কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রদলের ৬টি ওয়ার্ডের কমিটি গত শুক্রবার সকালে ঘোষণা করে বিকেলেই আবার স্থগিত করা হয়েছে। রাজনীতিতে সক্রিয় নয় এবং অছাত্র দিয়ে কমিটি করার অভিযোগ ওঠায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মফিজুল ইসলামের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই ছয়টি কমিটি বাতিল করা হয় বলে জানা যায়।
জেলা ও পৌর ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, কালিয়াকৈর পৌরসভার ১, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কমিটি ঘোষণা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার ও সদস্যসচিব শামীম হোসেন। অভিযোগ পাওয়া যায়, ওই কমিটিতে বেশির ভাগই বিবাহিত ও অছাত্র। বেশির ভাগ নেতাই রাজনৈতিকভাবে সক্রিয় নন। আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের না জানিয়ে গোপনে পৌরসভার ওয়ার্ড কমিটি তৈরি করেন দুই নেতা বলেও অভিযোগ উঠেছে। কমিটি প্রকাশিত হলে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ত্যাগী নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ জানান। পরে অধিকাংশ নেতা–কর্মী জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন। তাঁরা অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই শুরু করেন। পরে সকালে করা কমিটি বিকেলেই জেলা ছাত্রদলের প্যাডে চিঠির মাধ্যমে স্থগিত ঘোষণা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা জানান, ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে অনেকের কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন জানান, ছাত্রদলের সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয়দের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অজয় কুমার পাল বলেন, ‘আমাদের সঙ্গে সমন্বয় না করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ভেঙে দেওয়াতে ত্যাগী নেতারা খুবই আনন্দিত। সবার প্রত্যাশা একটাই, ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হোসেন বলেন, ‘আহ্বায়ক এবং সদস্যসচিব নিজেদের ইচ্ছেমতো পকেট কমিটি তৈরি করেছেন। যেখানে অধিকাংশ অছাত্র ও বিবাহিতরা স্থান পেয়েছেন। রাজপথে যারা রয়েছেন তাঁদের দিয়ে যেন কমিটি করা হয়। যার কারণে আমরা জেলা কমিটির কাছে একটি লিখিত অভিযোগ করি। জেলা কমিটি সকল বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে।’
পৌর ছাত্রদলের সদস্যসচিব শামীম হোসেন বলেন, ‘জেলার কমিটির নেতাদের নির্দেশনা অনুযায়ী গত মাসের ২৮ তারিখে পৌর ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তারপর পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা এই কমিটি গঠন করেছিলাম। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।’
এ প্রসঙ্গে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার জানান, টাকা-পয়সা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা। সবার সঙ্গে সমন্বয় করেই কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম জানান, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্তে এ কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রদলের ৬টি ওয়ার্ডের কমিটি গত শুক্রবার সকালে ঘোষণা করে বিকেলেই আবার স্থগিত করা হয়েছে। রাজনীতিতে সক্রিয় নয় এবং অছাত্র দিয়ে কমিটি করার অভিযোগ ওঠায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মফিজুল ইসলামের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই ছয়টি কমিটি বাতিল করা হয় বলে জানা যায়।
জেলা ও পৌর ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, কালিয়াকৈর পৌরসভার ১, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কমিটি ঘোষণা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার ও সদস্যসচিব শামীম হোসেন। অভিযোগ পাওয়া যায়, ওই কমিটিতে বেশির ভাগই বিবাহিত ও অছাত্র। বেশির ভাগ নেতাই রাজনৈতিকভাবে সক্রিয় নন। আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের না জানিয়ে গোপনে পৌরসভার ওয়ার্ড কমিটি তৈরি করেন দুই নেতা বলেও অভিযোগ উঠেছে। কমিটি প্রকাশিত হলে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ত্যাগী নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ জানান। পরে অধিকাংশ নেতা–কর্মী জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন। তাঁরা অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই শুরু করেন। পরে সকালে করা কমিটি বিকেলেই জেলা ছাত্রদলের প্যাডে চিঠির মাধ্যমে স্থগিত ঘোষণা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা জানান, ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে অনেকের কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন জানান, ছাত্রদলের সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয়দের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অজয় কুমার পাল বলেন, ‘আমাদের সঙ্গে সমন্বয় না করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ভেঙে দেওয়াতে ত্যাগী নেতারা খুবই আনন্দিত। সবার প্রত্যাশা একটাই, ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হোসেন বলেন, ‘আহ্বায়ক এবং সদস্যসচিব নিজেদের ইচ্ছেমতো পকেট কমিটি তৈরি করেছেন। যেখানে অধিকাংশ অছাত্র ও বিবাহিতরা স্থান পেয়েছেন। রাজপথে যারা রয়েছেন তাঁদের দিয়ে যেন কমিটি করা হয়। যার কারণে আমরা জেলা কমিটির কাছে একটি লিখিত অভিযোগ করি। জেলা কমিটি সকল বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে।’
পৌর ছাত্রদলের সদস্যসচিব শামীম হোসেন বলেন, ‘জেলার কমিটির নেতাদের নির্দেশনা অনুযায়ী গত মাসের ২৮ তারিখে পৌর ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তারপর পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা এই কমিটি গঠন করেছিলাম। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।’
এ প্রসঙ্গে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার জানান, টাকা-পয়সা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা। সবার সঙ্গে সমন্বয় করেই কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম জানান, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্তে এ কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে