সম্পাদকীয়
১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বাঙালিরা। সবার মনে তখন তরতাজা ক্ষত। এর ঠিক এক বছর পর ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ঢাকার সচিবালয়ে একটি সভা ডাকেন ডক্টর আবদুস সাদেক। তিনি তখন পূর্ববঙ্গ সরকারের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক।
সে সভায় তিনি স্থানীয় সংস্কৃতিসেবী, চলচ্চিত্র পরিবেশক আর প্রদর্শকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। পূর্ববঙ্গকে স্বাবলম্বী করে তোলার জন্য তিনি এই প্রদেশে চলচ্চিত্রশিল্প গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রদেশের ৯২টি প্রেক্ষাগৃহে বিদেশি ছবির বদলে দেশি ছবি যেন চলতে পারে, সে জন্য ছবি বানাতে হবে।
সে সভায় উপস্থিত ছিলেন আবদুল জব্বার খান, নুরুজ্জামান, অবাঙালি চলচ্চিত্র ব্যবসায়ী ফজলে দোসানী। ফজলে দোসানী বললেন, ‘এখানকার আবহাওয়া খারাপ, আর্দ্রতা বেশি। এখানে ছবি তৈরি করা সম্ভব নয়।’
এ কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন আবদুল জব্বার খান। জবাবে তিনি বললেন, ‘কলকাতায় যদি ছবি হয়, তাহলে ঢাকায় হবে না কেন? আমি প্রমথেশ বড়ুয়াকে ছবির শুটিং করতে দেখেছি। কলকাতার সিনেমার কোনো কোনো লোক এখানে এসেও ছবি তৈরি করেছে।’ এরপর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘মি. দোসানী, আপনি জেনে রাখুন, যদি আগামী এক বছরের মধ্যে কেউ ছবি না করে, তবে আমি জব্বার খানই তা বানিয়ে প্রমাণ করব।’
আবদুল জব্বার খান কথা রেখেছিলেন। পরের বছরই আবদুল জব্বার খান বাংলার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ তৈরির কাজে হাত দেন। এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি। এই ছবি তৈরির উদ্দেশ্যেই তাঁরা কজন মিলে গঠন করেন ইকবাল ফিল্মস লিমিটেড। ইকবাল ফিল্মসের প্রথম পূর্ণাঙ্গ ছবি ‘মুখ ও মুখোশ’-এর মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। স্টুডিও-ল্যাবরেটরিহীন পরিবেশে নানা বাধা-বিপত্তির মধ্যে ঢাকা ও এর আশপাশে শুটিংয়ের পর ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট।
সূত্র: অনুপম হায়াৎ, পুরানো ঢাকার চলচ্চিত্র, পৃষ্ঠা ৫৪-৫৫
১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বাঙালিরা। সবার মনে তখন তরতাজা ক্ষত। এর ঠিক এক বছর পর ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ঢাকার সচিবালয়ে একটি সভা ডাকেন ডক্টর আবদুস সাদেক। তিনি তখন পূর্ববঙ্গ সরকারের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক।
সে সভায় তিনি স্থানীয় সংস্কৃতিসেবী, চলচ্চিত্র পরিবেশক আর প্রদর্শকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। পূর্ববঙ্গকে স্বাবলম্বী করে তোলার জন্য তিনি এই প্রদেশে চলচ্চিত্রশিল্প গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রদেশের ৯২টি প্রেক্ষাগৃহে বিদেশি ছবির বদলে দেশি ছবি যেন চলতে পারে, সে জন্য ছবি বানাতে হবে।
সে সভায় উপস্থিত ছিলেন আবদুল জব্বার খান, নুরুজ্জামান, অবাঙালি চলচ্চিত্র ব্যবসায়ী ফজলে দোসানী। ফজলে দোসানী বললেন, ‘এখানকার আবহাওয়া খারাপ, আর্দ্রতা বেশি। এখানে ছবি তৈরি করা সম্ভব নয়।’
এ কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন আবদুল জব্বার খান। জবাবে তিনি বললেন, ‘কলকাতায় যদি ছবি হয়, তাহলে ঢাকায় হবে না কেন? আমি প্রমথেশ বড়ুয়াকে ছবির শুটিং করতে দেখেছি। কলকাতার সিনেমার কোনো কোনো লোক এখানে এসেও ছবি তৈরি করেছে।’ এরপর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘মি. দোসানী, আপনি জেনে রাখুন, যদি আগামী এক বছরের মধ্যে কেউ ছবি না করে, তবে আমি জব্বার খানই তা বানিয়ে প্রমাণ করব।’
আবদুল জব্বার খান কথা রেখেছিলেন। পরের বছরই আবদুল জব্বার খান বাংলার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ তৈরির কাজে হাত দেন। এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি। এই ছবি তৈরির উদ্দেশ্যেই তাঁরা কজন মিলে গঠন করেন ইকবাল ফিল্মস লিমিটেড। ইকবাল ফিল্মসের প্রথম পূর্ণাঙ্গ ছবি ‘মুখ ও মুখোশ’-এর মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। স্টুডিও-ল্যাবরেটরিহীন পরিবেশে নানা বাধা-বিপত্তির মধ্যে ঢাকা ও এর আশপাশে শুটিংয়ের পর ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট।
সূত্র: অনুপম হায়াৎ, পুরানো ঢাকার চলচ্চিত্র, পৃষ্ঠা ৫৪-৫৫
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে