আবদুল আযীয কাসেমি
ভ্রমণ বা সফর মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নানা প্রয়োজনে মানুষকে সফর করতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। মানুষ পরিচিত পরিবেশে ও আপন বলয়ে যতটা সুখী জীবন যাপন করতে পারে, তা সফরে যত আরাম-আয়েশের বন্দোবস্তই থাকুক না কেন, সেই সুখ পাওয়া যায় না। এ জন্যই মহানবী (সা.) সফরকে ‘আজাবের টুকরো’ বলেছেন। তিনি বলেন, ‘সফর হলো আজাবের টুকরো। তোমাদের খাওয়া-দাওয়া ঘুম—সবকিছুই এলোমেলো করে দেয়। সুতরাং যখনই তোমাদের সফরের কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, খুব দ্রুত নিজ পরিবারের কাছে ফিরে আসার চেষ্টা করবে।’ (বুখারি) সফরের কষ্টের কথা বিবেচনা করে সফরকালে নামাজের বিধান শিথিল করেছে ইসলাম। আজকের যুগে যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে সফরের কষ্ট কিছুটা লাঘব হলেও একেবারে শেষ হয়ে যায়নি। সুতরাং নামাজের সহজতার বিধানটি কিয়ামত পর্যন্তই বলবৎ থাকবে—সফরের কষ্ট যতই কমে আসুক না কেন।
শরিয়তের দৃষ্টিতে মুসাফির
কেউ যদি আধুনিক হিসাব অনুযায়ী, ৪৮ মাইল বা প্রায় ৭৮ কিলোমিটার দূরের স্থানে ভ্রমণে বের হন এবং ১৫ দিনের কম সময় সেখানে অবস্থান করার ইচ্ছে করেন, তবে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। এর চেয়ে কম হলে তাঁকে শরিয়তের দৃষ্টিকোণ থেকে মুসাফির বলা যাবে না।
মুসাফিরের নামাজ
শরিয়তের পরিভাষায় মুসাফির ব্যক্তির নামাজের নিয়ম হলো, তিনি যখন এই পরিমাণ দূরত্ব পাড়ি দেওয়ার উদ্দেশে যাত্রা করে তাঁর লোকালয় পেরিয়ে যাবেন, তখন থেকে তিনি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজগুলো দুই রাকাত আদায় করবেন। সুন্নত ও নফল নামাজ আদায়ের ব্যাপারে তিনি ইচ্ছাধীন থাকবেন। তবে ওয়াজিব নামাজ আদায় করতে হবে।
তবে হ্যাঁ, এ নিয়ম হলো তখন, যখন মুসাফির একাকী নামাজ আদায় করবেন। পক্ষান্তরে মুসাফির যদি ইমামের পেছনে নামাজ আদায় করেন, তবে তাঁকে ইমামের অনুসরণ করে পূর্ণ নামাজ আদায় করতে হবে। যদি মুসাফির ইমামতি করেন, তবে নিয়মানুযায়ী চার রাকাতবিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করবেন। তাঁর পেছনে স্থানীয় লোকজন বাকি দুই রাকাত নিজেরা আদায় করে নেবেন।
মুসাফির যখন একাকী নামাজ আদায় করবেন, তখন তাঁকে অবশ্যই কসর (তথা চার রাকাতবিশিষ্ট নামাজ দুই রাকাত আদায়) করতে হবে। অন্যথায় শরিয়তের নিয়ম ভঙ্গ করার কারণে তিনি গুনাহগার হবেন। তবে যদি ভুল করে এমন হয়ে যায়, তাতে সিজদায়ে সাহু আদায় করলে নামাজ হয়ে যাবে।
হজরত আনাস (রা) বলেন, আমরা নবীজির সঙ্গে মদিনা থেকে মক্কায় এলাম। এ সময় মহানবী (সা.) প্রতি চার রাকাতবিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করতেন। ফিরে আসার পর আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কয় দিন সেখানে অবস্থান করেছেন?’ তিনি বললেন, ‘আমরা ১০ দিন অবস্থান করেছি।’ (বুখারি)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
ভ্রমণ বা সফর মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নানা প্রয়োজনে মানুষকে সফর করতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। মানুষ পরিচিত পরিবেশে ও আপন বলয়ে যতটা সুখী জীবন যাপন করতে পারে, তা সফরে যত আরাম-আয়েশের বন্দোবস্তই থাকুক না কেন, সেই সুখ পাওয়া যায় না। এ জন্যই মহানবী (সা.) সফরকে ‘আজাবের টুকরো’ বলেছেন। তিনি বলেন, ‘সফর হলো আজাবের টুকরো। তোমাদের খাওয়া-দাওয়া ঘুম—সবকিছুই এলোমেলো করে দেয়। সুতরাং যখনই তোমাদের সফরের কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, খুব দ্রুত নিজ পরিবারের কাছে ফিরে আসার চেষ্টা করবে।’ (বুখারি) সফরের কষ্টের কথা বিবেচনা করে সফরকালে নামাজের বিধান শিথিল করেছে ইসলাম। আজকের যুগে যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে সফরের কষ্ট কিছুটা লাঘব হলেও একেবারে শেষ হয়ে যায়নি। সুতরাং নামাজের সহজতার বিধানটি কিয়ামত পর্যন্তই বলবৎ থাকবে—সফরের কষ্ট যতই কমে আসুক না কেন।
শরিয়তের দৃষ্টিতে মুসাফির
কেউ যদি আধুনিক হিসাব অনুযায়ী, ৪৮ মাইল বা প্রায় ৭৮ কিলোমিটার দূরের স্থানে ভ্রমণে বের হন এবং ১৫ দিনের কম সময় সেখানে অবস্থান করার ইচ্ছে করেন, তবে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। এর চেয়ে কম হলে তাঁকে শরিয়তের দৃষ্টিকোণ থেকে মুসাফির বলা যাবে না।
মুসাফিরের নামাজ
শরিয়তের পরিভাষায় মুসাফির ব্যক্তির নামাজের নিয়ম হলো, তিনি যখন এই পরিমাণ দূরত্ব পাড়ি দেওয়ার উদ্দেশে যাত্রা করে তাঁর লোকালয় পেরিয়ে যাবেন, তখন থেকে তিনি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজগুলো দুই রাকাত আদায় করবেন। সুন্নত ও নফল নামাজ আদায়ের ব্যাপারে তিনি ইচ্ছাধীন থাকবেন। তবে ওয়াজিব নামাজ আদায় করতে হবে।
তবে হ্যাঁ, এ নিয়ম হলো তখন, যখন মুসাফির একাকী নামাজ আদায় করবেন। পক্ষান্তরে মুসাফির যদি ইমামের পেছনে নামাজ আদায় করেন, তবে তাঁকে ইমামের অনুসরণ করে পূর্ণ নামাজ আদায় করতে হবে। যদি মুসাফির ইমামতি করেন, তবে নিয়মানুযায়ী চার রাকাতবিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করবেন। তাঁর পেছনে স্থানীয় লোকজন বাকি দুই রাকাত নিজেরা আদায় করে নেবেন।
মুসাফির যখন একাকী নামাজ আদায় করবেন, তখন তাঁকে অবশ্যই কসর (তথা চার রাকাতবিশিষ্ট নামাজ দুই রাকাত আদায়) করতে হবে। অন্যথায় শরিয়তের নিয়ম ভঙ্গ করার কারণে তিনি গুনাহগার হবেন। তবে যদি ভুল করে এমন হয়ে যায়, তাতে সিজদায়ে সাহু আদায় করলে নামাজ হয়ে যাবে।
হজরত আনাস (রা) বলেন, আমরা নবীজির সঙ্গে মদিনা থেকে মক্কায় এলাম। এ সময় মহানবী (সা.) প্রতি চার রাকাতবিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করতেন। ফিরে আসার পর আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কয় দিন সেখানে অবস্থান করেছেন?’ তিনি বললেন, ‘আমরা ১০ দিন অবস্থান করেছি।’ (বুখারি)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে