ত্রিশাল প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার ত্রিশাল বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় থানা-পুলিশ।
এ সময় বেশ কিছু নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।
পথচারী মাসুদ রানা বলেন, মহাসড়কে এই অবৈধ তিন চাকার যানবাহনের কারণে যানজট ও দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এ অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার পরিমাণ কমবে।
আরেক পথচারী শিক্ষার্থী আছিয়া আক্তার বলেন, মহাসড়কের এই মোড়ে আগে এই সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়েই যাত্রী ওঠাত, এতে যানজট লেগেই থাকত। দূরপাল্লার যানবাহনগুলো এবং অন্যান্য যানবাহন এই জট পাড়ি দিতে তীক্ষ্ণ হর্ন অনবরত বাজাত। এতে চরম মাত্রার শব্দ দূষণ সৃষ্টি হত। আমরা চাইব সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকুক।
এ বিষয়ে ওসি মাইন উদ্দিন বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ত্রিশাল থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ত্রিশালের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগ, আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত টহল ও অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধে অভিযান করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ।
এ ছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনে আহত যাত্রীকে স্বল্প সময়ের মধ্যে ফার্স্ট এইড সেবা প্রদান, হাসপাতালে পৌঁছাতে সহায়তা ও ক্ষতিগ্রস্ত যান উদ্ধার কার্যক্রম করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধসহ অন্যান্য অপরাধ তৎপরতা কমাতেও কাজ করছে ত্রিশাল থানা-পুলিশ। মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়মিত সভা-সমাবেশ করার মাধ্যমে এ বিষয়ে তাঁদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার ত্রিশাল বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় থানা-পুলিশ।
এ সময় বেশ কিছু নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।
পথচারী মাসুদ রানা বলেন, মহাসড়কে এই অবৈধ তিন চাকার যানবাহনের কারণে যানজট ও দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এ অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার পরিমাণ কমবে।
আরেক পথচারী শিক্ষার্থী আছিয়া আক্তার বলেন, মহাসড়কের এই মোড়ে আগে এই সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়েই যাত্রী ওঠাত, এতে যানজট লেগেই থাকত। দূরপাল্লার যানবাহনগুলো এবং অন্যান্য যানবাহন এই জট পাড়ি দিতে তীক্ষ্ণ হর্ন অনবরত বাজাত। এতে চরম মাত্রার শব্দ দূষণ সৃষ্টি হত। আমরা চাইব সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকুক।
এ বিষয়ে ওসি মাইন উদ্দিন বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ত্রিশাল থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ত্রিশালের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগ, আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত টহল ও অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধে অভিযান করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ।
এ ছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনে আহত যাত্রীকে স্বল্প সময়ের মধ্যে ফার্স্ট এইড সেবা প্রদান, হাসপাতালে পৌঁছাতে সহায়তা ও ক্ষতিগ্রস্ত যান উদ্ধার কার্যক্রম করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধসহ অন্যান্য অপরাধ তৎপরতা কমাতেও কাজ করছে ত্রিশাল থানা-পুলিশ। মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়মিত সভা-সমাবেশ করার মাধ্যমে এ বিষয়ে তাঁদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে