রাজশাহী প্রতিনিধি
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছিল রাজশাহী। কিন্তু আবারও শনাক্ত হচ্ছে করোনা রোগী। কয়েক দিন আগে এই জেলা করোনামুক্ত থাকলেও এখন শনাক্ত রোগীর সংখ্যা ১১। এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগের ধারণা, এই সংক্রমণ তেমন শক্তিশালী নয়। তবু স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হচ্ছে।
রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৮ জুন পর্যন্ত রাজশাহী জেলায় কোনো করোনা রোগী ছিল না। ৯ জুন ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ১৮ জুন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ১৯ জুন আবারও নমুনা পরীক্ষা করা হয় ১৯ জনের। সেই পরীক্ষায় শনাক্ত হয়েছে দুজন। এরপর ২০ জুন ২১ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ২১ জুন৩১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। ২২ জুন ৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ জন। সর্বশেষ ২৩ জুন ২৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ জন। গতকাল শুক্রবার সকালে জেলায় মোট করোনা রোগী ছিল ১১ জন। এ সময় সুস্থ হয়েছে একজন।
রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা একেবারেই নতুন কিছু নয়। এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। করোনা যেন না বাড়ে, সে জন্য আগে যে নির্দেশনাগুলো ছিল, সেগুলোই প্রতিপালন করতে বলা হচ্ছে। অনেকে মাস্ক পরার অভ্যাস ছেড়ে দিয়েছেন। আবার সবাইকে মাস্ক পরতে বলছি, যেন এটি মোকাবিলা করা যায়।’
আবু সাইদ মোহাম্মদ ফারুক আরও বলেন, রাজশাহীর প্রায় ৭৪ শতাংশের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর ৭০ শতাংশের বেশি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছে। প্রায় ৩০ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছে। পর্যাপ্ত টিকা আছে। যারা এখনো টিকা নেয়নি, তাদের টিকা নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরপরও করোনা যদি বেড়ে যায়, তার জন্য চিকিৎসার প্রস্তুতি রাখা হচ্ছে।
এদিকে রোগী কমে যাওয়ায় গত ১৩ মে থেকে বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট। তবে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। করোনা নিয়ে আবার সংকটময় পরিস্থিতি হলে আবারও করোনা ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, ‘এখন শক্তিশালী করোনা আসার আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে করোনা একেবারেই চলে যাবে না। এভাবেই দুর্বল হয়ে পৃথিবীতে থাকবে। এখন যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, তারা হাসপাতালে ভর্তি হওয়ার মতো নয়। তারপরও তাদের চিকিৎসার বিষয়টি আমাদের ভাবনায় আছে। রোগী বাড়লে রামেক হাসপাতাল তো বটেই, সদর হাসপাতাল বা শিশু হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।’
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছিল রাজশাহী। কিন্তু আবারও শনাক্ত হচ্ছে করোনা রোগী। কয়েক দিন আগে এই জেলা করোনামুক্ত থাকলেও এখন শনাক্ত রোগীর সংখ্যা ১১। এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগের ধারণা, এই সংক্রমণ তেমন শক্তিশালী নয়। তবু স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হচ্ছে।
রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৮ জুন পর্যন্ত রাজশাহী জেলায় কোনো করোনা রোগী ছিল না। ৯ জুন ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ১৮ জুন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ১৯ জুন আবারও নমুনা পরীক্ষা করা হয় ১৯ জনের। সেই পরীক্ষায় শনাক্ত হয়েছে দুজন। এরপর ২০ জুন ২১ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ২১ জুন৩১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। ২২ জুন ৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ জন। সর্বশেষ ২৩ জুন ২৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ জন। গতকাল শুক্রবার সকালে জেলায় মোট করোনা রোগী ছিল ১১ জন। এ সময় সুস্থ হয়েছে একজন।
রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা একেবারেই নতুন কিছু নয়। এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। করোনা যেন না বাড়ে, সে জন্য আগে যে নির্দেশনাগুলো ছিল, সেগুলোই প্রতিপালন করতে বলা হচ্ছে। অনেকে মাস্ক পরার অভ্যাস ছেড়ে দিয়েছেন। আবার সবাইকে মাস্ক পরতে বলছি, যেন এটি মোকাবিলা করা যায়।’
আবু সাইদ মোহাম্মদ ফারুক আরও বলেন, রাজশাহীর প্রায় ৭৪ শতাংশের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর ৭০ শতাংশের বেশি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছে। প্রায় ৩০ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছে। পর্যাপ্ত টিকা আছে। যারা এখনো টিকা নেয়নি, তাদের টিকা নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরপরও করোনা যদি বেড়ে যায়, তার জন্য চিকিৎসার প্রস্তুতি রাখা হচ্ছে।
এদিকে রোগী কমে যাওয়ায় গত ১৩ মে থেকে বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট। তবে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। করোনা নিয়ে আবার সংকটময় পরিস্থিতি হলে আবারও করোনা ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, ‘এখন শক্তিশালী করোনা আসার আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে করোনা একেবারেই চলে যাবে না। এভাবেই দুর্বল হয়ে পৃথিবীতে থাকবে। এখন যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, তারা হাসপাতালে ভর্তি হওয়ার মতো নয়। তারপরও তাদের চিকিৎসার বিষয়টি আমাদের ভাবনায় আছে। রোগী বাড়লে রামেক হাসপাতাল তো বটেই, সদর হাসপাতাল বা শিশু হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে