আজকের পত্রিকা ডেস্ক
লক্ষ্মীপুর ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এর মধ্যে স্বামী-স্ত্রী এবং মামাতো-ফুপাতো দুই বোনও রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ট্রাক কেড়ে নিয়েছে মামাতো-ফুপাতো দুই কিশোরী বোনের প্রাণ। নিহত দুজন হলো সানজিদা আক্তার ইভা (১৫) এবং ফাহমিদা আক্তার (১৬)। গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের আমিন উদ্দিন মুন্সী বাড়ির ওষুধ ব্যবসায়ী আরিফুর রহমানের মেয়ে। সে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যজন একই এলাকার কাজি বাড়ির আলমগীর হোসেনের মেয়ে ফাহমিদা। সে রাজধানী ঢাকার সেগুনবাগিচা এলাকার বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা সেখানে হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করেন।
এ ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে ট্রাকচালক মহিউদ্দিনকে আটক করে পুলিশ। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
নিহত সানজিদার চাচা শরীফুল ইসলাম ও ফাহমিদার বাবা আলমগীর হোসেন জানান, কয়েক দিন আগে সানজিদা মা-বাবাসহ ঢাকায় ফুপাতো বোন ফাহমিদাদের বাসায় বেড়াতে যায়। গত শুক্রবার রাতে তারা বাসে করে রওনা দেয়। ফাহমিদার বাবা-মা গ্রামের বাড়িতে নেমে যান। কিন্তু ফাহমিদা পরদিন সানজিদাকে নিয়ে নানাবাড়ি ফিরবে এমন বায়না ধরে মামার লক্ষ্মীপুরের ভাড়া বাসায় চলে যায়। গতকাল সানজিদার বাবা আরিফ হোসেন মোটরসাইকেলে করে দুজনকে নিয়ে বের হলে পথে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই বোন ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় আরিফ হোসেন আহত হন।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়া। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল বিকেলে জানাজা শেষে রায়পুরের পূর্ব কেরোয়া গ্রামের আমিন উদ্দিন মুন্সী বাড়িতে দুই বোনের লাশ দাফন করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় মুহুরীগঞ্জের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফেনীর পূর্ব গোবিন্দপুরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসার সময় মোটরসাইকেল আরোহী আকলিমা আক্তারের (৩০) ওড়না চাকায় পেঁচিয়ে যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার ও তাঁর স্বামী নূর উদ্দিন মারা যান।
মুহুরীগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় চালক ও তাঁর সহকারীসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
ফুলগাজী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুচা গ্রামের রফিক উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন (১৭) নামের এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
গতকাল সকালে ধর্মপুর এডুকেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেজবাহউদ্দিন রোশনাবাদ একাডেমি থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের স্বজনেরা জানায়, শনিবার সকালে মেজবাহউদ্দিন ধর্মপুর এডুকেশন এস্টেটের সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এর মধ্যে স্বামী-স্ত্রী এবং মামাতো-ফুপাতো দুই বোনও রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ট্রাক কেড়ে নিয়েছে মামাতো-ফুপাতো দুই কিশোরী বোনের প্রাণ। নিহত দুজন হলো সানজিদা আক্তার ইভা (১৫) এবং ফাহমিদা আক্তার (১৬)। গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের আমিন উদ্দিন মুন্সী বাড়ির ওষুধ ব্যবসায়ী আরিফুর রহমানের মেয়ে। সে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যজন একই এলাকার কাজি বাড়ির আলমগীর হোসেনের মেয়ে ফাহমিদা। সে রাজধানী ঢাকার সেগুনবাগিচা এলাকার বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা সেখানে হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করেন।
এ ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে ট্রাকচালক মহিউদ্দিনকে আটক করে পুলিশ। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
নিহত সানজিদার চাচা শরীফুল ইসলাম ও ফাহমিদার বাবা আলমগীর হোসেন জানান, কয়েক দিন আগে সানজিদা মা-বাবাসহ ঢাকায় ফুপাতো বোন ফাহমিদাদের বাসায় বেড়াতে যায়। গত শুক্রবার রাতে তারা বাসে করে রওনা দেয়। ফাহমিদার বাবা-মা গ্রামের বাড়িতে নেমে যান। কিন্তু ফাহমিদা পরদিন সানজিদাকে নিয়ে নানাবাড়ি ফিরবে এমন বায়না ধরে মামার লক্ষ্মীপুরের ভাড়া বাসায় চলে যায়। গতকাল সানজিদার বাবা আরিফ হোসেন মোটরসাইকেলে করে দুজনকে নিয়ে বের হলে পথে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই বোন ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় আরিফ হোসেন আহত হন।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়া। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল বিকেলে জানাজা শেষে রায়পুরের পূর্ব কেরোয়া গ্রামের আমিন উদ্দিন মুন্সী বাড়িতে দুই বোনের লাশ দাফন করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় মুহুরীগঞ্জের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফেনীর পূর্ব গোবিন্দপুরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসার সময় মোটরসাইকেল আরোহী আকলিমা আক্তারের (৩০) ওড়না চাকায় পেঁচিয়ে যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার ও তাঁর স্বামী নূর উদ্দিন মারা যান।
মুহুরীগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় চালক ও তাঁর সহকারীসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
ফুলগাজী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুচা গ্রামের রফিক উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন (১৭) নামের এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
গতকাল সকালে ধর্মপুর এডুকেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেজবাহউদ্দিন রোশনাবাদ একাডেমি থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের স্বজনেরা জানায়, শনিবার সকালে মেজবাহউদ্দিন ধর্মপুর এডুকেশন এস্টেটের সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে