চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন মুরাদ মিজি। কিন্তু বিজয়ের এক দিন পরই তাঁর বাড়িতে বইছে শোকের মাতম। এক দিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ; এক রাতের ব্যবধানেই তা হয়ে গেল ম্লান, নেমে এসেছে শোকের ছায়া।
গত শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এই ওয়ার্ডে উপনির্বাচনের বিষয়ে তিনি জানান, এখনো গেজেট প্রকাশ হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পরিবারের লোকজন তাঁকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এরপর অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান নবনির্বাচিত ইউপি সদস্য মুরাদ মিজি। এমন আকস্মিক মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় বইছে শোকের ছায়া।
গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে তালা প্রতীক নিয়ে নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
জানা গেছে, এর আগে তিনবার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এবারই প্রথম জয়লাভ করেছিলেন তিনি। জয়ের পর আনন্দ মিছিল করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন মুরাদ মিজি। কিন্তু বিজয়ের এক দিন পরই তাঁর বাড়িতে বইছে শোকের মাতম। এক দিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ; এক রাতের ব্যবধানেই তা হয়ে গেল ম্লান, নেমে এসেছে শোকের ছায়া।
গত শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এই ওয়ার্ডে উপনির্বাচনের বিষয়ে তিনি জানান, এখনো গেজেট প্রকাশ হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পরিবারের লোকজন তাঁকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এরপর অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান নবনির্বাচিত ইউপি সদস্য মুরাদ মিজি। এমন আকস্মিক মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় বইছে শোকের ছায়া।
গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে তালা প্রতীক নিয়ে নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
জানা গেছে, এর আগে তিনবার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এবারই প্রথম জয়লাভ করেছিলেন তিনি। জয়ের পর আনন্দ মিছিল করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে