ড. মো. শাহজাহান কবীর
পরিবেশ সতেজ ও ভারসাম্যপূর্ণ রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। ইসলাম গাছের পরিচর্যায় বিশেষভাবে উৎসাহ দেয়। সবুজ গাছগাছালি ও বনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত করেছেন। মহানবী (সা.) গাছ লাগানোর গুরুত্ব অনুধাবন করে নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ‘মানুষ, পাখি বা পশু যখন তাদের আহার্য গ্রহণ করে, তখন তা তার রোপণকারীর পক্ষে একটি সদকা হিসেবে পরিগণিত হয়।’ (বুখারি ও মুসলিম)
অন্য হাদিসে তিনি এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো গাছ লাগায়, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করেন।’ হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, মক্কা-মদিনার মাঝে অবস্থিত একটি গাছের কাছে যখন তিনি আসতেন, তখন তার নিচে শুয়ে বিশ্রাম করতেন। তিনি বলতেন রাসুলুল্লাহ (সা.) এমন করতেন।
মহানবী (সা.) সৈন্যদের প্রতিপক্ষের কোনো গাছপালা বা শস্যক্ষেত্র ধ্বংস না করতে নির্দেশ দিতেন। মহানবী (সা.) বলতেন, ‘তোমরা কোনো বৃক্ষ উৎপাটন করবে না। গাছ মহান আল্লাহর অমূল্য নেয়ামত। এটি ধ্বংস করলে পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও বিলুপ্ত হয়ে যেতে পারে।’
তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষনিধন বন্ধ করতে হবে। প্রয়োজনে একটি পরিপক্ব গাছ কাটার আগে অন্তত তিনটি চারা গাছ লাগাতে হবে। গাছের প্রতিটি পাতা মহান আল্লাহর জিকির করে। সে জিকিরের সওয়াব গাছ রোপণকারীর আমলনামায় যোগ হয়।
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পরিবেশ সতেজ ও ভারসাম্যপূর্ণ রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। ইসলাম গাছের পরিচর্যায় বিশেষভাবে উৎসাহ দেয়। সবুজ গাছগাছালি ও বনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত করেছেন। মহানবী (সা.) গাছ লাগানোর গুরুত্ব অনুধাবন করে নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ‘মানুষ, পাখি বা পশু যখন তাদের আহার্য গ্রহণ করে, তখন তা তার রোপণকারীর পক্ষে একটি সদকা হিসেবে পরিগণিত হয়।’ (বুখারি ও মুসলিম)
অন্য হাদিসে তিনি এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো গাছ লাগায়, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করেন।’ হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, মক্কা-মদিনার মাঝে অবস্থিত একটি গাছের কাছে যখন তিনি আসতেন, তখন তার নিচে শুয়ে বিশ্রাম করতেন। তিনি বলতেন রাসুলুল্লাহ (সা.) এমন করতেন।
মহানবী (সা.) সৈন্যদের প্রতিপক্ষের কোনো গাছপালা বা শস্যক্ষেত্র ধ্বংস না করতে নির্দেশ দিতেন। মহানবী (সা.) বলতেন, ‘তোমরা কোনো বৃক্ষ উৎপাটন করবে না। গাছ মহান আল্লাহর অমূল্য নেয়ামত। এটি ধ্বংস করলে পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও বিলুপ্ত হয়ে যেতে পারে।’
তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষনিধন বন্ধ করতে হবে। প্রয়োজনে একটি পরিপক্ব গাছ কাটার আগে অন্তত তিনটি চারা গাছ লাগাতে হবে। গাছের প্রতিটি পাতা মহান আল্লাহর জিকির করে। সে জিকিরের সওয়াব গাছ রোপণকারীর আমলনামায় যোগ হয়।
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে