বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
সংযোগ সড়কের অভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলকদর খালের নির্মিত সেতুটি ব্যবহার করতে পারছে না জনসাধারণ। গত ফেব্রুয়ারিতে ছনুয়া-শেখেরখীল এলাকার মৌলভীবাজারে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
গত শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নেই। সড়ক থেকে সেতু ৫-৬ ফুটের বেশি উঁচু। যে কারণে হেঁটে চলাও কঠিন। যানবাহন চলাচল করতে না পেরে বাধ্য হয়ে স্থানীয় চালকেরা সম্প্রতি বালুভর্তি কিছু বস্তা দিয়ে সেতুতে ওঠার ব্যবস্থা করেন। এতে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে সেতুটি পার হচ্ছেন তাঁরা।
সিএনজিচালিত অটোরিকশা, মিনি পিকআপসহ কয়েকটি যানবাহনকে ঠেলে সড়ক থেকে সেতুতে ওঠাতে দেখা যায়। পরিবহনের চালক ও উপস্থিত লোকজন তাঁদের ভোগান্তি দূর করতে দ্রুত সেতুটির দুই পাশে সংযোগ সড়ক করার দাবি জানান।
ওই এলাকা দিয়ে উপজেলার ছনুয়া ও শেখেরখীল ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কয়েক বছর আগে খালের ওপর থাকা বেইলি সেতুটি পাটাতন নষ্ট হয়ে যায়। এতে দুই ইউনিয়নের মানুষকে ৩-৪ বছর দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের দাবির মুখে অবশেষে গত ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। তবে সংযোগ সড়ক না থাকায় এটি তাঁদের তেমন কাজে আসছে না।
ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তাঁর ইউনিয়নের হাজারো মানুষসহ মাছ ও লবণবাহী মিনিট্রাক এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে। সংযোগ সড়ক না থাকায় তাঁদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়টি উপজেলার সমন্বয় কমিটির বৈঠকে জানানোর পরও এলজিইডি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
শেখেরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার বলেন, বহুদিনের জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে যাতায়াত করতে মানুষকে অনেক কষ্ট করতে হতো। পরে নতুন সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এর সুফল ভোগ করতে পারছে না জনগণ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শেখেরখীল-ছনুয়া খালের ওপর সেতুটি নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে আমরা দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ করতে পারিনি। তবে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আগামী সপ্তাহে সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করবেন।’
সংযোগ সড়কের অভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলকদর খালের নির্মিত সেতুটি ব্যবহার করতে পারছে না জনসাধারণ। গত ফেব্রুয়ারিতে ছনুয়া-শেখেরখীল এলাকার মৌলভীবাজারে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
গত শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নেই। সড়ক থেকে সেতু ৫-৬ ফুটের বেশি উঁচু। যে কারণে হেঁটে চলাও কঠিন। যানবাহন চলাচল করতে না পেরে বাধ্য হয়ে স্থানীয় চালকেরা সম্প্রতি বালুভর্তি কিছু বস্তা দিয়ে সেতুতে ওঠার ব্যবস্থা করেন। এতে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে সেতুটি পার হচ্ছেন তাঁরা।
সিএনজিচালিত অটোরিকশা, মিনি পিকআপসহ কয়েকটি যানবাহনকে ঠেলে সড়ক থেকে সেতুতে ওঠাতে দেখা যায়। পরিবহনের চালক ও উপস্থিত লোকজন তাঁদের ভোগান্তি দূর করতে দ্রুত সেতুটির দুই পাশে সংযোগ সড়ক করার দাবি জানান।
ওই এলাকা দিয়ে উপজেলার ছনুয়া ও শেখেরখীল ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কয়েক বছর আগে খালের ওপর থাকা বেইলি সেতুটি পাটাতন নষ্ট হয়ে যায়। এতে দুই ইউনিয়নের মানুষকে ৩-৪ বছর দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের দাবির মুখে অবশেষে গত ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। তবে সংযোগ সড়ক না থাকায় এটি তাঁদের তেমন কাজে আসছে না।
ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তাঁর ইউনিয়নের হাজারো মানুষসহ মাছ ও লবণবাহী মিনিট্রাক এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে। সংযোগ সড়ক না থাকায় তাঁদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়টি উপজেলার সমন্বয় কমিটির বৈঠকে জানানোর পরও এলজিইডি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
শেখেরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার বলেন, বহুদিনের জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে যাতায়াত করতে মানুষকে অনেক কষ্ট করতে হতো। পরে নতুন সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এর সুফল ভোগ করতে পারছে না জনগণ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শেখেরখীল-ছনুয়া খালের ওপর সেতুটি নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে আমরা দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ করতে পারিনি। তবে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আগামী সপ্তাহে সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে