নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপনার হাতে যদি কোটি টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে কেমন হবে বলুন তো? চমকানোর কিছু নেই। পৃথিবীর সেরা কয়েকটি ব্র্যান্ড খুবই সীমিত আকারে তৈরি করেছে কিছু দামি ফোন, যেগুলোর দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।
৫. গ্যালাক্সি এস২১ আলট্রা
অন্যতম একটি বিলাসবহুল ও দামি ফোন গ্যালাক্সি এস২১ আলট্রা। এই মোবাইল ফোনটিও লঞ্চ করেছে ক্যাভিয়ার। এতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, টাইটেনিয়াম। ফোনের পেছনের অংশে আছে খাঁটি চামড়া। গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের একটি ভ্যারিয়েন্টের পেছনের দিকে আছে একটি ত্রিমাত্রিক ষাঁড়ের মাথা। এটি টাইটেনিয়াম ও সোনা দিয়ে মূর্ত করে তোলা হয়েছে। ষাঁড়ের চোখে ব্যবহার করা হয়েছে হীরা এবং নাকে ব্যবহার করা হয়েছে সোনার নোলক। বিলাসবহুল এ ফোনের দাম ২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
৪. ক্যাভিয়ার আইফোন ১২ প্রো পিওর গোল্ড
সীমিত সংখ্যায় তৈরি করা পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে এটি একটি। এ ফোনের দাম ১ লাখ ২২ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকা। এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা। ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে হীরা। এ মোবাইল ফোনের ভেতর হার্ডওয়্যারগুলো আইফোন ১২ প্রো-এর মতোই।
৩. গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট
মাত্র তিনটি সংস্করণে নির্মিত গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট নামে মোবাইল ফোনটির দাম প্রায় ৮ কোটি টাকা। এই ফোনটি বর্তমানের স্মার্টফোনগুলোর মতো নয়। তবে এটি দেখতে বেশ অভিজাত ও আধুনিক। এই ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে ৪৫ দশমিক ৫ ক্যারেটের বিভিন্ন কালো হীরা। এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে ১৮০ গ্রাম সোনা। ফোনের পেছনের অংশে ২০০ বছরের পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে।
২. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইডিশ কোম্পানি গোল্ডভিশ এ মোবাইল ফোনটি তৈরি করেছে। ২০০৬ সালে মাত্র তিন পিস তৈরি করা এই ফোনটি বিশ্বের সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা। গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা এবং ১ লাখ ২০ হাজার হীরা। ফোনের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে খাঁটি চামড়া।
১. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
পৃথিবীর অন্যতম দামি মোবাইল ফোন ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। অস্ট্রিয়ান জুয়েলার পিটার অ্যালিসনের সহযোগিতায় রাশিয়ান ফার্ম জেএসসি এনকোর্ট এটি তৈরি করেছে। এটি দেখতে নকিয়া ক্ল্যাসিক ফোনের মতো। এর প্রতি পাশে আছে ব্লু ডায়মন্ড তথা নীল হীরা এবং বডিতে আছে প্লাটিনাম। এই সেলফোনের লোগোতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এর দাম প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান টাইকুনদের জন্য।
সূত্র ও ছবি: ক্যাশফাই ডট ইন
আপনার হাতে যদি কোটি টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে কেমন হবে বলুন তো? চমকানোর কিছু নেই। পৃথিবীর সেরা কয়েকটি ব্র্যান্ড খুবই সীমিত আকারে তৈরি করেছে কিছু দামি ফোন, যেগুলোর দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।
৫. গ্যালাক্সি এস২১ আলট্রা
অন্যতম একটি বিলাসবহুল ও দামি ফোন গ্যালাক্সি এস২১ আলট্রা। এই মোবাইল ফোনটিও লঞ্চ করেছে ক্যাভিয়ার। এতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, টাইটেনিয়াম। ফোনের পেছনের অংশে আছে খাঁটি চামড়া। গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের একটি ভ্যারিয়েন্টের পেছনের দিকে আছে একটি ত্রিমাত্রিক ষাঁড়ের মাথা। এটি টাইটেনিয়াম ও সোনা দিয়ে মূর্ত করে তোলা হয়েছে। ষাঁড়ের চোখে ব্যবহার করা হয়েছে হীরা এবং নাকে ব্যবহার করা হয়েছে সোনার নোলক। বিলাসবহুল এ ফোনের দাম ২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
৪. ক্যাভিয়ার আইফোন ১২ প্রো পিওর গোল্ড
সীমিত সংখ্যায় তৈরি করা পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে এটি একটি। এ ফোনের দাম ১ লাখ ২২ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকা। এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা। ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে হীরা। এ মোবাইল ফোনের ভেতর হার্ডওয়্যারগুলো আইফোন ১২ প্রো-এর মতোই।
৩. গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট
মাত্র তিনটি সংস্করণে নির্মিত গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট নামে মোবাইল ফোনটির দাম প্রায় ৮ কোটি টাকা। এই ফোনটি বর্তমানের স্মার্টফোনগুলোর মতো নয়। তবে এটি দেখতে বেশ অভিজাত ও আধুনিক। এই ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে ৪৫ দশমিক ৫ ক্যারেটের বিভিন্ন কালো হীরা। এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে ১৮০ গ্রাম সোনা। ফোনের পেছনের অংশে ২০০ বছরের পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে।
২. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইডিশ কোম্পানি গোল্ডভিশ এ মোবাইল ফোনটি তৈরি করেছে। ২০০৬ সালে মাত্র তিন পিস তৈরি করা এই ফোনটি বিশ্বের সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা। গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা এবং ১ লাখ ২০ হাজার হীরা। ফোনের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে খাঁটি চামড়া।
১. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
পৃথিবীর অন্যতম দামি মোবাইল ফোন ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। অস্ট্রিয়ান জুয়েলার পিটার অ্যালিসনের সহযোগিতায় রাশিয়ান ফার্ম জেএসসি এনকোর্ট এটি তৈরি করেছে। এটি দেখতে নকিয়া ক্ল্যাসিক ফোনের মতো। এর প্রতি পাশে আছে ব্লু ডায়মন্ড তথা নীল হীরা এবং বডিতে আছে প্লাটিনাম। এই সেলফোনের লোগোতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এর দাম প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান টাইকুনদের জন্য।
সূত্র ও ছবি: ক্যাশফাই ডট ইন
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে