুশ্চেভ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়ে তাঁর ক্ষমতা সংহত করতে তৎপর হয়ে ওঠেন। পার্টির শীর্ষ নেতাদের নিয়ে মিটিং ডেকেছেন ক্রুশ্চেভ। স্ট্যালিনের বিরুদ্ধে তিনি তুমুল বিষোদগার করছেন। পেছন থেকে কেউ একজন মিনমিনে কণ্ঠে বললেন, ‘স্ট্যালিন বেঁচে থাকতে এসব বলেননি কেন?’
ক্রুশ্চেভ একটু চুপ থাকলেন। তারপর কণ্ঠ চড়িয়ে জানতে চাইলেন, ‘কে? কে এই কথা বলল?’ পিনপতন নীরবতা। কারও মুখে রা নেই। ক্রুশ্চেভ চিৎকার করে আবার বললেন, ‘এখন মুখ বন্ধ কেন? সাহস থাকলে দাঁড়িয়ে জোর গলায় বলুন।’
তবু নীরবতা। এবার ক্রুশ্চেভ হুংকার দিয়ে বললেন, ‘এখন যে কারণে আপনি মুখ বন্ধ রেখেছেন, সে সময় আমিও একই কারণে মুখ বন্ধ রাখতাম! পরিস্থিতি বুঝেই মুখ খুলতে হয়, সেটা আমার না বোঝার কথা নয়।’
খ. এক পীর সাহেবের কাছে গিয়ে একজন নারী কয়েক দিন ধরে কান্নাকাটি করছেন। একসময় বিরক্ত হয়ে পীর সাহেব জানতে চাইলেন, ‘তোমার সমস্যাটা কী?’ ওই নারী কাঁদতে কাঁদতে বললেন, তাঁর স্বামী তাঁকে সারাক্ষণ বকাঝকা করেন, এমনকি প্রায়ই মারধরও করেন। তাঁর আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এখন স্বামীকে বশ করার একটা তাবিজ যদি পীর সাহেব তাঁকে দিতেন!
পীর সাহেব একটা তাবিজ নিয়ে বিড়বিড় করে কিছু বললেন। তারপর সেটা ওই নারীর হাতে দিয়ে বললেন, ‘এটা গলায় কিংবা বাহুতে পরা যাবে না। এটা দাঁত দিয়ে কামড়ে ধরেরাখতে হবে।’
দিন কয়েক পর নারী কয়েক কেজি মিষ্টিসহ আরও কিছু উপহার নিয়ে এলেন পীর সাহেবের জন্য। বললেন, ‘হুজুর, আমার স্বামী খুব ভালো হয়ে গেছে। আপনার তাবিজের কেরামতিতে তিনি এই কয়দিন আর আমার গায়ে হাত তোলেননি।’
পীর সাহেব এবারও বিড়বিড় করলেন। তবে এবার কোনো দুর্বোধ্য শব্দ নয়, তিনি আসলে বললেন, ‘এটা তাবিজের কেরামতি না। আপনি যে বাধ্য হয়ে মুখ বন্ধ রেখেছেন, এটা তাঁর কেরামতি!’
গ. একবার শান্তিনিকেতনে একটি ওজন মাপার মেশিন কেনা হয় এবং তাতে নিয়মিত সব বয়সী নারী-পুরুষের ওজন মাপা হচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সময় পেলে প্রায়ই দূরে দাঁড়িয়ে তা লক্ষ করছিলেন। একদিন একজনের ওজন মাপা শেষ হলেই কবি তাঁকে জিজ্ঞাসা করছিলেন, ‘কী রে, তুই কত হলি?’
একটি স্থূলকায় মেয়ে বলল, ‘দু মণ।’ এই মেয়েটির সে সময় বিয়ের আলাপ চলছিল এবং কবি তা জানতেন। কবি ছিলেন রসিক মানুষ। তাই এ ক্ষেত্রেও তিনি কৌতুক করতে ছাড়লেন না। বললেন, ‘তুই এখনো দু “মন!” তোর তো এখন এক “মন” হওয়ার কথা রে।’
কবিগুরু কথা প্রসঙ্গে তাঁর নাতি দিনেন্দ্রনাথ ঠাকুরকে একদিন বললেন, ‘বুঝলি দিনু, সেদিন অমুক লোকটা আমার কাছ থেকে দশ টাকা ধার নিয়ে গদগদ কণ্ঠে বললেন, “আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলুম।”’
দিনুবাবু আঁতকে উঠে বললেন, ‘তুমি দিলে ওকে টাকাটা? ও তো একটা জোচ্চোর!’
‘তা মানি, কিন্তু লোকটার একটা গুণ ছিল’—কবিগুরু শান্ত স্বরে বললেন। ‘লোকটা সত্যভাষী। ধার চেয়ে পরিশোধের কথা না বলে চিরঋণী থাকার কথাই বলেছিল!’
সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লবের পর লেনিন ক্ষমতায় বসেছিলেন। তাঁর মৃত্যুর পর স্ট্যালিনের ওপর শাসনক্ষমতা অর্পিত হয়। সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু চলত। স্ট্যালিন আমলে তিনি হন পার্টি এবং শাসনকাজের সর্বেসর্বা। তাঁর কথার ওপর কোনো কথা চলত না। এমনকি পার্টি নেতৃত্বও তাঁর আজ্ঞাবাহী ছিলেন। সে সময় নানা ধরনের বাড়াবাড়ি হওয়ার বিস্তর অভিযোগ আছে। সর্বহারার একনায়কত্বের নামে চালু হয়েছিল স্ট্যালিনের একনায়কতন্ত্র। সবকিছুরই যেমন শেষ আছে, তেমনি স্ট্যালিন শাসনেরও অবসান হয় তাঁর মৃত্যুর মধ্য দিয়ে। স্ট্যালিনের পর ক্ষমতা যায় ক্রুশ্চেভের হাতে।
ক্রুশ্চেভ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়ে তাঁর ক্ষমতা সংহত করতে তৎপর হয়ে ওঠেন। পার্টির শীর্ষ নেতাদের নিয়ে মিটিং ডেকেছেন ক্রুশ্চেভ। স্ট্যালিনের বিরুদ্ধে তিনি তুমুল বিষোদগার করছেন। পেছন থেকে কেউ একজন মিনমিনে কণ্ঠে বললেন, ‘স্ট্যালিন বেঁচে থাকতে এসব বলেননি কেন?’
ক্রুশ্চেভ একটু চুপ থাকলেন। তারপর কণ্ঠ চড়িয়ে জানতে চাইলেন, ‘কে? কে এই কথা বলল?’ পিনপতন নীরবতা। কারও মুখে রা নেই। ক্রুশ্চেভ চিৎকার করে আবার বললেন, ‘এখন মুখ বন্ধ কেন? সাহস থাকলে দাঁড়িয়ে জোর গলায় বলুন।’
তবু নীরবতা। এবার ক্রুশ্চেভ হুংকার দিয়ে বললেন, ‘এখন যে কারণে আপনি মুখ বন্ধ রেখেছেন, সে সময় আমিও একই কারণে মুখ বন্ধ রাখতাম! পরিস্থিতি বুঝেই মুখ খুলতে হয়, সেটা আমার না বোঝার কথা নয়।’
খ. এক পীর সাহেবের কাছে গিয়ে একজন নারী কয়েক দিন ধরে কান্নাকাটি করছেন। একসময় বিরক্ত হয়ে পীর সাহেব জানতে চাইলেন, ‘তোমার সমস্যাটা কী?’ ওই নারী কাঁদতে কাঁদতে বললেন, তাঁর স্বামী তাঁকে সারাক্ষণ বকাঝকা করেন, এমনকি প্রায়ই মারধরও করেন। তাঁর আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এখন স্বামীকে বশ করার একটা তাবিজ যদি পীর সাহেব তাঁকে দিতেন!
পীর সাহেব একটা তাবিজ নিয়ে বিড়বিড় করে কিছু বললেন। তারপর সেটা ওই নারীর হাতে দিয়ে বললেন, ‘এটা গলায় কিংবা বাহুতে পরা যাবে না। এটা দাঁত দিয়ে কামড়ে ধরেরাখতে হবে।’
দিন কয়েক পর নারী কয়েক কেজি মিষ্টিসহ আরও কিছু উপহার নিয়ে এলেন পীর সাহেবের জন্য। বললেন, ‘হুজুর, আমার স্বামী খুব ভালো হয়ে গেছে। আপনার তাবিজের কেরামতিতে তিনি এই কয়দিন আর আমার গায়ে হাত তোলেননি।’
পীর সাহেব এবারও বিড়বিড় করলেন। তবে এবার কোনো দুর্বোধ্য শব্দ নয়, তিনি আসলে বললেন, ‘এটা তাবিজের কেরামতি না। আপনি যে বাধ্য হয়ে মুখ বন্ধ রেখেছেন, এটা তাঁর কেরামতি!’
গ. একবার শান্তিনিকেতনে একটি ওজন মাপার মেশিন কেনা হয় এবং তাতে নিয়মিত সব বয়সী নারী-পুরুষের ওজন মাপা হচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সময় পেলে প্রায়ই দূরে দাঁড়িয়ে তা লক্ষ করছিলেন। একদিন একজনের ওজন মাপা শেষ হলেই কবি তাঁকে জিজ্ঞাসা করছিলেন, ‘কী রে, তুই কত হলি?’
একটি স্থূলকায় মেয়ে বলল, ‘দু মণ।’ এই মেয়েটির সে সময় বিয়ের আলাপ চলছিল এবং কবি তা জানতেন। কবি ছিলেন রসিক মানুষ। তাই এ ক্ষেত্রেও তিনি কৌতুক করতে ছাড়লেন না। বললেন, ‘তুই এখনো দু “মন!” তোর তো এখন এক “মন” হওয়ার কথা রে।’
কবিগুরু কথা প্রসঙ্গে তাঁর নাতি দিনেন্দ্রনাথ ঠাকুরকে একদিন বললেন, ‘বুঝলি দিনু, সেদিন অমুক লোকটা আমার কাছ থেকে দশ টাকা ধার নিয়ে গদগদ কণ্ঠে বললেন, “আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলুম।”’
দিনুবাবু আঁতকে উঠে বললেন, ‘তুমি দিলে ওকে টাকাটা? ও তো একটা জোচ্চোর!’
‘তা মানি, কিন্তু লোকটার একটা গুণ ছিল’—কবিগুরু শান্ত স্বরে বললেন। ‘লোকটা সত্যভাষী। ধার চেয়ে পরিশোধের কথা না বলে চিরঋণী থাকার কথাই বলেছিল!’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে