প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, সভা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৯
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫

কুষ্টিয়ার কুমারখালীতে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার, গাড়িবহর ও নির্বাচনী সভা করার অভিযোগ উঠেছে ছয় চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে। গতকাল রোববার প্রার্থীদের চিঠির মাধ্যমে সতর্ক করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।

অভিযুক্ত প্রার্থীরা হলেন কয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাদিয়া জামাল, চাপড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির হাসান রিন্টু, যদুবয়রা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান, পান্টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান, জগন্নাথপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল বাকী বাদশা ও বাগুলাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বলেন, ‘প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রতীকের প্রচার, গাড়িবহর ও নির্বাচনী সভা করার অপরাধে ছয় চেয়ারম্যান প্রার্থীকে কড়া সতর্কীকরণ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপরও আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত