ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়ন পরিষদে (ইউপিতে) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় একজন ছুরিকাহতসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার ছিল নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদে আসেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান। এ সময় একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী আব্দুল মাজেদের সঙ্গে তাঁর সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আব্দুল মাজেদকে মুজিবারের লোকজন চাকু মারেন।
আহত আব্দুল মাজেদের ভাই আব্দুল হাসেম বলেন, ‘মুজিবুর রহমানের সমর্থক আলমগীর হোসেন তাঁর ভাইয়ের পেটে চাকু মেরেছে। এ সময় ছাত্রলীগ নেতা হেদায়েত খান, আবুল কালাম ও হাসানসহ ৭/৮ জন তাঁদের আরও তিনজনকে মারধর করে আহত করেন। আলমগীর হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।’
ইউপি সদস্য মুজিবর রহমান বলেন, ‘সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আমার সঙ্গে আব্দুল মাজেদ প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ নিয়ে একটি মামলাও হয়েছে, যা তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় পরিষদের অনুষ্ঠানে এলে মাজেদ ও তাঁর লোকজন আমার ওপর চড়াও হন। একপর্যায়ে পরিষদের উপস্থিত লোকজন আমাকে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে রক্ষা করেন।’
মজিবুর আরও বলেন, ‘পরিষদে আসার পরপরই অনুষ্ঠান শুরুর আগে তাঁর কাছে পরাজিত আবদুল মাজেদের ভাই আবদুল হাসেম, শামীমসহ ৬/৭ জন আমার ওপর হামলা করেন।’
আবদুল মাজেদ বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাভারন পুরাতন বাজারের ব্যবসায়ী আওরঙ্গজেব বলেন, ‘সংঘর্ষের পর ইউপি সদস্য মজিবুর রহমানের লোকজন বাজারে চারটি দোকান ভাঙচুর করেছে।’
নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে সংঘর্ষ বাঁধে। তখন অতিথিরা কেউ এসে পৌঁছাননি।’
ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘এ সময় সদস্য মুজিবরের ওপর অতর্কিত হামলা করে বিজিত প্রার্থী আবদুল মাজেদসহ তাঁর লোকজন।’
ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আবদুল মাজেদ কয়েকসহ কয়েকজন আহত হয়েছেন। অনুষ্ঠানের সরঞ্জাম ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘আমি নির্বাচনের দায়িত্বে বাইরে আছি। তবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়ন পরিষদে (ইউপিতে) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় একজন ছুরিকাহতসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার ছিল নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদে আসেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান। এ সময় একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী আব্দুল মাজেদের সঙ্গে তাঁর সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আব্দুল মাজেদকে মুজিবারের লোকজন চাকু মারেন।
আহত আব্দুল মাজেদের ভাই আব্দুল হাসেম বলেন, ‘মুজিবুর রহমানের সমর্থক আলমগীর হোসেন তাঁর ভাইয়ের পেটে চাকু মেরেছে। এ সময় ছাত্রলীগ নেতা হেদায়েত খান, আবুল কালাম ও হাসানসহ ৭/৮ জন তাঁদের আরও তিনজনকে মারধর করে আহত করেন। আলমগীর হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।’
ইউপি সদস্য মুজিবর রহমান বলেন, ‘সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আমার সঙ্গে আব্দুল মাজেদ প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ নিয়ে একটি মামলাও হয়েছে, যা তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় পরিষদের অনুষ্ঠানে এলে মাজেদ ও তাঁর লোকজন আমার ওপর চড়াও হন। একপর্যায়ে পরিষদের উপস্থিত লোকজন আমাকে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে রক্ষা করেন।’
মজিবুর আরও বলেন, ‘পরিষদে আসার পরপরই অনুষ্ঠান শুরুর আগে তাঁর কাছে পরাজিত আবদুল মাজেদের ভাই আবদুল হাসেম, শামীমসহ ৬/৭ জন আমার ওপর হামলা করেন।’
আবদুল মাজেদ বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাভারন পুরাতন বাজারের ব্যবসায়ী আওরঙ্গজেব বলেন, ‘সংঘর্ষের পর ইউপি সদস্য মজিবুর রহমানের লোকজন বাজারে চারটি দোকান ভাঙচুর করেছে।’
নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে সংঘর্ষ বাঁধে। তখন অতিথিরা কেউ এসে পৌঁছাননি।’
ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘এ সময় সদস্য মুজিবরের ওপর অতর্কিত হামলা করে বিজিত প্রার্থী আবদুল মাজেদসহ তাঁর লোকজন।’
ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আবদুল মাজেদ কয়েকসহ কয়েকজন আহত হয়েছেন। অনুষ্ঠানের সরঞ্জাম ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘আমি নির্বাচনের দায়িত্বে বাইরে আছি। তবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে