সত্য ঘটনার গল্পে মাহিমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০৬: ৩২

টিভি নাটকে এ সময়ের সম্ভাবনাময় মুখ মাখনুন সুলতানা মাহিমা। মাবরুর রশীদ বান্নাহর ‘কল্পতরুর গল্প’ নাটকে প্রথম দেখা যায় তাঁকে। এরপর একই নির্মাতার বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান। গত দুই বছরে বেশ কিছু প্রশংসিত নাটক উপহার দিয়েছেন মাহিমা। এবার তিনি যুক্ত হলেন ইমরাউল রাফাতের পরিচালনায় ‘তনয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

‘তনয়া’ মূলত সমাজবাস্তবতার সঙ্গে একটি মেয়ের সংগ্রামের গল্প। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন মাহিমা। তিনি বলেন, ‘গল্প শুনেই খুব অবাক হয়েছিলাম, এটা একটা সত্যি ঘটনা! একটা মেয়ের জীবনে এ রকম অঘটন ঘটে গেছে! বর্তমানে কোনো ঘটনা ঘটলে আমরা সহজেই জাজ করে ফেলি। কিন্তু সেই ঘটনার পেছনের সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না। এ পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে কঠিন চরিত্র হচ্ছে তনয়া।’

‘তনয়া’র একটি দৃশ্যে সুলতানা মাহিমাছবি। ছবি: চরকিএ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, স্কুল, ক্লাস আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেলের রুমে। সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে। বাড়িতে ফিরলেও সেই বাবা-মায়ের কাছে আর ফেরা হয় না, যারা এতদিন আদরে-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এভাবে তনয়ার গন্তব্য পাল্টাতে থাকে। পাল্টে যায় সমাজবাস্তবতা।

‘তনয়া’র পোস্টার। ছবি: চরকিনির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘তনয়ার গল্পটা একটা আড্ডায় শোনা। তখনই এটি নিয়ে কাজ করার পরিকল্পনা করি। সত্য ঘটনার গল্পের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা সব সময় ভালো। কারণ, জীবনঘনিষ্ঠ অনেক কিছু পাওয়া যায়। বাবু ভাই, মাহিমাসহ যাঁরা অভিনয়ে ছিলেন, সবাই খুব ভালো কাজ করেছেন। তনয়ার যে জীবনসংগ্রাম, সেটি দর্শককে ভাবনার খোরাক জোগাবে।’

আজ বৃহস্পতিবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ হবে ‘তনয়া’। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন ও এস এস জায়ান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত