শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দুই পক্ষে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় একটি প্রাথমিক ও একটি উচ্চবিদ্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট উচ্চবিদ্যালয় ও যোগীরসিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভাঙচুর ঘটে।
স্থানীয় স্কুলশিক্ষার্থী মো. আমিনুল ইসলাম বলে, গত ২৫ মার্চ শুক্রবার যোগীরসিট গ্রামের হামিদ মাস্টার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে যোগীরসিট ও আবদার গ্রামের কিশোরদের মধ্যে মারধর ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার রাতে আবদার গ্রামের কিশোরেরা যোগীরসিট গ্রামের এক কিশোরকে মারতে যোগীরসিট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আসে।
আমিনুল ইসলাম বলে, বিষয়টি টের পেয়ে ওই কিশোর তার গ্রামের এক কিশোরকে খবর দেয়। খবর পেয়ে ওই কিশোরের নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর ঘটনাস্থলে আসে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের সময় আবদার গ্রামের কিশোরেরা প্রাথমিক বিদ্যালয়ের দোলনা, মাঠ প্রাঙ্গণে থাকা মিম্বার ও বেশ কয়েকটি জানালা ভেঙে ফেলে। এ ছাড়া যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি জানালা ভেঙে ওঁরা চলে যায়।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর সদস্য মোমেনুল কাদের বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তরুণদের দুটি গ্রুপের মারধরের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ বিদ্যালয়ের ২০ জানালাসহ অনেক কিছু ভেঙে ফেলে। এরপর স্থানীয় এগিয়ে এলে ওঁরা মাঠ থেকে দৌড়ে পালিয়ে যায়।
যোগীরসিট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, ‘বিদ্যালয়ে ভাঙচুরের বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত বলা যাবে।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘বিষয়টি যোগীরসিট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান শিক্ষককে বলা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দুই পক্ষে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় একটি প্রাথমিক ও একটি উচ্চবিদ্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট উচ্চবিদ্যালয় ও যোগীরসিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভাঙচুর ঘটে।
স্থানীয় স্কুলশিক্ষার্থী মো. আমিনুল ইসলাম বলে, গত ২৫ মার্চ শুক্রবার যোগীরসিট গ্রামের হামিদ মাস্টার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে যোগীরসিট ও আবদার গ্রামের কিশোরদের মধ্যে মারধর ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার রাতে আবদার গ্রামের কিশোরেরা যোগীরসিট গ্রামের এক কিশোরকে মারতে যোগীরসিট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আসে।
আমিনুল ইসলাম বলে, বিষয়টি টের পেয়ে ওই কিশোর তার গ্রামের এক কিশোরকে খবর দেয়। খবর পেয়ে ওই কিশোরের নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর ঘটনাস্থলে আসে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের সময় আবদার গ্রামের কিশোরেরা প্রাথমিক বিদ্যালয়ের দোলনা, মাঠ প্রাঙ্গণে থাকা মিম্বার ও বেশ কয়েকটি জানালা ভেঙে ফেলে। এ ছাড়া যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি জানালা ভেঙে ওঁরা চলে যায়।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর সদস্য মোমেনুল কাদের বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তরুণদের দুটি গ্রুপের মারধরের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ বিদ্যালয়ের ২০ জানালাসহ অনেক কিছু ভেঙে ফেলে। এরপর স্থানীয় এগিয়ে এলে ওঁরা মাঠ থেকে দৌড়ে পালিয়ে যায়।
যোগীরসিট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, ‘বিদ্যালয়ে ভাঙচুরের বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত বলা যাবে।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘বিষয়টি যোগীরসিট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান শিক্ষককে বলা হয়েছে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে