হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১৯৯৪ সালে ওয়ার্ড সচিব হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) যোগদান করেন তারেক সুলতান। এরপর দীর্ঘ ২৭ বছর পার হয়েছে। তবে তাঁকে এখনো স্থায়ী করেনি কর্তৃপক্ষ। যোগদানের পর থেকে এখন পর্যন্ত তিনি একই পদে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে তারেক সুলতান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। স্থায়ী কর্মকর্তাদের মতো আমরাও একই কাজ করছি। কিন্তু তাঁরা বেতন-ভাতা বেশি পাচ্ছেন। আর সাত বছর পর অবসরে যাব। অবসরে গেলেও তেমন কোনো টাকা পাব না। অথচ একই পদে কাজ করে স্থায়ী কর্মকর্তারা পাবেন ২৫ থেকে ২৬ লাখ টাকা। চাকরিজীবনে প্রাপ্তি বলে কিছু নেই। পুরো সময়টাই হয়তো অস্থায়ী হিসেবে কাটিয়ে দিতে হবে।’
তারেক সুলতান বর্তমানে সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডে ওয়ার্ড সচিব হিসেবে কাজ করছেন। তিনি প্রতি মাসে বেতন-ভাতা বাবদ পান ১৭ হাজার টাকা। অন্যদিকে একই পদে থাকা করপোরেশনের একজন স্থায়ী কর্মকর্তা পান প্রায় ৩০ হাজার টাকা।
তারেক সুলতানের মতো আরও ৭ হাজার কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশনে কাজ করছেন। তাঁদের অনেকেই ২০ থেকে ২৫ বছর কাজ করার পরও এখনো স্থায়ী হতে পারেননি। বারবার আশ্বাস দিয়েও করপোরেশন তাঁদের স্থায়ী করছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।
তাঁরা বলছেন, করপোরেশনে এখন এক হাজারের বেশি শূন্য পদ আছে। তারপরও তাঁদের অস্থায়ী হিসেবে কাজ করতে হচ্ছে।
তবে কর্তৃপক্ষ বলছে, করপোরেশনের নিয়োগ বিধিমালায় অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার বিষয়ে কোনো নির্দেশনা নেই। অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার বিষয়টি পুরোপুরি মন্ত্রণালয়ের এখতিয়ার।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের অনুকূলে ১৯৮৮ সালের অনুমোদিত একটি সাংগঠনিক কাঠামো রয়েছে। কিন্তু সাংগঠনিক কাঠামোর বিপরীতে কোনো নিয়োগ বিধি না থাকায় করপোরেশনে দীর্ঘদিন স্থায়ীভাবে কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এর বিপরীতে করপোরেশনের কাজের পরিধি বেড়েছে। তাই জরুরি প্রয়োজনে, কখনো কখনো তাৎক্ষণিক আবেদন গ্রহণের মাধ্যমে দৈনিকভিত্তিক ও নির্ধারিত বেতনে অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন কাজ করার পরও স্থায়ী না করায় এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যে কারণে সম্প্রতি চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন এসব কর্মকর্তা-কর্মচারী।
চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্যসচিব সাজু মহাজন আজকের পত্রিকাকে বলেন, ‘বারবার বলার পরও করপোরেশনের পক্ষ থেকে আমাদের স্থায়ী করার বিষয়ে কোনো তোড়জোড় দেখছি না। শূন্য পদগুলো পূরণের জন্য ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর চারবার সময় বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ আগামী ৩০ জুনের মধ্যে শূন্যপদ পূরণ করার কথা বলা হলেও করপোরেশন এখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি।’
এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার জন্য আমার আগ্রহের কোনো কমতি নেই। ব্যক্তিগতভাবে আমি তাঁদের স্থায়ী করার পক্ষে। কিন্তু তাঁদের স্থায়ী করার বিষয়টি করপোরেশনের এখতিয়ারে নেই। অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সচিবকে আমি নিজে বলেছি। এখন মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী আমরা কাজ করব।’
১৯৯৪ সালে ওয়ার্ড সচিব হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) যোগদান করেন তারেক সুলতান। এরপর দীর্ঘ ২৭ বছর পার হয়েছে। তবে তাঁকে এখনো স্থায়ী করেনি কর্তৃপক্ষ। যোগদানের পর থেকে এখন পর্যন্ত তিনি একই পদে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে তারেক সুলতান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। স্থায়ী কর্মকর্তাদের মতো আমরাও একই কাজ করছি। কিন্তু তাঁরা বেতন-ভাতা বেশি পাচ্ছেন। আর সাত বছর পর অবসরে যাব। অবসরে গেলেও তেমন কোনো টাকা পাব না। অথচ একই পদে কাজ করে স্থায়ী কর্মকর্তারা পাবেন ২৫ থেকে ২৬ লাখ টাকা। চাকরিজীবনে প্রাপ্তি বলে কিছু নেই। পুরো সময়টাই হয়তো অস্থায়ী হিসেবে কাটিয়ে দিতে হবে।’
তারেক সুলতান বর্তমানে সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডে ওয়ার্ড সচিব হিসেবে কাজ করছেন। তিনি প্রতি মাসে বেতন-ভাতা বাবদ পান ১৭ হাজার টাকা। অন্যদিকে একই পদে থাকা করপোরেশনের একজন স্থায়ী কর্মকর্তা পান প্রায় ৩০ হাজার টাকা।
তারেক সুলতানের মতো আরও ৭ হাজার কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশনে কাজ করছেন। তাঁদের অনেকেই ২০ থেকে ২৫ বছর কাজ করার পরও এখনো স্থায়ী হতে পারেননি। বারবার আশ্বাস দিয়েও করপোরেশন তাঁদের স্থায়ী করছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।
তাঁরা বলছেন, করপোরেশনে এখন এক হাজারের বেশি শূন্য পদ আছে। তারপরও তাঁদের অস্থায়ী হিসেবে কাজ করতে হচ্ছে।
তবে কর্তৃপক্ষ বলছে, করপোরেশনের নিয়োগ বিধিমালায় অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার বিষয়ে কোনো নির্দেশনা নেই। অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার বিষয়টি পুরোপুরি মন্ত্রণালয়ের এখতিয়ার।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের অনুকূলে ১৯৮৮ সালের অনুমোদিত একটি সাংগঠনিক কাঠামো রয়েছে। কিন্তু সাংগঠনিক কাঠামোর বিপরীতে কোনো নিয়োগ বিধি না থাকায় করপোরেশনে দীর্ঘদিন স্থায়ীভাবে কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এর বিপরীতে করপোরেশনের কাজের পরিধি বেড়েছে। তাই জরুরি প্রয়োজনে, কখনো কখনো তাৎক্ষণিক আবেদন গ্রহণের মাধ্যমে দৈনিকভিত্তিক ও নির্ধারিত বেতনে অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন কাজ করার পরও স্থায়ী না করায় এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যে কারণে সম্প্রতি চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন এসব কর্মকর্তা-কর্মচারী।
চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্যসচিব সাজু মহাজন আজকের পত্রিকাকে বলেন, ‘বারবার বলার পরও করপোরেশনের পক্ষ থেকে আমাদের স্থায়ী করার বিষয়ে কোনো তোড়জোড় দেখছি না। শূন্য পদগুলো পূরণের জন্য ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর চারবার সময় বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ আগামী ৩০ জুনের মধ্যে শূন্যপদ পূরণ করার কথা বলা হলেও করপোরেশন এখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি।’
এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার জন্য আমার আগ্রহের কোনো কমতি নেই। ব্যক্তিগতভাবে আমি তাঁদের স্থায়ী করার পক্ষে। কিন্তু তাঁদের স্থায়ী করার বিষয়টি করপোরেশনের এখতিয়ারে নেই। অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সচিবকে আমি নিজে বলেছি। এখন মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী আমরা কাজ করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে