হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
তাঁরা হলেন উপেজলার নোয়াখালী গ্রামের প্রবাসী রবিউল হকের স্ত্রী লুৎফা বেগম (৪৫) এবং তাঁর সাত বছর বয়সী মেয়ে চাঁদনি।
স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূর বড় মেয়ে নলদিয়া বেগম (২৫) দুপুরে বাবার বাড়ি বেড়াতে আসেন। এসে দেখেন মা ও বোন উঠানে পড়ে আছেন। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দেখে দুজনই মৃত। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
লুৎফা বেগমনে বড় মেয়ে নলদিয়া বেগম (২৫) জানান, তিনি শ্বশুরবাড়ি থেকে স্বামীর কর্মস্থল চাটখিলে যাচ্ছিলেন। পথে মায়ের সঙ্গে দেখা করতে বাবার বাড়ি আসেন। এসে দেখেন মা ও বোন ঘরের উত্তর পাশে উঠানে পড়ে আছেন। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়ার জন্য তিনি প্রতিবেশীদের খবর দেন। কিন্তু লোকজন এসে দেখে দুজনই মৃত।
লুৎফা বেগমের ভাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাউছার হোসেন জানান, স্বামী বিদেশে থাকায় ছোট মেয়েকে নিয়ে লুৎফা একা বাড়িতে থাকতেন। তাদের বাড়ির সঙ্গে লাগোয়া কোনো বাড়ি নেই। অন্য বাড়িগুলো একটু দূরে। মাঝেমধ্যে পাশের কিছু বখাটে লোকজন এসে তাদের উত্ত্যক্ত করত। এ বিষয়ে সম্প্রতি চারজনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন লুৎফা। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে পৌর মেয়রকে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন।
এ বিষয়ে গত ৭ জানুয়ারি হাতিয়া পৌর মেয়রের কার্যালয়ে বৈঠক করেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হাদিসহ কয়েকজন। বৈঠকে লুৎফাদের প্রতিবেশী অভিযুক্তদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন কাউন্সিলর আবদুল হাদি।
এদিকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁদের বাড়িতে ভিড় করছে অসংখ্য সাধারণ মানুষ।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, তাঁদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্তসাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
তাঁরা হলেন উপেজলার নোয়াখালী গ্রামের প্রবাসী রবিউল হকের স্ত্রী লুৎফা বেগম (৪৫) এবং তাঁর সাত বছর বয়সী মেয়ে চাঁদনি।
স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূর বড় মেয়ে নলদিয়া বেগম (২৫) দুপুরে বাবার বাড়ি বেড়াতে আসেন। এসে দেখেন মা ও বোন উঠানে পড়ে আছেন। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দেখে দুজনই মৃত। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
লুৎফা বেগমনে বড় মেয়ে নলদিয়া বেগম (২৫) জানান, তিনি শ্বশুরবাড়ি থেকে স্বামীর কর্মস্থল চাটখিলে যাচ্ছিলেন। পথে মায়ের সঙ্গে দেখা করতে বাবার বাড়ি আসেন। এসে দেখেন মা ও বোন ঘরের উত্তর পাশে উঠানে পড়ে আছেন। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়ার জন্য তিনি প্রতিবেশীদের খবর দেন। কিন্তু লোকজন এসে দেখে দুজনই মৃত।
লুৎফা বেগমের ভাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাউছার হোসেন জানান, স্বামী বিদেশে থাকায় ছোট মেয়েকে নিয়ে লুৎফা একা বাড়িতে থাকতেন। তাদের বাড়ির সঙ্গে লাগোয়া কোনো বাড়ি নেই। অন্য বাড়িগুলো একটু দূরে। মাঝেমধ্যে পাশের কিছু বখাটে লোকজন এসে তাদের উত্ত্যক্ত করত। এ বিষয়ে সম্প্রতি চারজনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন লুৎফা। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে পৌর মেয়রকে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন।
এ বিষয়ে গত ৭ জানুয়ারি হাতিয়া পৌর মেয়রের কার্যালয়ে বৈঠক করেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হাদিসহ কয়েকজন। বৈঠকে লুৎফাদের প্রতিবেশী অভিযুক্তদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন কাউন্সিলর আবদুল হাদি।
এদিকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁদের বাড়িতে ভিড় করছে অসংখ্য সাধারণ মানুষ।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, তাঁদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্তসাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে