নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আজ বুধবার মহাসমাবেশ করবে বিএনপি। মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্যে কাজ করেছে দলটি। কয়েক মাস ধরে এমন প্রস্তুতি নেন নেতা-কর্মীরা। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির এই মহাসমাবেশকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ স্বাগত জানালেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। নগর আওয়ামী লীগ গত সোমবার সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিএনপি সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতিসাধনে কিছু করলে তা প্রতিহত করা হবে। উভয় দলের এমন অবস্থানে চট্টগ্রামে রাজনীতির মাঠ উত্তপ্ত থাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) পংকজ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা (বিএনপি) সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে শেষ করতে পারেন, সে জন্য পুলিশ সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। এর মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা কিংবা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়, তাহলে আমরা আমাদের কায়দায় ব্যবস্থা নেব।’
বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সমাবেশ ঘিরে চট্টগ্রাম বিভাগের ১০ জেলা ও থানায় থানায় প্রস্তুতি সভা সম্পন্ন করেছে দলটি। কিছু সভায় কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। কেন্দ্রীয় নেতাদের কয়েকজন চট্টগ্রামে অবস্থান করে কদিন ধরে সমাবেশের সার্বিক প্রস্তুতি তদারক করে যাচ্ছেন।
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সারা দেশে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, নির্যাতন, গ্রেপ্তারের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভাগের অধীন ১০ জেলার নেতারা বক্তব্য দেবেন।
২০১২ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ওই রোড মার্চ করা হয়।
ওই সমাবেশের সাড়ে ১০ বছর পর আজ চট্টগ্রামে একই স্থানে বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি নেয় বিএনপি। ইতিমধ্যে সমাবেশ পালনের জন্য পুলিশের অনুমতি পেয়েছে দলটি।
এদিকে গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ইদানীং বিএনপি সারা দেশে যেসব সভা-সমাবেশ করছে, তাতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এ কারণে আমাদের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের (বিএনপি) সমাবেশ করার অনুমতি দিয়েছে। আমরা স্বাগত জানাই। তবে যদি সমাবেশের আড়ালে অন্য কিছু বা নাশকতা করা হয়, তবে আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত থাকবেন। দাঁতভাঙা জবাব দেবেন। নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলেছি। সরকারি দল হিসেবে
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের।’
ওই সংবাদ সম্মেলনের পরের দিন গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ে নাসিমন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা কোনো ধরনের ফাঁদে পা দেব না। অনেকে চেষ্টা করবেন এদিক-সেদিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আমাদের শক্তি ক্ষয় করার জন্য অনেক কিছু করবেন। অনেক কিছু বলবেন, অনেক গুজব ছড়াবেন। এতে কর্ণপাত করবেন না, ধৈর্য ধরবেন। পূর্ণমাত্রার ধৈর্য ধরতে হবে। আমরা আমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’
ওই সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে অনেক কিছু বলে থাকতে পারেন; কিন্তু কে কী বলছেন, আমরা সেদিকে কান দিচ্ছি না।’
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আজ বুধবার মহাসমাবেশ করবে বিএনপি। মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্যে কাজ করেছে দলটি। কয়েক মাস ধরে এমন প্রস্তুতি নেন নেতা-কর্মীরা। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির এই মহাসমাবেশকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ স্বাগত জানালেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। নগর আওয়ামী লীগ গত সোমবার সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিএনপি সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতিসাধনে কিছু করলে তা প্রতিহত করা হবে। উভয় দলের এমন অবস্থানে চট্টগ্রামে রাজনীতির মাঠ উত্তপ্ত থাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) পংকজ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা (বিএনপি) সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে শেষ করতে পারেন, সে জন্য পুলিশ সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। এর মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা কিংবা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়, তাহলে আমরা আমাদের কায়দায় ব্যবস্থা নেব।’
বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সমাবেশ ঘিরে চট্টগ্রাম বিভাগের ১০ জেলা ও থানায় থানায় প্রস্তুতি সভা সম্পন্ন করেছে দলটি। কিছু সভায় কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। কেন্দ্রীয় নেতাদের কয়েকজন চট্টগ্রামে অবস্থান করে কদিন ধরে সমাবেশের সার্বিক প্রস্তুতি তদারক করে যাচ্ছেন।
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সারা দেশে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, নির্যাতন, গ্রেপ্তারের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভাগের অধীন ১০ জেলার নেতারা বক্তব্য দেবেন।
২০১২ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ওই রোড মার্চ করা হয়।
ওই সমাবেশের সাড়ে ১০ বছর পর আজ চট্টগ্রামে একই স্থানে বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি নেয় বিএনপি। ইতিমধ্যে সমাবেশ পালনের জন্য পুলিশের অনুমতি পেয়েছে দলটি।
এদিকে গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ইদানীং বিএনপি সারা দেশে যেসব সভা-সমাবেশ করছে, তাতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এ কারণে আমাদের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের (বিএনপি) সমাবেশ করার অনুমতি দিয়েছে। আমরা স্বাগত জানাই। তবে যদি সমাবেশের আড়ালে অন্য কিছু বা নাশকতা করা হয়, তবে আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত থাকবেন। দাঁতভাঙা জবাব দেবেন। নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলেছি। সরকারি দল হিসেবে
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের।’
ওই সংবাদ সম্মেলনের পরের দিন গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ে নাসিমন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা কোনো ধরনের ফাঁদে পা দেব না। অনেকে চেষ্টা করবেন এদিক-সেদিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আমাদের শক্তি ক্ষয় করার জন্য অনেক কিছু করবেন। অনেক কিছু বলবেন, অনেক গুজব ছড়াবেন। এতে কর্ণপাত করবেন না, ধৈর্য ধরবেন। পূর্ণমাত্রার ধৈর্য ধরতে হবে। আমরা আমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’
ওই সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে অনেক কিছু বলে থাকতে পারেন; কিন্তু কে কী বলছেন, আমরা সেদিকে কান দিচ্ছি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে