পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরশহরের মৌসুমি সিনেমা হল থেকে বাজার হয়ে ভূমি অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ । সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতাসহ পথচারীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোগান্তি কমাতে দ্রুত সড়কটি মেরামত করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
সরেজমিনে দেখে গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মোড়, পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের গেট, উপজেলা পরিষদ গেট, থানা গেট ও ভূমি অফিসের সামনের সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত। কয়েক দিনের সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকুন্দিয়া পৌর শহরের ওপর দিয়ে কিশোরগঞ্জ-ঢাকা সড়কটি বয়ে গেছে। এই সড়কের পাকুন্দিয়া পৌর এলাকার প্রায় এক কিলোমিটার সড়কে বেশ কিছুদিন ধরে অসংখ্য খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রকৌশলী অধিদপ্তর থেকে কিছুদিন পরপর ছোট ছোট ইটের গুঁড়ি ফেলা হয়। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে সামান্য বৃষ্টি হলেই সেগুলো সরে যায় এবং এতে সড়কটি আগের মতো হয়ে যায়।
এ ছাড়া এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা-কিশোরগঞ্জগামী বাস, ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ শত শত যানবাহন চলাচল করে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সড়কের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কেই রয়েছে পৌরবাজার, উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান। বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। তা ছাড়া এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা লোকজনকে সড়কের এই অংশটুকুর জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরশহরের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কের পাশের একজন চা দোকানি বলেন, কয়েক দিন পর পর ইটের সুরকি ফেলা হয়। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুই থেকে তিন দিন আগে সড়কের খানাখন্দে ইটের গুঁড়ি ফেলা হয়েছে। এরপরও যদি মেরামতের প্রয়োজন হয় তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরশহরের মৌসুমি সিনেমা হল থেকে বাজার হয়ে ভূমি অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ । সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতাসহ পথচারীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোগান্তি কমাতে দ্রুত সড়কটি মেরামত করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
সরেজমিনে দেখে গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মোড়, পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের গেট, উপজেলা পরিষদ গেট, থানা গেট ও ভূমি অফিসের সামনের সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত। কয়েক দিনের সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকুন্দিয়া পৌর শহরের ওপর দিয়ে কিশোরগঞ্জ-ঢাকা সড়কটি বয়ে গেছে। এই সড়কের পাকুন্দিয়া পৌর এলাকার প্রায় এক কিলোমিটার সড়কে বেশ কিছুদিন ধরে অসংখ্য খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রকৌশলী অধিদপ্তর থেকে কিছুদিন পরপর ছোট ছোট ইটের গুঁড়ি ফেলা হয়। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে সামান্য বৃষ্টি হলেই সেগুলো সরে যায় এবং এতে সড়কটি আগের মতো হয়ে যায়।
এ ছাড়া এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা-কিশোরগঞ্জগামী বাস, ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ শত শত যানবাহন চলাচল করে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সড়কের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কেই রয়েছে পৌরবাজার, উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান। বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। তা ছাড়া এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা লোকজনকে সড়কের এই অংশটুকুর জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরশহরের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কের পাশের একজন চা দোকানি বলেন, কয়েক দিন পর পর ইটের সুরকি ফেলা হয়। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুই থেকে তিন দিন আগে সড়কের খানাখন্দে ইটের গুঁড়ি ফেলা হয়েছে। এরপরও যদি মেরামতের প্রয়োজন হয় তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে