মো. সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন (ভোলা)
বাতাসে ভাসছে আমের মুকুলের ম-ম গন্ধ। যে গন্ধ মনকে বিমোহিত করছে চাষি থেকে সাধারণ মানুষের। আমবাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। মুকুলে ছেয়ে গেছে গাছের ডালপালা।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আমবাগানগুলোতে মুকুলের মিষ্টি ঘ্রাণে ম-ম করছে প্রকৃতি। মনকে করে তুলছে প্রাণবন্ত। চাষিরাও ভালো ফলন পেতে শুরু করেছেন পরিচর্যা। ছত্রাক ও কীটনাশক ছিটাচ্ছেন নিয়মিত। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা বাগানমালিকদের।
জানা গেছে, গত বছর উপজেলায় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ১৭০ মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ১ হাজার ২৩৬ টন। চলতি মৌসুমে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬০ মেট্রিক টন।
সরেজমিন বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকা ঘুরে দেখা গেছে, আমগাছে শোভা পাচ্ছে মুকুল। এ যেন হলুদের সমারোহ। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূল থাকায় মুকুলে ভরে গেছে গাছ। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি ধরনের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলে মালিকেরা বুনছেন স্বপ্ন।
বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের আমবাগানের মালিক কবির হাওলাদার বলেন, ‘অন্য বছরে তুলনায় এ বছর আমের মুকুল বেশি দেখা যাচ্ছে। আশা করছি লাভবান হব।’
টগবী, কাচিয়া, বড় মানিকা, কুতবা ইউনিয়নের চাষিরাও এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন।
কাচিয়া ইউনিয়নের বাগানমালিক মো. রায়হান আহমেদ জানান, মুকুল আসার পর থেকেই তিনি গাছের পরিচর্যা শুরু করেছেন। রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন। বর্তমানে আবহাওয়া অনুকূল রয়েছে। এ অবস্থা থাকলে আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন বোরহানউদ্দিনের বাগানমালিকেরা।
উপজেলা ঘুরে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ গাছেই এসেছে মুকুল। বাগানমালিক, কৃষি কর্মকর্তারা আশা করছেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আবহাওয়া অনুকূল থাকলে উপজেলায় আমের বাম্পার ফলন হবে।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক আজকের পত্রিকাকে জানান, গত বছরে উপজেলায় ২০৫ একর জমিতে আমের চাষাবাদ হলেও এ বছর তা বেড়েছে। এবার ২১৭ একর জমিতে চাষ করা হয়েছে। উপজেলার কাচিয়া, বড়মানিকা, কুতবা ইউনিয়নে আম্রপালি জাতের আমের চাষ হয়েছে প্রায় ৮০ শতাংশ। বাকিটা অন্য জাতের।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘আমের মুকুলের পরিচর্যায় উকুন নাশক এভোমেট্রিন ও ছত্রাকনাশক মেনকোজেভ স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
বাতাসে ভাসছে আমের মুকুলের ম-ম গন্ধ। যে গন্ধ মনকে বিমোহিত করছে চাষি থেকে সাধারণ মানুষের। আমবাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। মুকুলে ছেয়ে গেছে গাছের ডালপালা।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আমবাগানগুলোতে মুকুলের মিষ্টি ঘ্রাণে ম-ম করছে প্রকৃতি। মনকে করে তুলছে প্রাণবন্ত। চাষিরাও ভালো ফলন পেতে শুরু করেছেন পরিচর্যা। ছত্রাক ও কীটনাশক ছিটাচ্ছেন নিয়মিত। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা বাগানমালিকদের।
জানা গেছে, গত বছর উপজেলায় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ১৭০ মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ১ হাজার ২৩৬ টন। চলতি মৌসুমে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬০ মেট্রিক টন।
সরেজমিন বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকা ঘুরে দেখা গেছে, আমগাছে শোভা পাচ্ছে মুকুল। এ যেন হলুদের সমারোহ। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূল থাকায় মুকুলে ভরে গেছে গাছ। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি ধরনের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলে মালিকেরা বুনছেন স্বপ্ন।
বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের আমবাগানের মালিক কবির হাওলাদার বলেন, ‘অন্য বছরে তুলনায় এ বছর আমের মুকুল বেশি দেখা যাচ্ছে। আশা করছি লাভবান হব।’
টগবী, কাচিয়া, বড় মানিকা, কুতবা ইউনিয়নের চাষিরাও এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন।
কাচিয়া ইউনিয়নের বাগানমালিক মো. রায়হান আহমেদ জানান, মুকুল আসার পর থেকেই তিনি গাছের পরিচর্যা শুরু করেছেন। রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন। বর্তমানে আবহাওয়া অনুকূল রয়েছে। এ অবস্থা থাকলে আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন বোরহানউদ্দিনের বাগানমালিকেরা।
উপজেলা ঘুরে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ গাছেই এসেছে মুকুল। বাগানমালিক, কৃষি কর্মকর্তারা আশা করছেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আবহাওয়া অনুকূল থাকলে উপজেলায় আমের বাম্পার ফলন হবে।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক আজকের পত্রিকাকে জানান, গত বছরে উপজেলায় ২০৫ একর জমিতে আমের চাষাবাদ হলেও এ বছর তা বেড়েছে। এবার ২১৭ একর জমিতে চাষ করা হয়েছে। উপজেলার কাচিয়া, বড়মানিকা, কুতবা ইউনিয়নে আম্রপালি জাতের আমের চাষ হয়েছে প্রায় ৮০ শতাংশ। বাকিটা অন্য জাতের।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘আমের মুকুলের পরিচর্যায় উকুন নাশক এভোমেট্রিন ও ছত্রাকনাশক মেনকোজেভ স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে