ধনবাড়ী প্রতিনিধি
চলাচলের সুবিধার্থে ধনবাড়ীতে দুই লেনের রাস্তা করা হয়েছে চার লেন। তারপরও বেড়েছে যানজট। নিয়মকানুন না মানা, ফুটপাত দখল করে ব্যবসা এবং সড়ক দখল করে বিভিন্ন পরিবহনের গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার সড়কের দুপাশে যাত্রীবাহী বাস, অটোরিকশা-ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করে তিন লেন দখল করে রেখেছে। ফলে এক লেন দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ ছাড়া বাস স্ট্যান্ড এলাকায় নেই কোনো সর্তকতামূলক সাইনবোর্ড কিংবা পুলিশি তৎপরতা। ফুটপাতও দখল করে রেখেছেন বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ধনবাড়ী চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ডে পৌঁছাতে লাগার কথা দুই মিনিট। সেখানে যানজটের কারণে বাস স্ট্যান্ডে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে বিশ থেকে ত্রিশ মিনিট। সড়কের দুপাশ দখল করে ব্যবসার পসরা সাজানো হয়েছে। বিশেষ করে সবজির আড়তের কারণে দিনদিন যানজট বেড়েই চলছে। সকাল থেকেই আড়তগুলোতে ভিড় লাগে উপজেলার বিভিন্ন জায়গা থেকে কৃষিপণ্য বিক্রি করতে আসা কৃষকদের। সঙ্গে জমে পরিবহনের ভিড়। এ সময় আরও তীব্র আকার ধারণ করে যানজট। তখন হেঁটে চলাও দায় হয়ে দাঁড়ায়।
অথচে যানজট নিরসনে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উদাসীন। ট্রাফিক পুলিশ ও ওভার ব্রিজ না থাকায় পথচারীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দ্রুত যানজট নিরসনের দাবি জানান তাঁরা।
বাজারে আসা সাইদুর রহমান ও আজহার মন্ডল নামের দুই পথচারী বলেন, ‘আমাদের প্রতিনিয়তই বাস স্ট্যান্ড হয়ে কাজে যেতে হয়। বসে থাকতে হয় দীর্ঘ যানজটে। এতে সময় নষ্ট হয় আমাদের। তাঁরা আরও বলেন, কোনো নিয়মকানুন না থাকায় যে যার ইচ্ছা মত গাড়ি চালান। এ ছাড়া সড়ক চার ল্যান্ডের হলেও বিভিন্ন পরিবহনর দখলে থাকে তিন লেন। প্রশাসনের উদাসীনতায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
আবির হোসের নামের আরেক পথচারী বলেন, ‘রাস্তার দু’পাশের ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাখায় কেউ ফুটপাতে ব্যবহার করতে পারছেন না। এগুলো চলাচলের উপযোগী করলে ভোগান্তি কমবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি।’
নাসির উদ্দিন ও জেসমিন আক্তার নামের দুই কর্মজীবী জানান, ‘এ বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে অতি দ্রুত ট্রাফিক পুলিশ ও ওভার ব্রিজ প্রয়োজন।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, ‘বিভিন্ন জায়গায় অটোরিকশা-ভ্যান, সিএনজি ও যাত্রীবাহী বাস চালকেরা রাস্তায় গাড়ি রাখায় যানজটের সৃষ্টি হয়েছে। চালকদের বারবার সতর্ক করা সত্ত্বেও তাঁরা মানছে না।’
যানজট নিরসনের ব্যাপারে জানতে চাইলে পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, প্রধান সড়কে গাড়ি না রাখতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হক বলেন, বিষয়টি শিগগিরই খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
চলাচলের সুবিধার্থে ধনবাড়ীতে দুই লেনের রাস্তা করা হয়েছে চার লেন। তারপরও বেড়েছে যানজট। নিয়মকানুন না মানা, ফুটপাত দখল করে ব্যবসা এবং সড়ক দখল করে বিভিন্ন পরিবহনের গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার সড়কের দুপাশে যাত্রীবাহী বাস, অটোরিকশা-ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করে তিন লেন দখল করে রেখেছে। ফলে এক লেন দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ ছাড়া বাস স্ট্যান্ড এলাকায় নেই কোনো সর্তকতামূলক সাইনবোর্ড কিংবা পুলিশি তৎপরতা। ফুটপাতও দখল করে রেখেছেন বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ধনবাড়ী চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ডে পৌঁছাতে লাগার কথা দুই মিনিট। সেখানে যানজটের কারণে বাস স্ট্যান্ডে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে বিশ থেকে ত্রিশ মিনিট। সড়কের দুপাশ দখল করে ব্যবসার পসরা সাজানো হয়েছে। বিশেষ করে সবজির আড়তের কারণে দিনদিন যানজট বেড়েই চলছে। সকাল থেকেই আড়তগুলোতে ভিড় লাগে উপজেলার বিভিন্ন জায়গা থেকে কৃষিপণ্য বিক্রি করতে আসা কৃষকদের। সঙ্গে জমে পরিবহনের ভিড়। এ সময় আরও তীব্র আকার ধারণ করে যানজট। তখন হেঁটে চলাও দায় হয়ে দাঁড়ায়।
অথচে যানজট নিরসনে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উদাসীন। ট্রাফিক পুলিশ ও ওভার ব্রিজ না থাকায় পথচারীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দ্রুত যানজট নিরসনের দাবি জানান তাঁরা।
বাজারে আসা সাইদুর রহমান ও আজহার মন্ডল নামের দুই পথচারী বলেন, ‘আমাদের প্রতিনিয়তই বাস স্ট্যান্ড হয়ে কাজে যেতে হয়। বসে থাকতে হয় দীর্ঘ যানজটে। এতে সময় নষ্ট হয় আমাদের। তাঁরা আরও বলেন, কোনো নিয়মকানুন না থাকায় যে যার ইচ্ছা মত গাড়ি চালান। এ ছাড়া সড়ক চার ল্যান্ডের হলেও বিভিন্ন পরিবহনর দখলে থাকে তিন লেন। প্রশাসনের উদাসীনতায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
আবির হোসের নামের আরেক পথচারী বলেন, ‘রাস্তার দু’পাশের ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাখায় কেউ ফুটপাতে ব্যবহার করতে পারছেন না। এগুলো চলাচলের উপযোগী করলে ভোগান্তি কমবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি।’
নাসির উদ্দিন ও জেসমিন আক্তার নামের দুই কর্মজীবী জানান, ‘এ বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে অতি দ্রুত ট্রাফিক পুলিশ ও ওভার ব্রিজ প্রয়োজন।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, ‘বিভিন্ন জায়গায় অটোরিকশা-ভ্যান, সিএনজি ও যাত্রীবাহী বাস চালকেরা রাস্তায় গাড়ি রাখায় যানজটের সৃষ্টি হয়েছে। চালকদের বারবার সতর্ক করা সত্ত্বেও তাঁরা মানছে না।’
যানজট নিরসনের ব্যাপারে জানতে চাইলে পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, প্রধান সড়কে গাড়ি না রাখতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হক বলেন, বিষয়টি শিগগিরই খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে