তারাকান্দা প্রতিনিধি
তারাকান্দায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কামারগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী নাঈমুর রহমান (উজ্জ্বল) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩৪ জন ও সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তা দুই চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন।
পরে প্রার্থিতা ফিরে পেতে নাঈমুর রহমান জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করেন। শুনানি শেষে বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।
নাঈমুর রহমান উজ্জ্বল বলেন, গত ২৯ তারিখ যাচাই-বাছাইয়ে চেয়ারমানের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করে। পরে আপিল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ বলে ঘোষণা করেছে। এখন নির্বাচনে অংশ গ্রহণ করতে আমার আর বাধা নেই।
তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন তাঁর নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো বাধা নেই।
তারাকান্দায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কামারগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী নাঈমুর রহমান (উজ্জ্বল) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩৪ জন ও সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তা দুই চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন।
পরে প্রার্থিতা ফিরে পেতে নাঈমুর রহমান জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করেন। শুনানি শেষে বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।
নাঈমুর রহমান উজ্জ্বল বলেন, গত ২৯ তারিখ যাচাই-বাছাইয়ে চেয়ারমানের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করে। পরে আপিল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ বলে ঘোষণা করেছে। এখন নির্বাচনে অংশ গ্রহণ করতে আমার আর বাধা নেই।
তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন তাঁর নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো বাধা নেই।
সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২৭ মিনিট আগেপ্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগে