আজকের পত্রিকা ডেস্ক
কাল রোববার নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট। গতকাল শুক্রবার শেষ দিনে প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার চালিয়েছেন গ্রামে-গঞ্জে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হেঁটে, আবারও কেউ কেউ মোটরসাইকেলে, অটোরিকশায় ও ভ্যানে চড়ে শোডাউন করেন।
জানা যায়, নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকাগুলোতে কোনো সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ ছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন ভোটাররা।
নীলফামারীর সৈয়দপুরে ৫টি ও ডিমলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত
একটানা ভোট গ্রহণ চলবে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। ভোট ঘিরে কড়া নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তার অফিস।
সৈয়দপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, সৈয়দপুরে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ৬২ জন ও সাধারণ ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১ লাখ ৭ হাজার ৩৩৫ জন ভোটারের মধ্যে নারী ৫৩ হাজার ৫৯ ও পুরুষ ৫৪ হাজার ২৭৬ জন রয়েছেন। মোট ৫১টি কেন্দ্রে ৩৩৩টি বুথে এসব ভোটার ভোট দেবেন।
এ ছাড়া ডিমলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৫৯ জন ও সংরক্ষিত আসনে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৮ জন। তাঁদের মধ্যে নারী ৮০ হাজার ৬৭৮ ও পুরুষ ৮২ হাজার ৩১৯ জন।
নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার ইউনিয়ন পর্যায়ের ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হবে। শুধু ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এ ক্ষেত্রে প্রতি উপজেলায় বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবলোকনের জন্য মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যা নির্বাচনের পরেও দুদিন চালু থাকবে।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬টি ইউনিয়ন এবং পলাশবাড়ী উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোবিন্দগঞ্জে ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোট ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সাধারণ মেম্বর পদে মোট ৬৫২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে মোট ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৯টি ইউপিতে কাল ভোট। ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৪ জনসহ মোট ৫০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খানসামা উপজেলার ৬ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত নারী সদস্য আসনে ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া কাহারোল উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোট ৩২ জন।
কাল রোববার নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট। গতকাল শুক্রবার শেষ দিনে প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার চালিয়েছেন গ্রামে-গঞ্জে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হেঁটে, আবারও কেউ কেউ মোটরসাইকেলে, অটোরিকশায় ও ভ্যানে চড়ে শোডাউন করেন।
জানা যায়, নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকাগুলোতে কোনো সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ ছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন ভোটাররা।
নীলফামারীর সৈয়দপুরে ৫টি ও ডিমলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত
একটানা ভোট গ্রহণ চলবে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। ভোট ঘিরে কড়া নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তার অফিস।
সৈয়দপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, সৈয়দপুরে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ৬২ জন ও সাধারণ ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১ লাখ ৭ হাজার ৩৩৫ জন ভোটারের মধ্যে নারী ৫৩ হাজার ৫৯ ও পুরুষ ৫৪ হাজার ২৭৬ জন রয়েছেন। মোট ৫১টি কেন্দ্রে ৩৩৩টি বুথে এসব ভোটার ভোট দেবেন।
এ ছাড়া ডিমলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৫৯ জন ও সংরক্ষিত আসনে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৮ জন। তাঁদের মধ্যে নারী ৮০ হাজার ৬৭৮ ও পুরুষ ৮২ হাজার ৩১৯ জন।
নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার ইউনিয়ন পর্যায়ের ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হবে। শুধু ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এ ক্ষেত্রে প্রতি উপজেলায় বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবলোকনের জন্য মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যা নির্বাচনের পরেও দুদিন চালু থাকবে।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬টি ইউনিয়ন এবং পলাশবাড়ী উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোবিন্দগঞ্জে ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোট ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সাধারণ মেম্বর পদে মোট ৬৫২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে মোট ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৯টি ইউপিতে কাল ভোট। ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৪ জনসহ মোট ৫০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খানসামা উপজেলার ৬ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত নারী সদস্য আসনে ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া কাহারোল উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোট ৩২ জন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে