গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গিয়াস উদ্দিন (৬০) হত্যার সূত্র উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসাতে ছেলের পরিকল্পনায় বাবাকে হত্যা করা হয় বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহতের নাম গিয়াস উদ্দিন (৬০)। তিনি শ্রীপুর থানার ভাংনাহাটি পশ্চিম পাড়া (নতুন বাজার) এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কোকসাইর এলাকার আলম (৩৮) ও ত্রিশাল থানার আরাফাত (২৬)। তাঁদের মধ্যে আলমকে গত ১৮ জুলাই ভোরে নিজ বাড়ি থেকে এবং আরাফাতকে শ্রীপুরের কেওয়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গিয়াস উদ্দিন নিজ বসতবাড়ির সামনের রাস্তার পাশে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ চালাতেন। গিয়াস সেখানেই ঘুমাতেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর রাতে প্রতিদিনেরমতো ঘুমাতে যান। পরদিন ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ মাকছুদের রহমান আরও জানান, গিয়াস উদ্দিনের সঙ্গর প্রতিবেশী সাহাবুদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়াস উদ্দিনের ছেলে আবুজর ও ভাতিজা সবুজ ষড়যন্ত্রের ছক আঁকেন। গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। গ্রেপ্তার দুজন আবুজর ও সবুজের পূর্ব পরিচিত। ঘটনার রাতে গ্যারেজে প্রবেশ করে ঘুমন্ত গিয়াসের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে গ্যারেজে থাকা পাঁচটি ব্যাটারি নিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে অলিউল্লাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তিন মাস তদন্ত করেও হত্যার সূত্র উদ্ঘাটন করতে না পারায় পরে তদন্তের দায়িত্ব দেওয়া দেয় পিবিআইকে।
গাজীপুরের শ্রীপুরে গিয়াস উদ্দিন (৬০) হত্যার সূত্র উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসাতে ছেলের পরিকল্পনায় বাবাকে হত্যা করা হয় বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহতের নাম গিয়াস উদ্দিন (৬০)। তিনি শ্রীপুর থানার ভাংনাহাটি পশ্চিম পাড়া (নতুন বাজার) এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কোকসাইর এলাকার আলম (৩৮) ও ত্রিশাল থানার আরাফাত (২৬)। তাঁদের মধ্যে আলমকে গত ১৮ জুলাই ভোরে নিজ বাড়ি থেকে এবং আরাফাতকে শ্রীপুরের কেওয়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গিয়াস উদ্দিন নিজ বসতবাড়ির সামনের রাস্তার পাশে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ চালাতেন। গিয়াস সেখানেই ঘুমাতেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর রাতে প্রতিদিনেরমতো ঘুমাতে যান। পরদিন ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ মাকছুদের রহমান আরও জানান, গিয়াস উদ্দিনের সঙ্গর প্রতিবেশী সাহাবুদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়াস উদ্দিনের ছেলে আবুজর ও ভাতিজা সবুজ ষড়যন্ত্রের ছক আঁকেন। গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। গ্রেপ্তার দুজন আবুজর ও সবুজের পূর্ব পরিচিত। ঘটনার রাতে গ্যারেজে প্রবেশ করে ঘুমন্ত গিয়াসের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে গ্যারেজে থাকা পাঁচটি ব্যাটারি নিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে অলিউল্লাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তিন মাস তদন্ত করেও হত্যার সূত্র উদ্ঘাটন করতে না পারায় পরে তদন্তের দায়িত্ব দেওয়া দেয় পিবিআইকে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে