যুবদলের বিক্ষোভ সমাবেশ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ০২
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ৩৪

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলায় এ বিক্ষোভ সমাবেশ হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

বরগুনা: সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এ সময় জেলা যুবদলের সহসভাপতি ফোরকান মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াকুল জলিল সোহাগ, সাজেদুল ইসলাম শিমুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসির উদ্দিন, যুবদলের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহপ্রচার সম্পাদক শাকিবুল হাসান সুমনসহ যুবদল ও ছাত্রদলের নেতারা।

পিরোজপুর: বেলা সাড়ে ১১টায় বিএনপির অফিস চত্বরে জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন শেখ রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না। এই মুহূর্তে মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি দেওয়া হোক ও তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানো হোক।

দশমিনা: উপজেলায় সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলিম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্যসচিব শামীম খা, যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, খোকন প্যাদা, ইকবাল বশিরসহ উপজেলা যুবদলের নেতারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ভাবে খুবই অসুস্থ। তাঁর সুচিকিৎসার জন্য বিদেশ গমন ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রংপুরে সাবেক দুই এমপিসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে: আসিফ নজরুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত