সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১৬ ইউনিয়ন পরিষদের মধ্যে নৌকার নতুন মাঝি হয়েছেন ৪ জন। ১২ ইউনিয়ন পরিষদে পুরনোরাই আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তবে নৌকা বঞ্চিত ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।
জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, আগামী ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। ইতিমধ্যে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন দফায় সাতক্ষীরা জেলায় ৫১টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের নির্বাচন। এ নির্বাচনে জেলার তালা উপজেলার কুমিরা ও শ্যামনগরের ১২ টির মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এরপর পঞ্চম ধাপে আশাশুনির ১১ টি, শ্যামনগরের ৩টি এবং কলারোয়ার ২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে এসব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। পঞ্চম ধাপের নির্বাচনে আশাশুনির ১১টি ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন, শোভনালীতে শম্ভু চরণ মণ্ডল, বুধহাটায় মো.মাহবুবুল হক, কুল্যায় মো. আবুল বাছেত, দরগাহপুরে শেখ মিরাজ আলী, বড়দলে আব্দুল আলিম মোল্যা, আশাশুনিতে এসএম হোসেনুজ্জামান, শ্রীউলায় আবু হেনা মো. সাকিলুর রহমান, খাজরায় মো.শাহনেওয়াজ, আনুলিয়ায় মো. শাহাবুদ্দীন সানা, প্রতাপনগরে শেখ জাকির হোসেন ও কাদাটিতে দীপংকর কুমার সরদার।
কলারোয়ার অবশিষ্ট দুটি ইউনিয়ন পরিষদের মধ্যে কেরালকাতায় মো. মোরশেদ আলী এবং কুশোডাংগায় মো. আসলামুল আলম নৌকা প্রতীক পেয়েছেন।
এ ছাড়া শ্যামনগরের বাকি তিনটি ইউনিয়ন পরিষদের মধ্যে ভুরুলিয়ায় একে এম জাফরুল আলম, শ্যামনগর সদরে এসএম জহুরুল হায়দার এবং ঈশ্বরীপুরে জিএম শোকর আলী নৌকা প্রতীক পেয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে আশাশুনির ১১টির মধ্যে চারটি ইউনিয়ন পরিষদে নতুন প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন। প্রার্থীরা হলেন, শোভনালীতে শম্ভু চরণ মণ্ডল, বুধহাটায় মো. মাহবুবুল হক, আশাশুনিতে এসএম হোসেনুজ্জামান এবং আনুলিয়ায় মো. শাহাবুদ্দীন সানা। যে চারজন নৌকা প্রতীক হারিয়েছেন তাঁরা হলেন, মোনায়েম হোসেন, ইঞ্জি. আবম মোছাদ্দেক, স ম সেলিম রেজা মিলন ও আলমগীর আলম লিটন।
মনোনয়ন বঞ্চিত আনুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন জানান, ‘নিবেদিত হয়ে দল করেছি। তারপরও মনোনয়ন বঞ্চিত হলাম। প্রার্থী হতে চাচ্ছিনা। তবে এলাকাবাসীর চাপে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।’
জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, সাতক্ষীরায় এর আগে তিন দফায় নির্বাচন হয়েছে। প্রতি দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী দু ধাপের নির্বাচনও গ্রহণযোগ্য করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
প্রসঙ্গত, কলারোয়ার কেরালকাতায় মো. মোরশেদ আলী গত ২০২০ সালের ২০ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগেও তিনি নৌকা প্রতীক পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদের কাছে পরাজিত হয়েছিলেন। ২০২০ সালের ৩০ জুন চেয়ারম্যান আব্দুল হামিদ মহামারি করোনা আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।
আশাশুনির কুল্যা ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম ২০১৯ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে পরবর্তীতে উপনির্বাচনে আব্দুল বাছেত নৌকা প্রতীকে বিজয়ী হন।
এদিকে শ্যামনগরের ভুরুলিয়ায় এবারও নৌকা প্রতীক পেয়েছেন একেএম জাফরুল আলম। গত নির্বাচনে তিনি নৌকা পেলেও বিজয়ী হতে পারেননি। তিনি মাওলানা ফারুক হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন।
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ২১ টি, দ্বিতীয় ধাপে ১৩টি ও তৃতীয় ধাপে ১৭ টির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ১৬টি ইউপি নির্বাচন।
সাতক্ষীরায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১৬ ইউনিয়ন পরিষদের মধ্যে নৌকার নতুন মাঝি হয়েছেন ৪ জন। ১২ ইউনিয়ন পরিষদে পুরনোরাই আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তবে নৌকা বঞ্চিত ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।
জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, আগামী ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। ইতিমধ্যে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন দফায় সাতক্ষীরা জেলায় ৫১টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের নির্বাচন। এ নির্বাচনে জেলার তালা উপজেলার কুমিরা ও শ্যামনগরের ১২ টির মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এরপর পঞ্চম ধাপে আশাশুনির ১১ টি, শ্যামনগরের ৩টি এবং কলারোয়ার ২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে এসব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। পঞ্চম ধাপের নির্বাচনে আশাশুনির ১১টি ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন, শোভনালীতে শম্ভু চরণ মণ্ডল, বুধহাটায় মো.মাহবুবুল হক, কুল্যায় মো. আবুল বাছেত, দরগাহপুরে শেখ মিরাজ আলী, বড়দলে আব্দুল আলিম মোল্যা, আশাশুনিতে এসএম হোসেনুজ্জামান, শ্রীউলায় আবু হেনা মো. সাকিলুর রহমান, খাজরায় মো.শাহনেওয়াজ, আনুলিয়ায় মো. শাহাবুদ্দীন সানা, প্রতাপনগরে শেখ জাকির হোসেন ও কাদাটিতে দীপংকর কুমার সরদার।
কলারোয়ার অবশিষ্ট দুটি ইউনিয়ন পরিষদের মধ্যে কেরালকাতায় মো. মোরশেদ আলী এবং কুশোডাংগায় মো. আসলামুল আলম নৌকা প্রতীক পেয়েছেন।
এ ছাড়া শ্যামনগরের বাকি তিনটি ইউনিয়ন পরিষদের মধ্যে ভুরুলিয়ায় একে এম জাফরুল আলম, শ্যামনগর সদরে এসএম জহুরুল হায়দার এবং ঈশ্বরীপুরে জিএম শোকর আলী নৌকা প্রতীক পেয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে আশাশুনির ১১টির মধ্যে চারটি ইউনিয়ন পরিষদে নতুন প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন। প্রার্থীরা হলেন, শোভনালীতে শম্ভু চরণ মণ্ডল, বুধহাটায় মো. মাহবুবুল হক, আশাশুনিতে এসএম হোসেনুজ্জামান এবং আনুলিয়ায় মো. শাহাবুদ্দীন সানা। যে চারজন নৌকা প্রতীক হারিয়েছেন তাঁরা হলেন, মোনায়েম হোসেন, ইঞ্জি. আবম মোছাদ্দেক, স ম সেলিম রেজা মিলন ও আলমগীর আলম লিটন।
মনোনয়ন বঞ্চিত আনুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন জানান, ‘নিবেদিত হয়ে দল করেছি। তারপরও মনোনয়ন বঞ্চিত হলাম। প্রার্থী হতে চাচ্ছিনা। তবে এলাকাবাসীর চাপে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।’
জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, সাতক্ষীরায় এর আগে তিন দফায় নির্বাচন হয়েছে। প্রতি দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী দু ধাপের নির্বাচনও গ্রহণযোগ্য করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
প্রসঙ্গত, কলারোয়ার কেরালকাতায় মো. মোরশেদ আলী গত ২০২০ সালের ২০ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগেও তিনি নৌকা প্রতীক পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদের কাছে পরাজিত হয়েছিলেন। ২০২০ সালের ৩০ জুন চেয়ারম্যান আব্দুল হামিদ মহামারি করোনা আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।
আশাশুনির কুল্যা ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম ২০১৯ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে পরবর্তীতে উপনির্বাচনে আব্দুল বাছেত নৌকা প্রতীকে বিজয়ী হন।
এদিকে শ্যামনগরের ভুরুলিয়ায় এবারও নৌকা প্রতীক পেয়েছেন একেএম জাফরুল আলম। গত নির্বাচনে তিনি নৌকা পেলেও বিজয়ী হতে পারেননি। তিনি মাওলানা ফারুক হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন।
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ২১ টি, দ্বিতীয় ধাপে ১৩টি ও তৃতীয় ধাপে ১৭ টির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ১৬টি ইউপি নির্বাচন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে