মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন পূর্ব বন বিভাগের মৌয়ালেরা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মধু আহরণ মৌসুম চলবে ৩০ মে পর্যন্ত। বিগত বছরগুলোতে ১ এপ্রিল–৩০ মে পর্যন্ত দুই মাস মধু আহরণ মৌসুম নির্ধারণ করা হলেও এবার খলিশা ফুলের উৎকৃষ্ট মানের মধু আহরণ করতে আড়াই মাস করা হয়েছে।
সুন্দরবনের পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের শরণখোলা–চাঁদপাই এলাকা নিয়ে বাগেরহাট পূর্ব বন বিভাগ এবং খুলনা–সাতক্ষীরা নিয়ে পশ্চিম বিভাগ। এই দুই বিভাগের বনাঞ্চলের ভৌগোলিক পার্থক্য রয়েছে। দুই বিভাগে সমগোত্রীয় গাছপালাও জন্মায় না। সুন্দরবনে যে কটি প্রজাতির ফুলের মধু পাওয়া যায়, তার মধ্যে খলিশা ও গরান ফুলের মধু উত্তম। এর মধ্যে আগাম ফুল আসে খলিশা গাছে।
সুন্দরবনের দুই বিভাগের মধ্যে পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জে খলিশা প্রজাতির গাছ অধিক পরিমাণে দেখা যায়। সেখানকার মৌয়ালরা বন বিভাগের অনুমতিপত্র নিয়ে ১৫ মার্চ ভোর থেকে সুন্দরবনে মধু আহরণ করতে যাচ্ছেন। তবে সাতক্ষীরার তুলনায় পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে খলিশা গাছ খুব কম থাকায় বাগেরহাটের মৌয়ালরা এখনো বন বিভাগ থেকে অনুমতিপত্র নেননি। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে মধু আহরণ শুরু হবে ১৫ দিন পরে।
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি গ্রামের সেকেন্দার হোসেন, আল আমিন, আলম মোড়ল ও আব্দুল রশিদ বলেন, ‘আগাম অনুমতিপত্র পাওয়ায় লাভবান হবে পশ্চিম বিভাগের মৌয়ালরা। এই সময় বনে গেলে পূর্ব বিভাগের মৌয়ালদের পুরো একটি গোন (১৫ দিনে এক গোন) লোকসান গুনতে হবে। এখনো সুন্দরবন পূর্ব বিভাগের মৌয়ালরা এখনো দল গঠন, নৌকা প্রস্তুত বা মহাজনের কাছ থেকে দাদন নেওয়া শুরু করেননি। ১ এপ্রিল থেকে এ বিভাগের মৌয়ালরা মধু আহরণ করা শুরু করবেন।
বন বিভাগ সূত্রে আরও আরও জানা গেছে, এ বছর মধু আহরণের রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ১৫ দিনে জনপ্রতি রাজস্ব ছিল ৭৫০ টাকা। এবার সেখানে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ ২০২১–২২ অর্থবছরে ১ হাজার ৫০ কুইন্টাল মধু এবং ৩৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ লাখ টাকা। গত বছর পূর্ব সুন্দরবন বিভাগ থেকে ১ হাজার ৪৪ কুইন্টাল মধু ও ৩৫০ কুইন্টাল মোম আহরণ করা হয়। রাজস্ব আয় হয় ১০ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘বাগেরহাটের পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে গরান গাছের আধিক্য বেশি। এই গাছে ফুল আসা শুরু হয় মার্চের শেষ সপ্তাহে। থাকে পুরো এপ্রিল মাস পর্যন্ত। এদিকে আগাম ফুল আসা খলিশা প্রজাতির গাছ পশ্চিম বিভাগের সাতক্ষীরা অঞ্চলে বেশি দেখা যায়। সুন্দরবনে খলিশা ফুলের মধু দেশে প্রাকৃতিকভাবে আহরিত মধুর মধ্যে সর্বোৎকৃষ্ট। এ মধুর দাম ও চাহিদা বেশি। এবার খলিশা ফুলের মধু বেশি পরিমাণে আহরণ করতে মধু আহরণ মৌসুম ১৫ দিন এগিয়ে দুই মাস থেকে আড়াই মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহাম্মদ বেলায়েত হোসেন আরও বলেন, ‘সুন্দরবনের পূর্ব বিভাগে মধু আহরণ করতে মৌয়ালরা এখন না গেলেও সমস্যা হবে না। এখন আহরণ না করলে ওই মধু চাকেই থেকে যাবে। আগাম আসা এই মধু যাতে অন্য কেউ অবৈধভাবে আহরণ করতে না পারেন, এ জন্য স্মার্ট প্যাট্রলিংসহ বন বিভাগের টহল জোরদার করা হবে।’
সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন পূর্ব বন বিভাগের মৌয়ালেরা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মধু আহরণ মৌসুম চলবে ৩০ মে পর্যন্ত। বিগত বছরগুলোতে ১ এপ্রিল–৩০ মে পর্যন্ত দুই মাস মধু আহরণ মৌসুম নির্ধারণ করা হলেও এবার খলিশা ফুলের উৎকৃষ্ট মানের মধু আহরণ করতে আড়াই মাস করা হয়েছে।
সুন্দরবনের পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের শরণখোলা–চাঁদপাই এলাকা নিয়ে বাগেরহাট পূর্ব বন বিভাগ এবং খুলনা–সাতক্ষীরা নিয়ে পশ্চিম বিভাগ। এই দুই বিভাগের বনাঞ্চলের ভৌগোলিক পার্থক্য রয়েছে। দুই বিভাগে সমগোত্রীয় গাছপালাও জন্মায় না। সুন্দরবনে যে কটি প্রজাতির ফুলের মধু পাওয়া যায়, তার মধ্যে খলিশা ও গরান ফুলের মধু উত্তম। এর মধ্যে আগাম ফুল আসে খলিশা গাছে।
সুন্দরবনের দুই বিভাগের মধ্যে পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জে খলিশা প্রজাতির গাছ অধিক পরিমাণে দেখা যায়। সেখানকার মৌয়ালরা বন বিভাগের অনুমতিপত্র নিয়ে ১৫ মার্চ ভোর থেকে সুন্দরবনে মধু আহরণ করতে যাচ্ছেন। তবে সাতক্ষীরার তুলনায় পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে খলিশা গাছ খুব কম থাকায় বাগেরহাটের মৌয়ালরা এখনো বন বিভাগ থেকে অনুমতিপত্র নেননি। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে মধু আহরণ শুরু হবে ১৫ দিন পরে।
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি গ্রামের সেকেন্দার হোসেন, আল আমিন, আলম মোড়ল ও আব্দুল রশিদ বলেন, ‘আগাম অনুমতিপত্র পাওয়ায় লাভবান হবে পশ্চিম বিভাগের মৌয়ালরা। এই সময় বনে গেলে পূর্ব বিভাগের মৌয়ালদের পুরো একটি গোন (১৫ দিনে এক গোন) লোকসান গুনতে হবে। এখনো সুন্দরবন পূর্ব বিভাগের মৌয়ালরা এখনো দল গঠন, নৌকা প্রস্তুত বা মহাজনের কাছ থেকে দাদন নেওয়া শুরু করেননি। ১ এপ্রিল থেকে এ বিভাগের মৌয়ালরা মধু আহরণ করা শুরু করবেন।
বন বিভাগ সূত্রে আরও আরও জানা গেছে, এ বছর মধু আহরণের রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ১৫ দিনে জনপ্রতি রাজস্ব ছিল ৭৫০ টাকা। এবার সেখানে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ ২০২১–২২ অর্থবছরে ১ হাজার ৫০ কুইন্টাল মধু এবং ৩৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ লাখ টাকা। গত বছর পূর্ব সুন্দরবন বিভাগ থেকে ১ হাজার ৪৪ কুইন্টাল মধু ও ৩৫০ কুইন্টাল মোম আহরণ করা হয়। রাজস্ব আয় হয় ১০ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘বাগেরহাটের পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে গরান গাছের আধিক্য বেশি। এই গাছে ফুল আসা শুরু হয় মার্চের শেষ সপ্তাহে। থাকে পুরো এপ্রিল মাস পর্যন্ত। এদিকে আগাম ফুল আসা খলিশা প্রজাতির গাছ পশ্চিম বিভাগের সাতক্ষীরা অঞ্চলে বেশি দেখা যায়। সুন্দরবনে খলিশা ফুলের মধু দেশে প্রাকৃতিকভাবে আহরিত মধুর মধ্যে সর্বোৎকৃষ্ট। এ মধুর দাম ও চাহিদা বেশি। এবার খলিশা ফুলের মধু বেশি পরিমাণে আহরণ করতে মধু আহরণ মৌসুম ১৫ দিন এগিয়ে দুই মাস থেকে আড়াই মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহাম্মদ বেলায়েত হোসেন আরও বলেন, ‘সুন্দরবনের পূর্ব বিভাগে মধু আহরণ করতে মৌয়ালরা এখন না গেলেও সমস্যা হবে না। এখন আহরণ না করলে ওই মধু চাকেই থেকে যাবে। আগাম আসা এই মধু যাতে অন্য কেউ অবৈধভাবে আহরণ করতে না পারেন, এ জন্য স্মার্ট প্যাট্রলিংসহ বন বিভাগের টহল জোরদার করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে