ডকশ্রমিকদের রেশনিং চালু করুন: মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩১
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ৩০

বন্দরের ডকশ্রমিকদের মূল্যায়ন করাকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। মেয়র রেশনিং পুনরায় চালুর অনুরোধ জানান।

তিনি শ্রম আইন মোতাবেক শ্রমিক কর্মচারীদের জন্য পোশাক, হেলমেট, সেফটি সু, হ্যান্ড গ্লোভস, চশমাসহ নিরাপত্তা সরঞ্জাম না দেওয়া ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

চট্টগ্রাম পোর্ট এজেন্টস্ স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস্ এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের শপথ গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফেরদৌস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, মো. মাহফুজুর রহমান খান, আবদুল খালেক চৌধুরী, মো. জামাল উদ্দিন, মো. মেজবাহ উদ্দিন, রশিদ আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত