দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের অভিযোগ উঠেছে। বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক কিটগুলো সরিয়ে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে করোনার নমুনা দিতে গিয়ে শাহিনুর ইসলাম নামের এক ব্যক্তি কিটের মেয়াদোত্তীর্ণের বিষয়টি দেখতে পান। কৌতুহলবশত কিটের পলিব্যাগে চোখ পড়লে বিষয়টি তাঁর নজরে আসে। তাৎক্ষনিকভাবে বুথে কর্তব্যরত নমুনাসংগ্রহকারীদের তিনি তা জানান।
জানা গেছে, নমুনা সংগ্রহে ব্যবহৃত কিটের পলিব্যাগের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ দেওয়া আছে ২০২০ সালের নভেম্বর মাস। আর মেয়াদোত্তীর্ণের ঘরে লেখা ২০২১ সালের অক্টোবর মাস।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্যাকেটের গায়ে লেখা মেয়াদের তারিখ পেরিয়ে গেলেও অভ্যন্তরে থাকা সোয়াব স্টিক ও টাং ডিপ্রেশরের গায়ে মেয়াদ লেখা ২০২৪ সাল।
খোঁজ নিয়ে জানা গেছে, সোয়াব স্টিক ও টাং ডিপ্রেশর মেয়াদোত্তীর্ণ হলেও পরীক্ষার ফলাফলে তাতে কোনো প্রভাব পড়বে না। তবে, ফয়েল প্যাকের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ থাকায় এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী শাহিনুর ইসলাম বলেন, তিনি বেসরকারি একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে কর্মরত আছেন। করোনার কিট, নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষার বিষয়ে আগে থেকেই ধারণা ছিল বলেই কিটের প্যাকেটের দিকে তাঁর দৃষ্টি পড়ে। এ ক্ষেত্রে কর্তব্যরতদের আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করেন তিনি।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিস্ট আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহে রংপুর সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই হাসপাতালে তিন হাজার কিট আসে। এরমধ্যে যেগুলো মেয়াদোউত্তীর্ণ ছিল সেগুলো ফেরত পাঠিয়েছি। বর্তমানে যে কিট দিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে সেগুলো উৎপাদন হয়েছে ২০২১ সালের জুনে, মেয়াদ আছে চলতি বছরের জুন পর্যন্ত।
জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানান, ‘কিটের মেয়াদোত্তীর্ণের বিষয়টি নজরে আসার পর সেগুলো প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে। সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের অভিযোগ উঠেছে। বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক কিটগুলো সরিয়ে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে করোনার নমুনা দিতে গিয়ে শাহিনুর ইসলাম নামের এক ব্যক্তি কিটের মেয়াদোত্তীর্ণের বিষয়টি দেখতে পান। কৌতুহলবশত কিটের পলিব্যাগে চোখ পড়লে বিষয়টি তাঁর নজরে আসে। তাৎক্ষনিকভাবে বুথে কর্তব্যরত নমুনাসংগ্রহকারীদের তিনি তা জানান।
জানা গেছে, নমুনা সংগ্রহে ব্যবহৃত কিটের পলিব্যাগের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ দেওয়া আছে ২০২০ সালের নভেম্বর মাস। আর মেয়াদোত্তীর্ণের ঘরে লেখা ২০২১ সালের অক্টোবর মাস।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্যাকেটের গায়ে লেখা মেয়াদের তারিখ পেরিয়ে গেলেও অভ্যন্তরে থাকা সোয়াব স্টিক ও টাং ডিপ্রেশরের গায়ে মেয়াদ লেখা ২০২৪ সাল।
খোঁজ নিয়ে জানা গেছে, সোয়াব স্টিক ও টাং ডিপ্রেশর মেয়াদোত্তীর্ণ হলেও পরীক্ষার ফলাফলে তাতে কোনো প্রভাব পড়বে না। তবে, ফয়েল প্যাকের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ থাকায় এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী শাহিনুর ইসলাম বলেন, তিনি বেসরকারি একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে কর্মরত আছেন। করোনার কিট, নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষার বিষয়ে আগে থেকেই ধারণা ছিল বলেই কিটের প্যাকেটের দিকে তাঁর দৃষ্টি পড়ে। এ ক্ষেত্রে কর্তব্যরতদের আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করেন তিনি।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিস্ট আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহে রংপুর সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই হাসপাতালে তিন হাজার কিট আসে। এরমধ্যে যেগুলো মেয়াদোউত্তীর্ণ ছিল সেগুলো ফেরত পাঠিয়েছি। বর্তমানে যে কিট দিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে সেগুলো উৎপাদন হয়েছে ২০২১ সালের জুনে, মেয়াদ আছে চলতি বছরের জুন পর্যন্ত।
জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানান, ‘কিটের মেয়াদোত্তীর্ণের বিষয়টি নজরে আসার পর সেগুলো প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে। সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে