নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকেরা ১ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার শ্রমিক ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। অবরোধে সড়কের উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। রাত ৮টা পর্যন্ত অবরোধ চলছিল।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় শতাধিক পাওয়ারলুম কারখানা আছে। এখানে কাজ করেন হাজার হাজার শ্রমিক। দীর্ঘদিন ধরে প্রতি গজ গ্রে কাপড় তৈরির জন্য শ্রমিকেরা ২ টাকা ২৫ পয়সা মজুরি পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি নিত্যপণের দাম বাড়ায় এই মজুরি তাঁদের জন্য পর্যাপ্ত নয়। এজন্য মালিকপক্ষের কাছে গজপ্রতি ১ টাকা মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। এক মাস ধরে এই দাবি জানিয়ে এলেও তাতে মালিকপক্ষ রাজি হয়নি। ২১ মে আন্দোলন করলে তাতে রাজি না হওয়ায় শ্রমিকেরা তিন তিন ধারাবাহিক আন্দোলন করেন। পরে মজুরি বৃদ্ধির বিষয়ে শ্রমিক, পুলিশ, জনপ্রতিনিধি ও মালিকপক্ষ যৌথভাবে বসে সমাধানের জন্য। কিন্তু তাতে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পুনরায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় দোকানি সোহাগ বলেন, শ্রমিকেরা উপজেলার গোপালদি, উলুকান্দি, সদাসদী, রামচন্দ্রদী, দাইরাদী এলাকায় ঢাকা-বিশনন্দী ফেরিঘাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা মহাসড়কের দুটি সেতুতে লোহার স্প্যান দিয়ে অবরোধ করে রাখেন। অবরোধে ঢাকা থেকে বিশনন্দী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ও যাত্রীরা হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।
কারখানার শ্রমিক আরিফ বলেন, ‘একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু আমাদের মজুরি বাড়ছে না। একজন শ্রমিক মাসে ১০ থেকে ১২ হাজার টাকা উপার্জন করে। এই টাকা দিয়ে সংসার চালানো যায় না। তাই মজুরি বাড়ানোর আবেদন করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
আরেক শ্রমিক রহিমা বলেন, ‘যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে ঠিকভাবে খাবারও জুটছে না। এর মধ্যে অসুস্থ হলে কাজ বন্ধ। বাসাভাড়া, ছেলেমেয়ের পড়ালেখার খরচ, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল এসব কীভাবে দেব? ধারদেনা করে কত দিন চলা যায়। গত ৫ বছরে এক টাকাও বেতন বাড়েনি। এখন গজপ্রতি ১ টাকা বাড়াতে বলাটা কি অযৌক্তিক?’
এদিকে অবরোধ চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের একটি পক্ষকে ধাওয়া দেয় পুলিশ। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে একটি বিআরটিসি বাস, একটি প্রাইভেট কার ও দোকান ভাঙচুর করে। শ্রমিকদের আরেকটি পক্ষ তখন রামচন্দ্রচী বাজার অবরোধ করে রাখে।
অবরোধের বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, ‘কয়েক হাজার পাওয়ারলুম শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। কিন্তু তাদের কোনো সংগঠন না থাকায় বিষয়টি নিষ্পত্তি করা কঠিন হয়ে যাচ্ছে। অবরোধের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিকেরা সরে না যাওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হবে না।’
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবরোধের বিষয়টি জেনে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা চেষ্টা করছে বিষয়টি সমাধানের জন্য।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকেরা ১ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার শ্রমিক ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। অবরোধে সড়কের উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। রাত ৮টা পর্যন্ত অবরোধ চলছিল।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় শতাধিক পাওয়ারলুম কারখানা আছে। এখানে কাজ করেন হাজার হাজার শ্রমিক। দীর্ঘদিন ধরে প্রতি গজ গ্রে কাপড় তৈরির জন্য শ্রমিকেরা ২ টাকা ২৫ পয়সা মজুরি পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি নিত্যপণের দাম বাড়ায় এই মজুরি তাঁদের জন্য পর্যাপ্ত নয়। এজন্য মালিকপক্ষের কাছে গজপ্রতি ১ টাকা মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। এক মাস ধরে এই দাবি জানিয়ে এলেও তাতে মালিকপক্ষ রাজি হয়নি। ২১ মে আন্দোলন করলে তাতে রাজি না হওয়ায় শ্রমিকেরা তিন তিন ধারাবাহিক আন্দোলন করেন। পরে মজুরি বৃদ্ধির বিষয়ে শ্রমিক, পুলিশ, জনপ্রতিনিধি ও মালিকপক্ষ যৌথভাবে বসে সমাধানের জন্য। কিন্তু তাতে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পুনরায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় দোকানি সোহাগ বলেন, শ্রমিকেরা উপজেলার গোপালদি, উলুকান্দি, সদাসদী, রামচন্দ্রদী, দাইরাদী এলাকায় ঢাকা-বিশনন্দী ফেরিঘাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা মহাসড়কের দুটি সেতুতে লোহার স্প্যান দিয়ে অবরোধ করে রাখেন। অবরোধে ঢাকা থেকে বিশনন্দী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ও যাত্রীরা হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।
কারখানার শ্রমিক আরিফ বলেন, ‘একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু আমাদের মজুরি বাড়ছে না। একজন শ্রমিক মাসে ১০ থেকে ১২ হাজার টাকা উপার্জন করে। এই টাকা দিয়ে সংসার চালানো যায় না। তাই মজুরি বাড়ানোর আবেদন করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
আরেক শ্রমিক রহিমা বলেন, ‘যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে ঠিকভাবে খাবারও জুটছে না। এর মধ্যে অসুস্থ হলে কাজ বন্ধ। বাসাভাড়া, ছেলেমেয়ের পড়ালেখার খরচ, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল এসব কীভাবে দেব? ধারদেনা করে কত দিন চলা যায়। গত ৫ বছরে এক টাকাও বেতন বাড়েনি। এখন গজপ্রতি ১ টাকা বাড়াতে বলাটা কি অযৌক্তিক?’
এদিকে অবরোধ চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের একটি পক্ষকে ধাওয়া দেয় পুলিশ। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে একটি বিআরটিসি বাস, একটি প্রাইভেট কার ও দোকান ভাঙচুর করে। শ্রমিকদের আরেকটি পক্ষ তখন রামচন্দ্রচী বাজার অবরোধ করে রাখে।
অবরোধের বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, ‘কয়েক হাজার পাওয়ারলুম শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। কিন্তু তাদের কোনো সংগঠন না থাকায় বিষয়টি নিষ্পত্তি করা কঠিন হয়ে যাচ্ছে। অবরোধের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিকেরা সরে না যাওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হবে না।’
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবরোধের বিষয়টি জেনে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা চেষ্টা করছে বিষয়টি সমাধানের জন্য।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে