সখীপুর প্রতিনিধি
স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন টাঙ্গাইলের সখীপুরের দেওয়ানবাড়ি মসজিদ। উপজেলার কচুয়া গ্রামের দেওয়ান বাড়িতে মসজিদটি অবস্থিত। এটি মুঘল আমলের শেষ দিকে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। দেড় শ বছরের বেশি সময় ধরে আটটি গম্বুজ নিয়ে এখনো স্বমহিমায় দাঁড়িয়ে আছে মসজিদটি। মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে ইটের গুঁড়ি ও চুনাপাথর। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান (৮৬) এসব তথ্য জানান।
দেওয়ান হাবিবুর রহমান আরও জানান, দেওয়ান পরিবারের পূর্বপুরুষ শাহ্সূফি মো. গোমর আলী দেওয়ান (১৭৬৫-১৯৪০ খ্রিষ্টাব্দ) মসজিদটি নির্মাণ করেছিলেন।
মসজিদের প্রতিটি দেয়াল ৪০ ইঞ্চি পুরু। যার ভেতরে-বাইরে নানা কারুকাজ খচিত। চোখ জুড়ানো বিস্ময়কর এই প্রাচীন স্থাপত্যের পিলারগুলোতে কোনো প্রকার লোহা বা রড ব্যবহার করা হয়নি বলে জানান এলাকার প্রবীণ মুসল্লিরা।
জানা যায়, এই মসজিদের জন্য প্রায় পাঁচ একর জমি ওয়াক্ফ করে দেওয়া হয়েছে। মসজিদের পাশেই রয়েছে বিশাল পুকুর। পুকুরের চারপাশে নানা প্রজাতির গাছপালা, আছে কবরস্থান। যেখানে চার নিদ্রায় শায়িত রয়েছেন হজরত শাহ্সূফি মো. গোমর আলী দেওয়ানের ছেলেসহ তাঁর পরবর্তী বংশধর।
মসজিদের পাশে বিশাল এক ঈদগাহ মাঠ। যেখানে প্রতি ঈদের নামাজে প্রায় সাড়ে তিন হাজার মুসল্লি সমবেত হন। দেওয়ান বাড়ি মসজিদে একসঙ্গে প্রায় তিন শ মুসল্লি নামাজ পড়তে পারেন। মসজিদের ভেতরে প্রতিদিন সকালে নিয়মিত কোরআন শিক্ষা দেন পেশ ইমাম আইন উদ্দিন।
মসজিদটির বর্তমান পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান বলেন, ‘মসজিদটি আমার দাদার বাবা গোমর আলী দেওয়ান নির্মাণ করেছিলেন। এটি প্রায় দেড় শ বছর আগে নির্মাণ করা হয়েছে।’
দেওয়ান বংশের সুযোগ্য উত্তরসূরি নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বাদল বলেন, ‘ আমার জানামতে এই মসজিদের সমসাময়িক বা এর আদলে আর কোনো মসজিদ সখীপুরে খুঁজে পাওয়া যাবে না।’
স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন টাঙ্গাইলের সখীপুরের দেওয়ানবাড়ি মসজিদ। উপজেলার কচুয়া গ্রামের দেওয়ান বাড়িতে মসজিদটি অবস্থিত। এটি মুঘল আমলের শেষ দিকে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। দেড় শ বছরের বেশি সময় ধরে আটটি গম্বুজ নিয়ে এখনো স্বমহিমায় দাঁড়িয়ে আছে মসজিদটি। মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে ইটের গুঁড়ি ও চুনাপাথর। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান (৮৬) এসব তথ্য জানান।
দেওয়ান হাবিবুর রহমান আরও জানান, দেওয়ান পরিবারের পূর্বপুরুষ শাহ্সূফি মো. গোমর আলী দেওয়ান (১৭৬৫-১৯৪০ খ্রিষ্টাব্দ) মসজিদটি নির্মাণ করেছিলেন।
মসজিদের প্রতিটি দেয়াল ৪০ ইঞ্চি পুরু। যার ভেতরে-বাইরে নানা কারুকাজ খচিত। চোখ জুড়ানো বিস্ময়কর এই প্রাচীন স্থাপত্যের পিলারগুলোতে কোনো প্রকার লোহা বা রড ব্যবহার করা হয়নি বলে জানান এলাকার প্রবীণ মুসল্লিরা।
জানা যায়, এই মসজিদের জন্য প্রায় পাঁচ একর জমি ওয়াক্ফ করে দেওয়া হয়েছে। মসজিদের পাশেই রয়েছে বিশাল পুকুর। পুকুরের চারপাশে নানা প্রজাতির গাছপালা, আছে কবরস্থান। যেখানে চার নিদ্রায় শায়িত রয়েছেন হজরত শাহ্সূফি মো. গোমর আলী দেওয়ানের ছেলেসহ তাঁর পরবর্তী বংশধর।
মসজিদের পাশে বিশাল এক ঈদগাহ মাঠ। যেখানে প্রতি ঈদের নামাজে প্রায় সাড়ে তিন হাজার মুসল্লি সমবেত হন। দেওয়ান বাড়ি মসজিদে একসঙ্গে প্রায় তিন শ মুসল্লি নামাজ পড়তে পারেন। মসজিদের ভেতরে প্রতিদিন সকালে নিয়মিত কোরআন শিক্ষা দেন পেশ ইমাম আইন উদ্দিন।
মসজিদটির বর্তমান পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান বলেন, ‘মসজিদটি আমার দাদার বাবা গোমর আলী দেওয়ান নির্মাণ করেছিলেন। এটি প্রায় দেড় শ বছর আগে নির্মাণ করা হয়েছে।’
দেওয়ান বংশের সুযোগ্য উত্তরসূরি নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বাদল বলেন, ‘ আমার জানামতে এই মসজিদের সমসাময়িক বা এর আদলে আর কোনো মসজিদ সখীপুরে খুঁজে পাওয়া যাবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে