রাঙ্গাবালীতে সাত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৪
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ০০

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন ও সদস্য পদে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গত সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছোটবাইশদিয়া ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী লিকন তালুকদার, মু. আশিকুজ্জামান ও রাঙ্গাবালী ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়া চালিতাবুনিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী আবুল হোসেন, ১ নম্বর ওয়ার্ডের জহির আহম্মেদ, ছোটবাইশদিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সোহাগ ও রাঙ্গাবালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে চালিতাবুনিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রানা হাওলাদার নির্বাচিত হন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত