রংপুর প্রতিনিধি
রংপুরের শ্রম পরিদর্শক (সাধারণ) তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিনা মূল্যের ফরমের বিপরীতে ১০০ টাকা ঘুষ নেওয়া এবং লাইসেন্সের জন্য আলাদা ৩৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ সাময়িক বরখাস্তের এই আদেশ দিয়েছেন। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আশিকুর জানান, দুদকের গণশুনানিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তর তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।
রংপুর টাউন হলে ২৮ মার্চ দুদক আয়োজিত গণশুনানিতে মিঠাপুকুর উপজেলার মোস্তাফিজার রহমান নামের একজন তপনের বিরুদ্ধে ঘুষ দাবি করাসহ বিনা মূল্যের ফরমের বিপরীতে টাকা নেওয়ার অভিযোগ করেন।
অভিযোগকারী ব্যক্তির বরাত দিয়ে আশিকুর বলেন, মোস্তাফিজার তাঁর নিজের প্রতিষ্ঠান মানহা ট্রেডিং কারখানার ‘লে আউট প্ল্যান’ অনুমোদন সংক্রান্ত সেবা নিতে ২৭ মার্চ তপনের সঙ্গে দেখা করতে যান। সেখানে লাইসেন্সের আবেদনের ফরম চাইলে ১০০ টাকার বিনিময়ে তাঁকে বিনা মূল্যের ফরম দেন। একই প্ল্যান অনুমোদনের জন্য তাঁর কাছে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তপন।
দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হকের উপস্থিতিতে গণশুনানিতে তপন ১০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু লাইসেন্স করে দেওয়ার নামে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ঘটনায় দুদক কমিশনার ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়াসহ সেবা গ্রহীতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তপনকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির ঘটনায় বদলি না করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুদক কমিশনার শ্রম অধিদপ্তরকে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে দুদকে মামলা করা হবে বলে ঘোষণা দেন।
এমন অবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির শ্রম পরিদর্শক তপনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। এ ছাড়া আদেশে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথাও বলা হয়েছে।
রংপুরের শ্রম পরিদর্শক (সাধারণ) তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিনা মূল্যের ফরমের বিপরীতে ১০০ টাকা ঘুষ নেওয়া এবং লাইসেন্সের জন্য আলাদা ৩৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ সাময়িক বরখাস্তের এই আদেশ দিয়েছেন। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আশিকুর জানান, দুদকের গণশুনানিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তর তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।
রংপুর টাউন হলে ২৮ মার্চ দুদক আয়োজিত গণশুনানিতে মিঠাপুকুর উপজেলার মোস্তাফিজার রহমান নামের একজন তপনের বিরুদ্ধে ঘুষ দাবি করাসহ বিনা মূল্যের ফরমের বিপরীতে টাকা নেওয়ার অভিযোগ করেন।
অভিযোগকারী ব্যক্তির বরাত দিয়ে আশিকুর বলেন, মোস্তাফিজার তাঁর নিজের প্রতিষ্ঠান মানহা ট্রেডিং কারখানার ‘লে আউট প্ল্যান’ অনুমোদন সংক্রান্ত সেবা নিতে ২৭ মার্চ তপনের সঙ্গে দেখা করতে যান। সেখানে লাইসেন্সের আবেদনের ফরম চাইলে ১০০ টাকার বিনিময়ে তাঁকে বিনা মূল্যের ফরম দেন। একই প্ল্যান অনুমোদনের জন্য তাঁর কাছে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তপন।
দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হকের উপস্থিতিতে গণশুনানিতে তপন ১০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু লাইসেন্স করে দেওয়ার নামে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ঘটনায় দুদক কমিশনার ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়াসহ সেবা গ্রহীতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তপনকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির ঘটনায় বদলি না করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুদক কমিশনার শ্রম অধিদপ্তরকে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে দুদকে মামলা করা হবে বলে ঘোষণা দেন।
এমন অবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির শ্রম পরিদর্শক তপনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। এ ছাড়া আদেশে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথাও বলা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে