ভোট নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা

রিফাত মেহেদী, সাভার (ঢাকা)
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫৯

সাভারে আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট সুষ্ঠু হবে কি না, এ নিয়ে সংশয়ে রয়েছেন ভোটাররা বলে মন্তব্য করেছেন সাভারের কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সংবাদ সম্মেলন করে তাঁরা জানিয়েছেন, তাঁদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন প্রতিপক্ষের প্রার্থীরা। এ নিয়ে একের পর এক সংবাদ সম্মেলন করে চলেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

গতকাল রোববার সকালে আশুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন মাদবর ও বিকেলে শিমুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (বাবুল) সংবাদ সম্মেলন করেছেন। সবাই তাঁদের সংবাদ সম্মেলনে ভোটারদের পক্ষ থেকে ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর আগেও পৃথক দিনে শিমুলিয়া ইউপির আরেক স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন খান ও পাথালিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন হুমকি ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছিলেন।

আশুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন মাদবর বলেন, ‘প্রতিপক্ষ শাহাব উদ্দিনের ভাই ও লোকজন এমনভাবে হুমকি-ধমকি দেন যে তাতে আমার লোকজন এজেন্ট হওয়ার সাহস পাচ্ছে না। আমার ভোটারদের মনে একটাই প্রশ্ন, ভোট কি সুষ্ঠু হবে? আমি এক ভোট পেলেও কোনো সমস্যা নাই, যদি ভোট সুষ্ঠু হয়। আমাদের একটাই দাবি ভোট সুষ্ঠু হোক।’

শিমুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (বাবুল) বলেন, ‘আমার জানমালের যদি কোনো ক্ষতি হয়, তাহলে এর দায়ভার কে নিবে? আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই বলে কি আমার লোকেরা, আমার পরিবার নিরাপত্তা পাবে না? আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি কি স্বাধীন দেশে বসবাস করছি না?’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী মাঠে আমার শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে নৌকার লোকজন এখন বাধ্য হয়ে নিজেদের ওপর হামলার নাটক সাজাচ্ছে। নৌকার নিশ্চিত হার জেনেই তাঁরা আমাকে হেনস্তা করতে উঠে পড়ে লেগেছেন।’এর আগে গত ২৭ ডিসেম্বর বিকেলে শিমুলিয়ায় সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী জসিম খান। সেদিন তিনিও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। নৌকার অফিসে হামলার ঘটনাকে হয়রানি করার উদ্দেশ্যে সাজানো নাটক দাবি করে ৩০ ডিসেম্বর বিকেলে সংবাদ সম্মেলন করেন পাথালিয়া ইউপির নৌকার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন। তিনিও সেদিন সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

এভাবে বিভিন্ন কারণে বিচার বা প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের হিড়িক পড়েছে সাভারে। সব সংবাদ সম্মেলনই হচ্ছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের পক্ষ থেকে। সেখানে নৌকার কর্মীদের পক্ষ থেকে হামলা বা হুমকির কথাই উঠে এসেছে বারবার। সবার সংবাদ সম্মেলনে একইভাবে সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা হয়েছে। আতঙ্কগ্রস্ত হয়ে সবাই নিজেদের ও কর্মীদের নিরাপত্তার দাবি তুলেছেন। এমনকি নৌকার নির্বাচনী অফিসে হামলার অভিযোগে পাথালিয়ার ১৮ জন ও শিমুলিয়ার ২৩ জন কর্মীসহ অজ্ঞাতদের আসামি করে ২টি মামলা করা হয়েছে আশুলিয়া থানায়। ষড়যন্ত্রমূলক মামলায় আতঙ্কিত হওয়ার বিষয়টিও তাঁদের বক্তব্যে উঠে এসেছে। 

সাভার উপজেলার ভাকুর্তা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকার প্রার্থীর দাপটে প্রচার চালানোই সম্ভব হচ্ছে না। আমি তো ঘর থেকেই বের হতে পারছি না। তাঁদের হেনস্তা থেকে নারী কর্মীরা পর্যন্ত বাদ যাচ্ছে না। তাঁরা জোর করে সিল মেরে ভোট নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছেন।’

স্বতন্ত্র প্রার্থীদের সংশয় নিয়ে এতগুলো সংবাদ সম্মেলনের কথা জানালে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসেইন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সংশয়ের কিছু নাই। তাঁরা হয়তো আশঙ্কা করছেন, কিন্তু সুষ্ঠু ভাবেই ভোট হবে। ধামরাইয়েও সুষ্ঠুভাবে ভোট হয়েছে, কেরানীগঞ্জেও হয়েছে। আর হুমকির ক্ষেত্রে তাঁরা অভিযোগ দিলে আমরা পুলিশের মাধ্যমে ব্যবস্থা নিব।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত