চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক তিন শিক্ষার্থী। কবিতা ও কথা সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া এ তিন সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন।
গত রোববার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ১৫ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী হলেন, কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ এবং কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী।
বিশ্বজিৎ চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে মহানগরীতে। নগরীর আলকরণে তাঁর বাড়ি। কবি আসাদ মান্নানের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে ও বিমল গুহের বাড়ি সাতকানিয়ার বাজালিয়া গ্রামে।
বিশ্বজিৎ চৌধুরীর বইগুলোর মধ্যে আছে কাব্যগ্রন্থ ‘তোমার প্রাণের জল’, ‘শ্যাওলা শরীরে’, ‘ও বন্যাপ্রবণ’। গল্পগ্রন্থ ‘বিবাহবার্ষিকী ও অন্যান্য গল্প’, ‘সম্ভ্রমহানির আগে ও পরে’, ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’। উপন্যাস ‘নার্গিস’, ‘দূর–সম্পর্ক’, ‘ফুটো’, ‘কবি ও রহস্যময়ী’। কিশোর গল্পগ্রন্থ ‘লিন্ডা জনসনের রাজহাঁস’, ‘পাখির জন্য খোলা আকাশ’ প্রভৃতি।
আসাদ মান্নানের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘জলের সানাই’, ‘এলিজি মুজিব নামে’, ‘হে অন্ধ জলের রাজা’, ‘পাথর সে কী করে কাঁদে’ প্রভৃতি।
এ ছাড়া কবি বিমল গুহের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘অহংকার, তোমার শব্দ’, ‘বিবরের গান’, স্বপ্নে জ্বলে শর্তহীন ভোর’, ‘প্রত্যেকেই পৃথক বিপ্লবী’ প্রভৃতি।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘পুরস্কার পাওয়াটা এক ধরনের স্বীকৃতি। তবে পাঠকের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি। স্বীকৃতি সব সময় আনন্দের। আমি চাই পাঠকের ভালোবাসাটা নিয়ে আরও ভালো লিখে যেতে।’
একসঙ্গে তিনজন বাংলা একাডেমি পুরস্কার পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে মন্তব্য করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ।
২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক তিন শিক্ষার্থী। কবিতা ও কথা সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া এ তিন সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন।
গত রোববার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ১৫ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী হলেন, কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ এবং কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী।
বিশ্বজিৎ চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে মহানগরীতে। নগরীর আলকরণে তাঁর বাড়ি। কবি আসাদ মান্নানের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে ও বিমল গুহের বাড়ি সাতকানিয়ার বাজালিয়া গ্রামে।
বিশ্বজিৎ চৌধুরীর বইগুলোর মধ্যে আছে কাব্যগ্রন্থ ‘তোমার প্রাণের জল’, ‘শ্যাওলা শরীরে’, ‘ও বন্যাপ্রবণ’। গল্পগ্রন্থ ‘বিবাহবার্ষিকী ও অন্যান্য গল্প’, ‘সম্ভ্রমহানির আগে ও পরে’, ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’। উপন্যাস ‘নার্গিস’, ‘দূর–সম্পর্ক’, ‘ফুটো’, ‘কবি ও রহস্যময়ী’। কিশোর গল্পগ্রন্থ ‘লিন্ডা জনসনের রাজহাঁস’, ‘পাখির জন্য খোলা আকাশ’ প্রভৃতি।
আসাদ মান্নানের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘জলের সানাই’, ‘এলিজি মুজিব নামে’, ‘হে অন্ধ জলের রাজা’, ‘পাথর সে কী করে কাঁদে’ প্রভৃতি।
এ ছাড়া কবি বিমল গুহের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘অহংকার, তোমার শব্দ’, ‘বিবরের গান’, স্বপ্নে জ্বলে শর্তহীন ভোর’, ‘প্রত্যেকেই পৃথক বিপ্লবী’ প্রভৃতি।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘পুরস্কার পাওয়াটা এক ধরনের স্বীকৃতি। তবে পাঠকের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি। স্বীকৃতি সব সময় আনন্দের। আমি চাই পাঠকের ভালোবাসাটা নিয়ে আরও ভালো লিখে যেতে।’
একসঙ্গে তিনজন বাংলা একাডেমি পুরস্কার পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে মন্তব্য করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে